উক্ত কর্ম কাকে বলে

উক্ত কর্মের ধারণা

উক্ত কর্ম বলতে কী বোঝায়? উক্ত কথার অর্থ হল 'যা বলা হয়েছে। কর্তৃ কারকের একটি ভাগ আছে উক্ত কর্তা। তার অনুসরণে কোনো কোনো ব্যাকরণবিদ উক্ত কর্মের ধারণাটি আমদানি করেছেন। উক্ত কর্তার বেলায় আমরা দেখেছি কর্তৃবাচ্যে কর্তাটি কর্তা রূপে উল্লিখিত হয়, তাই বলা যায় কর্তাটি উক্ত থাকে। এক‌ই ভাবে কর্মবাচ্যে কর্মপদটি কর্তার স্থান দখল করে। ফলে কর্মবাচ্যের কর্মপদটিই কর্তা হিসেবে থাকে। তাই কর্মবাচ্যের কর্মকে উক্ত কর্ম বলা যায়। নিচে উক্ত কর্মের কয়েকটি উদাহরণ দেওয়া হল।

উক্ত কর্মের উদাহরণ

"লোকটি জনগণের দ্বারা প্রহৃত হল।" এই বাক্যে প্রকৃত কর্ম হল 'লোকটি'। কিন্তু বাক্যটি কর্মবাচ্যে আছে বলে কর্মটি কর্তার ভূমিকা পালন করছে। এই অবস্থায় কর্মটিকে উক্ত কর্ম বলতে হবে। কারণ কর্ম এখন কর্মের স্থানে নেই, কর্তা রূপে উক্ত। আর‌ও উদাহরণ: 
চোরটি ধৃত হয়েছে। 
ভাতগুলো খাওয়া হয়ে গেছে।
মালগুলো বেচা হয়ে গেছে। 
চাঁদ আজ খুব সুন্দর দেখাচ্ছে। 

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

তির্যক বিভক্তি কাকে বলে

লোকনিরুক্তি কাকে বলে

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য

অপিনিহিতি কাকে বলে

শব্দ ও পদের পার্থক্য | শব্দ ও পদ

অভিশ্রুতি কাকে বলে?

বিভাজ্য ধ্বনি কাকে বলে | অবিভাজ্য ধ্বনি কাকে বলে