বিদেশি অনুসর্গের উদাহরণ

 বিভিন্ন প্রকার অনুসর্গ

অনুসর্গ হল এক ধরনের অব্যয়। এদের কাজ পদের সঙ্গে পদের সম্পর্ক স্থাপন করা। তাই এদের পদান্বয়ী অব্যয়‌ও বলা হয়। বাংলা ভাষায় ব্যবহৃত অনুসর্গগুলিকে উৎস অনুসারে তিন ভাগে ভাগ করা হয়: তৎসম অনুসর্গ, বাংলা অনুসর্গ ও বিদেশি অনুসর্গ। নিচে আমরা তিন ধরনের অনুসর্গের‌ই উদাহরণ দেবো। 

তিন প্রকার অনুসর্গের উদাহরণ

১: পড়াশোনা অপেক্ষা ভালো কাজ আর নেই। 
২: রাম কর্তৃক রাবণ নিহত হন। 
৩: তুমি বিনা আমি অসহায়। 
৪: কোথা থেকে আসছো?
৫: কে কার চেয়ে বড়ো?
৬: নাক বরাবর চলে যাও।
৭: পোশাক বাবদ ৫০০ টাকা খরচ হয়েছে।
৮: ভারত বনাম শ্রীলঙ্কার খেলা চলছে।

উপরের উদাহরণগুলিতে লাল রঙে চিহ্নিত অনুসর্গগুলি বিদেশি, সবুজ রঙে চিহ্নিত অনুসর্গগুলি বাংলা এবং বেগুনি রঙে চিহ্নিত অনুসর্গগুলি তৎসম। 


মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

দল বিশ্লেষণ, মুক্ত দল ও রুদ্ধ দল | দল কাকে বলে

অপিনিহিতি কাকে বলে

অভিশ্রুতি কাকে বলে?

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

খণ্ডস্বর কাকে বলে | অর্ধস্বর কাকে বলে

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য

মুণ্ডমাল শব্দ কাকে বলে ও উদাহরণ

বিসর্গ সন্ধির সূত্র ও উদাহরণ | Bisargo sondhi