পোস্টগুলি

ডিসেম্বর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অকর্মক ক্রিয়ার উদাহরণ

ছবি
 অকর্মক ক্রিয়ার সংজ্ঞা ও উদাহরণ যে ক্রিয়া সম্পাদনের জন্য কোন‌ও কর্মের প্রয়োজন নেই, কর্ম ছাড়াই ক্রিয়াটি সম্পাদিত হয়, তাকে অকর্মক ক্রিয়া বলে। নিচে অকর্মক ক্রিয়ার বেশ কিছু উদাহরণ দেওয়া হলো। ১: ছেলেটি হাঁটছে। (হাঁটতে কর্ম লাগে না। যদি প্রশ্ন করা হয় "ছেলেটি কী হাঁটছে?" উত্তর পাওয়া যাবে না। ২: লোকটি হাসছে।  ৩: আমি ঘুমাচ্ছিলাম। ৪: গাছটি বড় হচ্ছে। ("গাছটি কী বড় হচ্ছে?" উত্তর নেই। মনে রাখতে হবে: প্রশ্নটি কর্তা 'গাছ' সহ করতে হবে। গাছ কর্তাকে বাদ দিয়ে প্রশ্ন করলে গাছকেই কর্ম মনে হতে পারে। "কী বড় হচ্ছে?" এমন প্রশ্ন করলে উত্তর চলে আসবে "গাছ বড় হচ্ছে।" কিন্তু গাছ তো কর্ম নয়। গাছ কর্ম হলে কর্তা কে? তাই না? ৫: নদী ব‌ইছে। ৬: ছেলেটি গাছে উঠেছে। (ছেলেটি কোথায় উঠেছে? -- উত্তর : গাছে, কিন্তু "ছেলেটি কী উঠেছে?" উত্তর নেই। ৭: আমি ছাদ থেকে নামলাম। ৮: সে বাড়িতে আছে। ৯: আমরা দাঁড়ালাম। ১০: সে দাঁড়িয়ে আছে। ১১: ঘুম থেকে জাগলাম। ১২: ছেলেটি রোজ সাঁতার কাটে। (এখানে "ছেলেটি কী কাটে?" প্রশ্ন করলে ভুল হবে। কারণ 'সা

নামধাতুজ ক্রিয়ার উদাহরণ

ছবি
 নামধাতুজ ক্রিয়া  নামধাতুজ ক্রিয়া বলতে বোঝায় নামধাতু থেকে উৎপন্ন ক্রিয়া। নামধাতু কোনগুলি? নামপদ থেকে যে ধাতুর জন্ম হয়। এখানে আমরা বেশ কিছু নামধাতুজ ক্রিয়ার উদাহরণ ও কোন শব্দ থেকে নামধাতুটি এসেছে, তার তালিকা তুলে ধরলাম। ১: লোকটাকে ঠেঙিয়েছে।-√ঠ্যাঙা ধাতু - 'ঠ্যাঙা' শব্দ থেকে। ২: ছেলেটা ঝাঁপাচ্ছে। √ঝাঁপা ধাতু <ঝাঁপ শব্দ। ৩: উত্তরিলা বিভীষণ। √উত্তর ধাতু <উত্তর শব্দ। ৪: উজলিল দশদিশ। √উজল ধাতু <উজল (উজ্জ্বল) শব্দ। ৫: চোরে আমার ব্যাগটা হাতিয়েছে। √হাতা ধাতু <হাত শব্দ। ৬: ঘরটা ঝাঁটাও/ঝেঁটিয়ে বিদেয় কর। √ঝাঁটা ধাতু < ঝাঁটা শব্দ। ৭: রঙ দিয়ে রাঙাও। √রাঙা ধাতু <রাঙা শব্দ। ৮: আর্দ্রিল মহীরে। - √আর্দ্র ধাতু <আর্দ্র (মানে ভেজা) শব্দ। ৯: অন্ধকারে হাতড়াচ্ছে। √হাতড়া ধাতু < হাত শব্দ। ১০: কপালটা দুখাচ্ছে (ঝাড়খণ্ডী উপভাষা) - √দুখা ধাতু < দুখ (দুঃখ) শব্দ। ১১: নর্দমাটা গঁধাচ্ছে (ঝাড়খণ্ডী উপভাষা) - √গঁধা ধাতু < গন্ধ শব্দ। ১২: কাপড় শুকাচ্ছে। √শুকা (শুখা) ধাতু < শুখা (শুষ্ক) শব্দ। ব্যাকরণ শেখার জন্য আমার দুটি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করা

প্রযোজক ক্রিয়ার উদাহরণ

ছবি
 প্রযোজক ক্রিয়া কাকে বলে ও উদাহরণ  যে ক্রিয়ার দ্বারা অন্যকে কাজ করানো বোঝায়, তাকে প্রযোজক ক্রিয়া বলে।  বাংলা ব্যাকরণে প্রযোজক ক্রিয়ার মাত্র কয়েকটি উদাহরণ‌ই প্রচলিত, কিন্তু এর বাইরেও অনেক উদাহরণ বাংলা ভাষায় রয়েছে। এগুলি সম্পর্কে আমরা সাধারণত সচেতন থাকি না। এখানে প্রযোজক ক্রিয়ার এমন কিছু উদাহরণ তুলে ধরলাম, যেগুলি সচরাচর প্রযোজক ক্রিয়া বলে আমাদের মনে হয় না।  অনন্য-বাংলা SLST and TET মনে রাখবে: অধিকাংশ উদাহরণ একটি ক্রিয়ার কালে দেওয়া হয়েছে। এই ক্রিয়াগুলির ক্রিয়ার কাল ও পুরুষ বদলে দিলেও প্রযোজক ক্রিয়াই হবে।  ১: একটা গান শোনাও। ২: এত কথা শুনিও না। ৩: বিষয়টা আমাকে ভাবাচ্ছে। ৪: ঢাক বাজাও। ৫: বাবা ছেলেকে সাইকেল শেখাচ্ছেন। ৬: মিষ্টি আনাও।  ৭: ঘুড়ি ওড়াচ্ছি। ৮: মাস্টারমশাই পড়াচ্ছেন। ৯: ঘুম থেকে ওঠাও/ওঠাল/ওঠাব। ১০: আগুন জ্বালো। ১১: আগুন নেভাও। ১২: কাপড়গুলো জলে ডোবাও। আমায় ডুবাইলি রে। ১৩: ছেলেকে খেলাচ্ছে।  ১৪: ওকে দাঁড় করাও।  ১৫: ছেলেকে ঘুম পাড়াও।  ১৬: ওকে একটু মনে করাও।  ১৭: আমাকে এক