সব্যয় পদ কাকে বলে
সব্যয় পদ
ব্যাকরণের কোনো কোনো লেখক অব্যয় পদের বিপরীতে সব্যয় পদের ধারণাটি দিতে চেয়েছেন। আমরা জানি অব্যয় বলতে বোঝায় যার ব্যয় বা পরিবর্তন নেই। অব্যয় পদগুলি রূপান্তরিত হয় না, অব্যয়ে বিভক্তি যুক্ত হয় না, কাল, পুরুষ, বচন ভেদেও অব্যয়ের কোনো পরিবর্তন ঘটে না। কিন্তু অন্যান্য পদগুলি বিভিন্ন পরিস্থিতিতে রূপ বদলাতে পারে, তাই ওই পদগুলিকে সব্যয় পদ বলে। বিশেষ্য, সর্বনাম, বিশেষণ ও ক্রিয়া পদকে এই নামে অভিহিত করা হয়। কেননা এই পদগুলির পরিবর্তন ঘটে, এদের রূপ বদলায়। তবে এই প্রসঙ্গে একটি কথা বলে দেওয়া প্রয়োজন যে, পাঁচ প্রকার পদকে অব্যয় ও সব্যয় এই দুই ভাগে ভাগ করার বিশেষ কোনও যৌক্তিক ভিত্তি নেই। তার একটি বড় কারণ এই যে বাংলা ভাষায় অব্যয়ের ধারণাটিও বিতর্কের ঊর্ধ্বে নয়। অব্যয় পদগুলি সত্যিই কতটা অপরিবর্তনীয়, তা নিয়ে বিতর্কের অবকাশ আছে।
আশা করি বিষয়টি বোঝা গেছে। ইউটিউবে আমার ক্লাস করার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন আমার নাম অনন্য পাঠক (Ananya Pathak)।
আরও পড়ুন
মন্তব্যসমূহ