পোস্টগুলি

বাক্য লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বাক্য পরিবর্তনের নিয়ম

বাক্য পরিবর্তনের মূল নীতি বাক্য পরিবর্তনের কয়েকটি মূল নীতির কথা বলে আজকের আলোচনা শুরু করবো। ১: বাক্য পরিবর্তন করার ফলে বাক্যের বক্তব্য যেন বদলে না যায়। মূল বাক্যে বক্তা যা বলতে চাইছে, বাক্য পরিবর্তনের পর সেই ভাবটিই বোঝাবে। ২: বাক্যের ক্রিয়ার কালটি বদলানো চলবে না। মূল বাক্যের ক্রিয়ার কাল পরিবর্তিত বাক্যে অক্ষুণ্ন থাকবে। ৩: বাক্যের সূক্ষ্ম ব্যঞ্জনা বাক্য পরিবর্তনের ফলে ক্ষুণ্ন হতেও পারে। তবে যতটা সম্ভব ব্যঞ্জনা অক্ষুণ্ন রাখার চেষ্টা করা উচিত। ৪: বাক্য পরিবর্তনের ফলে ক্রিয়ার ভাব বদলে যেতে পারে। ৫: নির্দেশক বাক্যে দাঁড়ি চিহ্ন, প্রশ্নসূচক বাক্যে জিজ্ঞাসা চিহ্ন, আবেগসূচক বাক্যে আবেগচিহ্ন অপরিহার্য।  ৬: বাক্য পরিবর্তনের জন্য প্রয়োজন বোধে যে কোনো নতুন শব্দ নিয়ে আসা যাবে, শুধু খেয়াল রাখতে হবে বাক্যের মূল ভাব যেন বদলে না যায়। বাক্য পরিবর্তনের নিয়ম "আমি যাঁকে চিনি, তিনি একজন ডাক্তার।" এটি একটি জটিল বাক্য। একে সরল বাক্যে পরিণত করতে বলা হলে দু ভাবে করা যাবে। একটি নির্ভুল, কিন্তু অপরটি ব্যাকরণগত ভাবে শুদ্ধ নয়। ১: আমি একজন ডাক্তারকে চিনি। ২: আমার চেনা লোকটি একজন ডাক্তার।

গুচ্ছ বা জোট: বাক্য গঠনের ব্যাকরণ | বিশেষ্য গুচ্ছ, ক্রিয়া গুচ্ছ ও ক্রিয়া বিশেষণ গুচ্ছ

ছবি
বিশেষ্য গুচ্ছ, ক্রিয়া গুচ্ছ ও ক্রিয়াবিশেষণ গুচ্ছ এই আলোচনায় যা আছে বাক্যের গাঠনিক গুচ্ছ বলতে কী বোঝায় বাক্যের গাঠনিক গুচ্ছ কত প্রকার বিশেষ্য গুচ্ছ ক্রিয়াগুচ্ছ ক্রিয়াবিশেষণ গুচ্ছ বাক্যের গুচ্ছ বলতে কী বোঝায় সঞ্জননী ব্যাকরণে বাক্যের সংগঠন  একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা জানি বাক্যের দুটি অংশ, উদ্দেশ্য ও বিধেয়। এ ছাড়া একটি বাক্য গঠিত হয় কয়েকটি পদের সমন্বয়ে। তবে এইটুকু বললেই বাক্যের গঠন-প্রক্রিয়ার চুলচেরা বিশ্লেষণ শেষ হয় না। আসলে বাক্যের উপাদানগুলি বাক্যের মধ্যে সন্নিবিষ্ট হ‌ওয়ার জন্য নিজেদের মধ্যে জোট গঠন করে। অর্থাৎ কয়েকটি উপাদান মিলিত হয়ে এক একটি গুচ্ছ গঠন করে। তারপর ঐ গুচ্ছগুলি পাশাপাশি সন্নিবেশিত হয়ে পূর্ণাঙ্গ বাক্য গঠন করে। এখানে 'বাক্যের উপাদান' বলতে বোঝানো হয়েছে শব্দ, শব্দবিভক্তি, অনুসর্গ, ধাতু , ধাতুবিভক্তি প্রভৃতি‌। একটি গুচ্ছ বা জোটের মধ্যে এই উপাদানগুলির মধ্যে কোন‌ও একটি বা একাধিক থাকতে পারে।  বাক্যের গুচ্ছ কত প্রকার একটি বাক্যে তিন প্রকার গুচ্ছ বা জোট থাকতে পারে।  বিশেষ্য গুচ্ছ বা বিশেষ্য জোট। ক্রিয়াগুচ্ছ বা ক্রিয়াজোট। ক্রিয়াবিশেষণ গুচ্ছ