নামধাতুজ ক্রিয়ার উদাহরণ

 নামধাতুজ ক্রিয়া 

নামধাতুজ ক্রিয়া বলতে বোঝায় নামধাতু থেকে উৎপন্ন ক্রিয়া। নামধাতু কোনগুলি? নামপদ থেকে যে ধাতুর জন্ম হয়। এখানে আমরা বেশ কিছু নামধাতুজ ক্রিয়ার উদাহরণ ও কোন শব্দ থেকে নামধাতুটি এসেছে, তার তালিকা তুলে ধরলাম।

১: লোকটাকে ঠেঙিয়েছে।-√ঠ্যাঙা ধাতু - 'ঠ্যাঙা' শব্দ থেকে।
২: ছেলেটা ঝাঁপাচ্ছে। √ঝাঁপা ধাতু <ঝাঁপ শব্দ।
৩: উত্তরিলা বিভীষণ। √উত্তর ধাতু <উত্তর শব্দ।
৪: উজলিল দশদিশ। √উজল ধাতু <উজল (উজ্জ্বল) শব্দ।
৫: চোরে আমার ব্যাগটা হাতিয়েছে। √হাতা ধাতু <হাত শব্দ।
৬: ঘরটা ঝাঁটাও/ঝেঁটিয়ে বিদেয় কর। √ঝাঁটা ধাতু < ঝাঁটা শব্দ।
৭: রঙ দিয়ে রাঙাও। √রাঙা ধাতু <রাঙা শব্দ।
৮: আর্দ্রিল মহীরে। - √আর্দ্র ধাতু <আর্দ্র (মানে ভেজা) শব্দ।
৯: অন্ধকারে হাতড়াচ্ছে। √হাতড়া ধাতু < হাত শব্দ।
১০: কপালটা দুখাচ্ছে (ঝাড়খণ্ডী উপভাষা) - √দুখা ধাতু < দুখ (দুঃখ) শব্দ।
১১: নর্দমাটা গঁধাচ্ছে (ঝাড়খণ্ডী উপভাষা) - √গঁধা ধাতু < গন্ধ শব্দ।
১২: কাপড় শুকাচ্ছে। √শুকা (শুখা) ধাতু < শুখা (শুষ্ক) শব্দ।

ব্যাকরণ শেখার জন্য আমার দুটি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য ইউটিউবে সার্চ করুন Ananya Pathak এবং Ananya Sir Shorts.

নামধাতুজ ক্রিয়ার উদাহরণ



মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

সাধু ও চলিত ভাষার ৭টি বৈশিষ্ট্য ও রূপান্তর | Sadhu o cholit bhasha

অপিনিহিতি কাকে বলে

সূচিপত্র | Bengali Grammar

তৎসম শব্দ কাকে বলে | তৎসম শব্দের তালিকা

১০০+ সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ | সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের তালিকা | Samochcharito Vinnarthok shabdo

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য

তদ্ভব শব্দ কাকে বলে | তদ্ভব শব্দের তালিকা