নির্দেশক কাকে বলে

নির্দেশক কী

নির্দেশক হল এক ধরনের ধ্বনিগুচ্ছ, যেগুলির স্বাধীন অর্থ নেই, কিন্তু শব্দের সাথে যুক্ত হয়ে বচন নির্দেশ করে। ব্যাকরণে এরা লগ্নক নামেও পরিচিত। এদের আর এক নাম পদাশ্রয়ী নির্দেশক। কেউ কেউ পদাশ্রয়ীর পরিবর্তে শব্দাশ্রয়ী বলতে চান।  
নিচে নির্দেশকের উদাহরণ এবং বিভক্তির সাথে এর পার্থক্য আলোচনা করা হল।

নির্দেশকের উদাহরণ

টি, টা, খান, খানি, খানা, গুলি, গুলো প্রভৃতি হল নির্দেশকের উদাহরণ। এই নির্দেশকগুলি শব্দের শেষে যুক্ত হয়ে একবচন বা বহুবচন নির্দেশ করে।

নির্দেশক ও বিভক্তির পার্থক্য

নির্দেশক ও বিভক্তি উভয়ের‌ই স্বাধীন অর্থ নেই এবং উভয়েই শব্দের শেষে যুক্ত হয়, তবু এই দুইয়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেমন:
১: বিভক্তি শব্দকে পদে পরিণত করে। নির্দেশক শুধুমাত্র বচন নির্দেশ করে।
২: নির্দেশকের পর বিভক্তি যুক্ত হতে পারে, কিন্তু বিভক্তির পর নির্দেশক যুক্ত হতে পারে না। যেমন: "ছেলেটিকে ডাকো।" -- নির্দেশকের পর বিভক্তি যুক্ত হয়েছে। কিন্তু "ছেলেকেটি ডাকো" -- এমনটা হয় না।

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

পদ পরিবর্তন | ২৫০+ নির্ভুল পদান্তর

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

দল বিশ্লেষণ, মুক্ত দল ও রুদ্ধ দল | দল কাকে বলে

বর্ণ বিশ্লেষণ করার নিয়ম | Barna bislesan Bengali

সূচিপত্র | Bengali Grammar

তৎসম শব্দ কাকে বলে | তৎসম শব্দের তালিকা

কারক ও বিভক্তি এবং অনুসর্গ: বিস্তারিত আলোচনা | কারক

বিসর্গ সন্ধির সূত্র ও উদাহরণ | Bisargo sondhi