উপসর্গ ও অনুসর্গের পার্থক্য
উপসর্গ ও অনুসর্গ
উপসর্গ ও অনুসর্গ নাম দুটির মধ্যে মিল থাকলেও আসলে এদের মধ্যে মিল কম, পার্থক্যই বেশি। সত্যি কথা বলতে গেলে উপসর্গ ও অনুসর্গ সম্পূর্ণ পৃথক দুটি জিনিস। আসুন উদাহরণ সহকারে জেনে নিই এদের মধ্যে কী কী পার্থক্য আছে।
উপসর্গ ও অনুসর্গের পার্থক্য
১: উপসর্গ শব্দ বা ধাতুর পূর্বে বসে। অনুসর্গ পদের পরে বসে। যেমন:
উপ + কার = উপকার -- 'উপ' উপসর্গ।
তোমার চেয়ে আমি বড়ো। -- 'চেয়ে' অনুসর্গ।
২: উপসর্গের নিজস্ব কোনো স্বাধীন অর্থ নেই। অনুসর্গের স্বাধীন অর্থ আছে।
৩: উপসর্গগুলি শব্দ বা ধাতুর অর্থকে বদলে দেয়, বা ভিন্ন মাত্রা দান করে। অনুসর্গগুলি পদের সঙ্গে পদের সম্পর্ক গড়ে তোলে, বা অনেক সময় বিভক্তির কাজও করে।
৪: উপসর্গগুলি নতুন নতুন শব্দ গঠন করতে কাজে লাগে। অনুসর্গের সাহায্যে নতুন শব্দ গঠন করা যায় না।
৫: উপসর্গগুলি পরাধীন রূপমূল, এরা অন্যের আশ্রয় ছাড়া ব্যবহৃত হতে পারে না। অনুসর্গগুলি স্বাধীন রূপমূল, এরা স্বাধীন ভাবে ব্যবহৃত হয়।
মন্তব্যসমূহ