অকর্মক ক্রিয়ার উদাহরণ

 অকর্মক ক্রিয়ার সংজ্ঞা ও উদাহরণ

যে ক্রিয়া সম্পাদনের জন্য কোন‌ও কর্মের প্রয়োজন নেই, কর্ম ছাড়াই ক্রিয়াটি সম্পাদিত হয়, তাকে অকর্মক ক্রিয়া বলে। নিচে অকর্মক ক্রিয়ার বেশ কিছু উদাহরণ দেওয়া হলো।



১: ছেলেটি হাঁটছে। (হাঁটতে কর্ম লাগে না। যদি প্রশ্ন করা হয় "ছেলেটি কী হাঁটছে?" উত্তর পাওয়া যাবে না।

২: লোকটি হাসছে। 

৩: আমি ঘুমাচ্ছিলাম।

৪: গাছটি বড় হচ্ছে। ("গাছটি কী বড় হচ্ছে?" উত্তর নেই। মনে রাখতে হবে: প্রশ্নটি কর্তা 'গাছ' সহ করতে হবে। গাছ কর্তাকে বাদ দিয়ে প্রশ্ন করলে গাছকেই কর্ম মনে হতে পারে। "কী বড় হচ্ছে?" এমন প্রশ্ন করলে উত্তর চলে আসবে "গাছ বড় হচ্ছে।" কিন্তু গাছ তো কর্ম নয়। গাছ কর্ম হলে কর্তা কে? তাই না?

৫: নদী ব‌ইছে।

৬: ছেলেটি গাছে উঠেছে। (ছেলেটি কোথায় উঠেছে? -- উত্তর : গাছে, কিন্তু "ছেলেটি কী উঠেছে?" উত্তর নেই।

৭: আমি ছাদ থেকে নামলাম।

৮: সে বাড়িতে আছে।

৯: আমরা দাঁড়ালাম।

১০: সে দাঁড়িয়ে আছে।

১১: ঘুম থেকে জাগলাম।

১২: ছেলেটি রোজ সাঁতার কাটে। (এখানে "ছেলেটি কী কাটে?" প্রশ্ন করলে ভুল হবে। কারণ 'সাঁতার কাটে' যুক্ত ক্রিয়া। এখানে শুধু 'কাটে' ক্রিয়া নয়। 'সাঁতার কাটে' পুরোটাই একসাথে ক্রিয়া। "ছেলেটি কী সাঁতার কাটে?" উত্তর নেই।

১৩: শিশুটি বিছানায় খেলছে। (বড়দের খেলা ও শিশুদের খেলার পার্থক্য মাথায় রাখতে হবে। বড়রা কোন‌ও একটা খেলা খেলে, যেমন ক্রিকেট, কবাডি, ভলি ইত্যাদি। ছোটোরা শুধু খেলে। সে খেলার নাম নেই।)

১৪: পাখি আকাশে উড়ছে।

১৫: ঘোড়া জোরে ছোটে।

১৬: তারা বাড়িতে থাকবে।

১৭: সে খিদেয় কাতরাচ্ছে।

১৮: লোকটি মারা গেছে।

১৮: রামবাবুর ছেলে জন্মেছে।

১৯: আমি চললাম।

২০: গোরু চরছে।

২১: গছটা ভেঙে পড়ল।

২২: মেয়েটি কাঁদছিল।

২৩: জানালাটি হাওয়ায় খুলে গেল। (কেউ জানালা খুলল বোঝালে সকর্মক। জানালা নিজেই খুলে গেলে অকর্মক।)

২৪: আমি খুব বেঁচে গেছি। ("খুব বাঁচা বেঁচে গেছি" বললে সকর্মক।)

২৫: লোকটি মুক্ত হল। 

ব্যাকরণ শেখার জন্য আমার দুটি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য ইউটিউবে সার্চ করুন Ananya Pathak এবং Ananya Sir Shorts.

অকর্মক ক্রিয়ার উদাহরণ

 

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

তির্যক বিভক্তি কাকে বলে

লোকনিরুক্তি কাকে বলে

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য

অপিনিহিতি কাকে বলে

শব্দ ও পদের পার্থক্য | শব্দ ও পদ

অভিশ্রুতি কাকে বলে?

বিভাজ্য ধ্বনি কাকে বলে | অবিভাজ্য ধ্বনি কাকে বলে