ধাতু ও শব্দের মধ্যে পার্থক্য

ধাতু ও শব্দ

ধাতু ও শব্দ, এই দুটিই হল ভাষার প্রাথমিক উপাদান। এদের মধ্যে যেমন কিছু মিল রয়েছে, তেমনি কিছু অমিল‌ও রয়েছে। এদের মধ্যে প্রধান মিলগুলি হল: উভয়েই ভাষার প্রাথমিক উপাদান, উভয়ের সঙ্গেই বিভক্তি যুক্ত হয়ে পদ গঠিত হয়। শব্দ ও ধাতুর মধ্যে পার্থক্যগুলি নিচে আলোচনা করা হলো।





ধাতু ও শব্দের পার্থক্য

১: শব্দ থেকে নামপদ সৃষ্টি হয়। ধাতু থেকে ক্রিয়াপদ সৃষ্টি হয়।
২: শব্দের সাথে শব্দবিভক্তি যুক্ত হয়। ধাতুর সাথে ক্রিয়াবিভক্তি যুক্ত হয়।
৩: শব্দের সাথে নির্দেশক যুক্ত হতে পারে। ধাতুর সাথে নির্দেশক যুক্ত হতে পারে না।
৪: শব্দের দ্বারা বস্তু বা ভাবের অর্থ বোঝায়। ধাতুর দ্বারা সক্রিয়তার অর্থ বোঝায়। 
৫: শব্দের সাথে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়। ধাতুর সাথে কৃৎ প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়।
৬: ক্রিয়ার সাথে সম্পর্ক অনুযায়ী শব্দের রূপ বদলায়। কাল ও পুরুষ অনুযায়ী ধাতুর রূপ বদলায়।


মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

সূচিপত্র | Bengali Grammar

কারক ও বিভক্তি এবং অনুসর্গ: বিস্তারিত আলোচনা | কারক

সাধু ও চলিত ভাষার ৭টি বৈশিষ্ট্য ও রূপান্তর | Sadhu o cholit bhasha

তৎসম শব্দ কাকে বলে | তৎসম শব্দের তালিকা

বর্ণ বিশ্লেষণ করার নিয়ম | Barna bislesan Bengali

বিবৃতিমূলক বাক্য কত প্রকার | নির্দেশক বাক্য কত প্রকার

ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ | উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জনের শ্রেণিবিভাগ