প্রযোজক ক্রিয়ার উদাহরণ

 প্রযোজক ক্রিয়া কাকে বলে ও উদাহরণ 

যে ক্রিয়ার দ্বারা অন্যকে কাজ করানো বোঝায়, তাকে প্রযোজক ক্রিয়া বলে। 
বাংলা ব্যাকরণে প্রযোজক ক্রিয়ার মাত্র কয়েকটি উদাহরণ‌ই প্রচলিত, কিন্তু এর বাইরেও অনেক উদাহরণ বাংলা ভাষায় রয়েছে। এগুলি সম্পর্কে আমরা সাধারণত সচেতন থাকি না। এখানে প্রযোজক ক্রিয়ার এমন কিছু উদাহরণ তুলে ধরলাম, যেগুলি সচরাচর প্রযোজক ক্রিয়া বলে আমাদের মনে হয় না। 
অনন্য-বাংলা SLST and TET



মনে রাখবে: অধিকাংশ উদাহরণ একটি ক্রিয়ার কালে দেওয়া হয়েছে। এই ক্রিয়াগুলির ক্রিয়ার কাল ও পুরুষ বদলে দিলেও প্রযোজক ক্রিয়াই হবে। 
১: একটা গান শোনাও।
২: এত কথা শুনিও না।
৩: বিষয়টা আমাকে ভাবাচ্ছে।
৪: ঢাক বাজাও।
৫: বাবা ছেলেকে সাইকেল শেখাচ্ছেন।
৬: মিষ্টি আনাও। 
৭: ঘুড়ি ওড়াচ্ছি।
৮: মাস্টারমশাই পড়াচ্ছেন।
৯: ঘুম থেকে ওঠাও/ওঠাল/ওঠাব।
১০: আগুন জ্বালো।
১১: আগুন নেভাও।
১২: কাপড়গুলো জলে ডোবাও। আমায় ডুবাইলি রে।
১৩: ছেলেকে খেলাচ্ছে। 
১৪: ওকে দাঁড় করাও। 
১৫: ছেলেকে ঘুম পাড়াও। 
১৬: ওকে একটু মনে করাও। 
১৭: আমাকে একবার কথাটা মনে করিও।
১৮: বাচ্চাটা কাঁদছে, ওকে থামাও।
১৯: ওর দুঃখ ভোলাও। (ভুলিয়ে দাও -- প্রযোজক ও যৌগিক, দুটোই হবে।
২০: সবজিগুলো দশ মিনিট গরম জলে ভাপাও। (এক‌ই সঙ্গে নামধাতুজ আবার প্রযোজক। দুটোই অপশনে থাকলে নামধাতুজ করবে।)
২১: পাখাটা ঘোরাও। ২২: আলমারিটা সরাও। 
২৩: হাতটা উপরে তুলে ডাইনে বাঁয়ে নাড়াচ্ছে।
২৪: ওকে চেয়ারে বসিয়েছি।
২৫: বাচ্চাকে বিছানায় শোওয়াও।

আমাদের বাংলা বিষয়ের SLST অনলাইন কোচিংয়ের কোর্স বা লাইভ ক্লাস নেওয়ার জন্য যোগাযোগ করুন whatsapp: 8918858578

প্রযোজক ক্রিয়া



মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

তির্যক বিভক্তি কাকে বলে

লোকনিরুক্তি কাকে বলে

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য

অপিনিহিতি কাকে বলে

শব্দ ও পদের পার্থক্য | শব্দ ও পদ

অভিশ্রুতি কাকে বলে?

বিভাজ্য ধ্বনি কাকে বলে | অবিভাজ্য ধ্বনি কাকে বলে