পোস্টগুলি

Mock Test লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ব্যাকরণ মক টেস্ট ১

অনন্য-বাংলা ব্যাকরণ মক টেস্ট (1) for SLST Full Marks 20    Time 25 min Questions and answers set by Ananya Pathak নিয়মাবলী ও তথ্য: প্রত্যেক পরীক্ষার্থী নিজ দায়িত্বে নিজের খাতায় পরীক্ষা দেবেন। নিজে সময়ের হিসাব রাখবেন। ২৫ মিনিট পর নিজে উত্তর লেখা বন্ধ করুন এবং উত্তর মিলিয়ে নিন। প্রথম ১০টি প্রশ্ন অপেক্ষাকৃত কঠিন হতে পারে। আপনার সমস্ত উত্তর লেখা হলেই নিচে অবস্থিত উত্তরমালার লিংক টাচ করে উত্তর দেখুন। উত্তর মেলানো হয়ে গেলে উত্তরের ব্যাখ্যা দেখুন। ৫ ও ১০ নম্বর প্রশ্নের পাশে ব্যাখ্যার লিংক দেওয়া আছে। সম্পূর্ণ ২৫ মিনিট সময়টি ব্যবহার করুন। তাড়াতাড়ি উত্তর দিতে গিয়ে ভুল করবেন না। ২৫ মিনিটের বেশি সময় নেবেন না। ১: 'সাংঘাতিক' শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ ক) ভয়-সংক্রান্ত  খ) বিপদ-সংক্রান্ত গ) যুদ্ধ-সংক্রান্ত ঘ) অশান্তি-সংক্রান্ত ২: "ডাল দিয়ে ভাত খাও।" "ভাত দিয়ে ডাল দাও।" এই দুই বাক্যের প্রেক্ষিতে কোন বিবৃতিটি সত্য? ক) উভয় বাক্যে অসমাপিকা ক্রিয়াপদ কর্মপ্রবচনীয়ে পরিণত। খ) কোনো বাক্যেই অসমাপিকা ক্রিয়াপদ কর্মপ্রবচনীয়ে পরিণত হয়নি। গ) প্রথম বাক্যে অ

SLST Bengali Grammar মক টেস্ট

 বাংলা ব্যাকরণ মক টেস্ট এই পোস্টে বাংলা ব্যাকরণের বাছাই করা প্রশ্নের উপর মক টেস্ট নেওয়া হবে। মক টেস্টে অংশগ্রহণে ইচ্ছুক SLST বাংলা বিষয়ের পরীক্ষার্থীরা নিম্নলিখিত নিয়মগুলি মেনে চলুন।  ১: আলাদা খাতা করুন। খাতা ও কলম নিয়ে পরীক্ষা দিতে বসুন। আপনার নিজের সুবিধামতো সময়ে পরীক্ষা দিন। প্রশ্নের পেজ ওপেন হয়ে গেলে প্রশ্ন দেখে দেখে খাতার উপর উত্তরগুলি পর পর সিরিয়াল নম্বর দিয়ে লিখুন। ২: পরীক্ষার নির্ধারিত সময়সীমা প্রশ্নপত্রে জানানো থাকবে। এখানে আপনি নিজেই পরীক্ষার্থী এবং নিজেই ইনভিজিলেটর, সুতরাং সময়সীমা কঠোর ভাবে মেনে চলুন। সাধারণ ভাবে প্রতি প্রশ্নে ১ থেকে ১.২ মিনিট সময় দেওয়া থাকবে। বেশি সময় নিলে নিজেকেই প্রতারণা করা হবে। মনে রাখবেন, এই পরীক্ষা সৎ ভাবে দিলে আপনার দক্ষতা বহুগুণ বৃদ্ধি পাবে। ৩: পরীক্ষা দেওয়া হয়ে গেলে উত্তর মিলিয়ে নিন। কত পেলেন তা খাতায় তুলে রাখুন। পরবর্তী পরীক্ষায় তার চেয়ে ভালো করার প্রতিশ্রুতি দিন নিজেকে। এক‌ই খাতায় পর পর পরীক্ষা দিন। ৪: এর পরের ধাপে ব্যাখ্যাগুলি দেখুন। প্রতি পাঁচটি প্রশ্ন পিছু একটি করে ব্যাখ্যার লিংক দেওয়া থাকবে। অর্থাৎ ৫ নং প্রশ্নের