সমাসের প্রশ্নোত্তর | ব্যাসবাক্য সহ সমাস নির্ণ

 সমাস থেকে প্রশ্ন ও উত্তর

আলোচনা: অনন্য পাঠক

বেশ কিছু সমাসের ভুল উত্তর ইন্টারনেটের পাতায় পাতায় ছড়িয়ে আছে। এর ফলে একদিকে যেমন ছেলেমেয়েরা বিভ্রান্ত হচ্ছে, তেমনি তারা ভুল শিখছে। তাই সেই সব সমাসগুলি এবং সমাসের উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের এই পোস্টটি লিখলাম। আশা করি এটি ছাত্র-ছাত্রীদের কাজে লাগবে। ইউটিউবে সমাসের উপর আমার ক্লাসগুলি করার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন আমার নাম অনন্য পাঠক (Ananya Pathak)। 



১: সপ্তাহ কোন সমাস? 
উত্তর: সপ্ত অহের সমাহার -- দ্বিগু সমাস।
২: দম্পতি ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো।
উত্তর: জায়া ও পতি -- দ্বন্দ্ব সমাস।
৩: গরমিল কোন সমাস?
উত্তর: মিলের অভাব -- অব্যয়ীভাব সমাস।
৪: প্রত্যক্ষ সমাস
উত্তর: অক্ষির সম্মুখে -- অব্যয়ীভাব সমাস।
৫: দুর্ভিক্ষ সমাস
উত্তর: ভিক্ষার অভাব -- অব্যয়ীভাব সমাস।
৬: বেহায়া কোন সমাস ?
উত্তর: নেই হায়া যার -- বহুব্রীহি সমাস।
৭: অনুচর সমাস
উত্তর: অনু (পশ্চাৎ) চরে যে -- প্রাদি তৎপুরুষ সমাস।
৮: কাঁচকলা সমাস
উত্তর: কাঁচা কলা -- নিত্য সমাস। (কাঁচা যে কলা -- এ রকম হয় না।)
৯: যথেষ্ট কোন সমাস?
উত্তর: ইষ্টকে অতিক্রম না করে -- অব্যয়ীভাব সমাস।
১০: কানাকানি কোন সমাস?
উত্তর: কানে কানে যে কথা -- ব্যতিহার বহুব্রীহি সমাস।
১১: আমরা কোন সমাস?
উত্তর: আমি, তুমি ও সে -- একশেষ দ্বন্দ্ব সমাস।
১২: একগুঁয়ে কোন সমাস?
উত্তর: এক গোঁ যার -- বহুব্রীহি সমাস।
১৩: সেতার কোন সমাস?
উত্তর: সে (তিন) তার যার -- সংখ্যাবাচক বহুব্রীহি সমাস।
১৪: কর্মধারয় সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়?
উত্তর: কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রধান হয়।
১৫: সমাস শব্দের অর্থ কী?
উত্তর: সমাস শব্দের অর্থ হল সংক্ষেপ।
১৬: পূর্বপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে?
উত্তর: পূর্বপদের অর্থ প্রাধান্য পায় অব্যয়ীভাব সমাসে।
১৭: ব্যাসবাক্য কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: যে বাক্যাংশের দ্বারা সমস্যমান পদগুলির অর্থসম্পর্ক বিশ্লেষণ করা হয়, তাকে বলা হয় ব্যাসবাক্য। যেমন: "সিংহ চিহ্নিত আসন"।
১৮: ফটোগ্রাফ ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো।
উত্তর: ফটো তোলার গ্রাফ -- মধ্যপদলোপী কর্মধারয় সমাস। (এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি -- ফোটোগ্রাফ একটি ইংরেজি শব্দ। ইংরেজি শব্দের এই ভাবে সমাস নির্ণয় করতে দেওয়া উচিত নয়। এই প্রশ্নটি বার বার বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি, তাই উত্তর করে দিলাম।)
১৯: লেখালেখি কোন সমাস?
উত্তর: কেবল লেখা -- নিত্য সমাস।
২০: অর্থমন্ত্রী সমাস নির্ণয় করো।
উত্তর: অর্থ বিষয়ক মন্ত্রী -- মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
২১: বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ দাও।
উত্তর: সব পেয়েছির দেশ, বসে আঁকো প্রতিযোগিতা।
২২: আশীবিষ কোন সমাস?
উত্তর: আশীতে (দাঁতে) বিষ যার -- ব্যধিকরণ বহুব্রীহি সমাস।
২৩: রান্নাঘর কোন সমাস? 
উত্তর: রান্নার নিমিত্ত ঘর -- নিমিত্ত তৎপুরুষ সমাস।
২৪: ব‌ই-পড়া কোন সমাস?
উত্তর: ব‌ইকে পড়া -- কর্ম তৎপুরুষ সমাস।
২৫: মেনিমুখো কোন সমাস?
উত্তর: মেনির মুখের মত মুখ যার -- মধ্যপদলোপী বহুব্রীহি সমাস।
২৬: উপকণ্ঠ কোন সমাস?
উত্তর: কণ্ঠের সমীপে -- অব্যয়ীভাব সমাস।
২৭: সসস্ত্র কোন সমাস? 
উত্তর: অস্ত্রের সহিত বর্তমান -- সহার্থক বহুব্রীহি সমাস।
২৮: তিমিরকুন্তলা কোন সমাস?
উত্তর: তিমিরের ন্যায় কুন্তল যার -- বহুব্রীহি সমাস।
২৯: ক্ষণস্থায়ী কোন সমাস?
উত্তর: ক্ষণ ব্যাপী স্থায়ী -- ব্যাপ্তি তৎপুরুষ সমাস।
৩০: স্বাক্ষর কোন সমাস? 
উঃ: স্ব-এর অক্ষর -- সম্বন্ধ তৎপুরুষ সমাস ‌‌।
৩১: উপজেলা কোন সমাস?
উত্তর: ক্ষুদ্র জেলা -- অব্যয়ীভাব সমাস।
৩২: ছাপোষা কোন সমাস?
উত্তর: ছা পোষে যে -- উপপদ তৎপুরুষ সমাস।
৩৩: সচিত্র কোন সমাস?
উত্তর: চিত্রের সহিত বর্তমান -- সহার্থক বহুব্রীহি সমাস।
৩৪: মোহনিদ্রা কোন সমাস?
উত্তর: মোহ রূপ নিদ্রা -- রূপক কর্মধারয় সমাস।
৩৫: অনতিবৃহৎ কোন সমাস?
উত্তর: নয় অতিবৃহৎ -- নঞ্ তৎপুরুষ সমাস।
৩৬: ইন্দ্রজিৎ কোন সমাস?
উত্তর: ইন্দ্রকে জয় করেছেন যিনি -- উপপদ তৎপুরুষ সমাস।
৩৭: গল্পপ্রেমিক কোন সমাস?
উত্তর: গল্পের প্রেমিক -- সম্বন্ধ তৎপুরুষ সমাস।
৩৮: আকর্ণ কোন সমাস?
উত্তর: কর্ণ পর্যন্ত -- অব্যয়ীভাব সমাস।
৩৯: ছায়াতরু কোন সমাস?
উত্তর: ছায়া দানকারী তরু -- মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
৪০: আয়কর কোন সমাস?
উত্তর: আয় অনুসারে প্রদেয় কর -- মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
৪১: ভোররাত কোন সমাস?
উত্তর: যা ভোর তাই রাত -- সাধারণ কর্মধারয় সমাস।
৪২: অতীন্দ্রিয় কোন সমাস?
উত্তর: ইন্দ্রিয়ের অতীত -- অব্যয়ীভাব সমাস।
৪৩: বিশ্ববিখ্যাত কোন সমাস?
উত্তর -- বিশ্বে বিখ্যাত -- অধিকরণ তৎপুরুষ সমাস।
৪৪: খেয়াঘাট কোন সমাস?
উত্তর: খেয়ার নিমিত্ত ঘাট -- নিমিত্ত তৎপুরুষ সমাস।
৪৫: শিশিরসিক্ত কোন সমাস?
উত্তর: শিশির দ্বারা সিক্ত -- করণ তৎপুরুষ সমাস।

আরও পড়ুন

মন্তব্যসমূহ

দেবজিত পাঠক বলেছেন…
মন মাঝী এই শব্দ টির ব্যাসবাক্য সহ সমা
স লেখো

আর‌ও পড়ে দেখুন

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

সাধু ও চলিত ভাষার ৭টি বৈশিষ্ট্য ও রূপান্তর | Sadhu o cholit bhasha

অপিনিহিতি কাকে বলে

সূচিপত্র | Bengali Grammar

তৎসম শব্দ কাকে বলে | তৎসম শব্দের তালিকা

১০০+ সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ | সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের তালিকা | Samochcharito Vinnarthok shabdo

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য

তদ্ভব শব্দ কাকে বলে | তদ্ভব শব্দের তালিকা