পোস্টগুলি

জুলাই, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ভাষা সম্প্রদায় কাকে বলে

 ভাষা সম্প্রদায়  ভাষা হল এমন এক সাংকেতিক ধ্বনিময় ব্যবস্থা, যার মাধ্যমে একটি গোষ্ঠীর মানুষ নিজেদের মধ্যে ভাবের বিনিময় করে। ভাষার এই সংজ্ঞা বিশ্লেষণ করলে দেখা যাবে প্রতিটি ভাষা একটি গোষ্ঠীর মানুষ ব্যবহার করে থাকে। একটি নির্দিষ্ট ভাষাকে নিজেদের প্রথম ভাষা হিসেবে ব্যবহারকারী জনগোষ্ঠীকে বলা হয় ভাষা সম্প্রদায়। ভাষা-সম্প্রদায় সম্পর্কে আর‌ও কিছু বিষয় নিচে আলোচনা করা হলো। একটি ভাষা সম্প্রদায়ের মানুষ সাধারণত একটিই ভৌগোলিক অঞ্চলের বাসিন্দা হয়। তবে এর ব্যতিক্রম দেখা যায়। যেমন ইংরেজি ভাষাকে প্রথম ভাষা হিসেবে ব্যবহার করে আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া প্রভৃতি ভিন্ন ভিন্ন অঞ্চলে বসবাসকারী মানুষ। তাই অস্ট্রেলিয়া ও আমেরিকার মানুষ ভৌগোলিক ভাবে ভিন্ন অঞ্চলের অধিবাসী হয়েও এক‌ই ভাষা-সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এ ছাড়া ভাষার সঙ্গে সংস্কৃতির যোগ ঘনিষ্ঠ হয় বলে এক‌ই ভাষাগোষ্ঠীর মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষাগত ঘনিষ্ঠতা তৈরি হয়।  Contact for SLST BENGALI ONLINE COACHING 89188585