উপসর্গ ও অনুসর্গের পার্থক্য

উপসর্গ ও অনুসর্গ

উপসর্গ ও অনুসর্গ নাম দুটির মধ্যে মিল থাকলেও আসলে এদের মধ্যে মিল কম, পার্থক্য‌ই বেশি। সত্যি কথা বলতে গেলে উপসর্গ ও অনুসর্গ সম্পূর্ণ পৃথক দুটি জিনিস। আসুন উদাহরণ সহকারে জেনে নিই এদের মধ্যে কী কী পার্থক্য আছে।





উপসর্গ ও অনুসর্গের পার্থক্য

১: উপসর্গ শব্দ বা ধাতুর পূর্বে বসে। অনুসর্গ পদের পরে বসে। যেমন: 
উপ + কার = উপকার -- 'উপ' উপসর্গ।
তোমার চেয়ে আমি বড়ো। -- 'চেয়ে' অনুসর্গ।

২: উপসর্গের নিজস্ব কোনো স্বাধীন অর্থ নেই। অনুসর্গের স্বাধীন অর্থ আছে। 

৩: উপসর্গগুলি শব্দ বা ধাতুর অর্থকে বদলে দেয়, বা ভিন্ন মাত্রা দান করে। অনুসর্গগুলি পদের সঙ্গে পদের সম্পর্ক গড়ে তোলে, বা অনেক সময় বিভক্তির কাজ‌ও করে।

৪: উপসর্গগুলি নতুন নতুন শব্দ গঠন করতে কাজে লাগে। অনুসর্গের সাহায্যে নতুন শব্দ গঠন করা যায় না।

৫: উপসর্গগুলি পরাধীন রূপমূল, এরা অন্যের আশ্রয় ছাড়া ব্যবহৃত হতে পারে না। অনুসর্গগুলি স্বাধীন রূপমূল, এরা স্বাধীন ভাবে ব্যবহৃত হয়।

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

তির্যক বিভক্তি কাকে বলে

লোকনিরুক্তি কাকে বলে

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য

অপিনিহিতি কাকে বলে

সাধু ও চলিত ভাষার ৭টি বৈশিষ্ট্য ও রূপান্তর | Sadhu o cholit bhasha

উপসর্গ ও প্রত্যয়ের পার্থক্য

শব্দ ও পদের পার্থক্য | শব্দ ও পদ