আরবি শব্দের উদাহরণ

 আরবি শব্দ 

আরবি ভাষা থেকে যে সব শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে, সেই শব্দগুলিকে আরবি শব্দ বলা হয়। নিচে আরবি শব্দের একগুচ্ছ উদাহরণ দেওয়া হলো।


আক্কেল, আখের, আজব, আজান, আদাব, আদায়,
আরজি, আল্লাহ, আসবাব, আসল, আসামি, আহাম্মক, 
ইজ্জত, ইমারত, ইসলাম, ইস্তফা, ঈদ, উকিল, উসুল, 
এলাকা, ওজন, কদর, কাজি, কাবাব, কায়দা, কায়েম, 
কেচ্ছা, খারিজ, গজল, জরিমানা, জ্বালাতন, জেলা, 
তবলা, তুলকালাম, দাবি, দৌলত, নকল, নগদ, ফকির, 
বদল, বাকি, মজুদ, মেহনত, রদ, রায়, লায়েক, লোকসান, 
শরিক, শহিদ, শুরু, সাফ, সাহেব, সুফি, হাকিম, হামলা, হাসিল, হিসাব, হুকুম, ইত্যাদি।

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

সাধু ও চলিত ভাষার ৭টি বৈশিষ্ট্য ও রূপান্তর | Sadhu o cholit bhasha

১০০+ সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ | সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের তালিকা | Samochcharito Vinnarthok shabdo

তৎসম শব্দ কাকে বলে | তৎসম শব্দের তালিকা

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য

বিশেষণ পদ - সংজ্ঞা ও শ্রেণিবিভাগ: বিস্তারিত | বিশেষণ কাকে বলে

সূচিপত্র | Bengali Grammar

বর্ণ বিশ্লেষণ করার নিয়ম | Barna bislesan Bengali