প্রত্যয় ও বিভক্তির মধ্যে পার্থক্য

প্রত্যয় ও বিভক্তির পার্থক্য

প্রত্যয় ও বিভক্তি উভয়েই শব্দ ও ধাতুর পরে যুক্ত হয়। কিন্তু এই দুইয়ের ভূমিকা সম্পূর্ণ আলাদা। আজকের আলোচনায় আমরা জানবো প্রত্যয় ও বিভক্তি কি ভাবে কাজ করে, এবং এদের মধ্যে প্রধান পার্থক্যগুলি কী কী। সেই সাথে জেনে নেবো প্রত্যয় ও বিভক্তির সাদৃশ্য।

১: প্রত্যয়গুলি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ বা নতুন ধাতু গঠন করে। অপর দিকে বিভক্তিগুলি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে বাক্যে ব্যবহারের উপযোগী পদ গঠন করে।

২: প্রত্যয়ের কিছুটা অংশ লুপ্ত হতে পারে। যেমন: দর্শন + ষ্ণিক = দার্শনিক। এখানে ষ্ণ্ লোপ পেয়েছে, ইক অবশিষ্ট আছে। বিভক্তির কোনো অংশ লোপ পায় না। যেমন: রাম + এর = রামের। 

৩: শব্দের সঙ্গে যুক্ত প্রত্যয়কে বলে তদ্ধিত প্রত্যয়, ধাতুর সঙ্গে যুক্ত প্রত্যয়কে বলে কৃৎ প্রত্যয়।
অপর দিকে শব্দের সঙ্গে যুক্ত বিভক্তিকে বলে শব্দ-বিভক্তি, ধাতুর সঙ্গে যুক্ত বিভক্তিকে বলে ধাতু-বিভক্তি বা ক্রিয়াবিভক্তি। 

৪: প্রত্যয় নতুন অর্থসম্পন্ন শব্দ সৃষ্টি করতে পারে। বিভক্তি কোনো নতুন অর্থ সৃষ্টি করতে পারে না।

৫: প্রত্যয় কোনো ধরনের সম্পর্ক গড়তে পারে না। অপর দিকে বিভক্তির কাজ‌ই হল এক পদের সঙ্গে অন্য পদের সম্পর্ক স্থাপন করা। যেমন: 'রামের ভাই' পদগুচ্ছে 'এর' বিভক্তিটি রাম ও ভাইয়ের সম্পর্ক স্থাপন করেছে।

৬: প্রত্যয়ের ভূমিকা বাক্যের বাইরে। বিভক্তির ভূমিকা বাক্যের ভিতরে। 


প্রত্যয় ও বিভক্তির সাদৃশ্য

১: প্রত্যয় ও বিভক্তি, উভয়‌ই শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়।
২: প্রত্যয় ও বিভক্তি, উভয়ের‌ই স্বাধীন অর্থ নেই, আবার একেবারে অর্থহীন‌ও নয়।

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

সাধু ও চলিত ভাষার ৭টি বৈশিষ্ট্য ও রূপান্তর | Sadhu o cholit bhasha

১০০+ সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ | সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের তালিকা | Samochcharito Vinnarthok shabdo

তৎসম শব্দ কাকে বলে | তৎসম শব্দের তালিকা

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য

বিশেষণ পদ - সংজ্ঞা ও শ্রেণিবিভাগ: বিস্তারিত | বিশেষণ কাকে বলে

সূচিপত্র | Bengali Grammar

বর্ণ বিশ্লেষণ করার নিয়ম | Barna bislesan Bengali