করণ বাচক অপাদান কাকে বলে
করণ-বাচক অপাদান
অপাদান কারকের একটি ভিন্ন ধরনের ভাগ এই করণ-বাচক অপাদান। এটি আসলে করণ, কিন্তু বাক্যে প্রয়োগ-বৈচিত্র্যের কারণে অপাদান বলে মনে হয়।
যা প্রকৃতপক্ষে করণ, তাকেই যখন অপাদান রূপে প্রয়োগ করা হয়, তাকে করণ-বাচক অপাদান বলে। যদিও আমাদের মনে হয়, এই ভাগটিকে অপাদান না বলে করণই বলা উচিত। নিচে উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট করার চেষ্টা করছি।
উদাহরণ
১: সংক্রমণ থেকেই মৃত্যু হয়েছে। -- সংক্রমণ আসলে মৃত্যুর হেতু, তাই করণ কারক, অথচ এই বাক্যে তাকে অপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে।
২: ভয় থেকে অনেক সময় ভুল হয়ে যায়। -- ভয় প্রকৃতপক্ষে করণ হলেও এখানে অপাদান হিসেবে চিহ্নিত হয়েছে।
৩: ঐ সামান্য পুঁজি থেকে এত বড় ব্যবসা দাঁড় করিয়েছি। -- প্রকৃতপক্ষে পুঁজির সাহায্যে ব্যবসা দাঁড় করিয়েছি। কিন্তু এখানে পুঁজি অপাদান হয়েছে।
আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে। ইউটিউবে আমার ব্যাকরণের ক্লাস করার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন আমার নাম অনন্য পাঠক (Ananya Pathak)।
মন্তব্যসমূহ