বাক্যাংশ কর্ম কাকে বলে

 বাক্যাংশ কর্মের সংজ্ঞা ও উদাহরণ

বাক্যাংশ কর্ম কাকে বলে, তা জানার আগে জেনে নেওয়া দরকার বাক্যাংশ আসলে কী। 'বাক্যাংশ' কথার আক্ষরিক অর্থ হল বাক্যের অংশ। কিন্তু এইটুকু জানলেই বাক্যাংশ সম্পর্কে ধারণা পাওয়া যায় না। বাক্যাংশ হল বাক্যের অন্তর্গত এমন পদগুচ্ছ, যার মধ্যে কোনো সমাপিকা ক্রিয়া থাকবে না, এবং পুরো পদগুচ্ছটি বাক্যের একটি পদ রূপে কাজ করবে। এক কথায় বলা যায়: সমাপিকা ক্রিয়াহীন যে পদগুচ্ছ বাক্যের মধ্যে একটি পদের কাজ করে, তাকে বাক্যাংশ বলে। এই ধরনের একটি বাক্যাংশ যখন বাক্যে কর্মের ভূমিকা পালন করে, তখন তাকে বলা হয় বাক্যাংশ কর্ম। নিচে উদাহরণের সাহায্যে বাক্যাংশ কর্মের পরিচয় দেওয়া হল।

বাক্যাংশ কর্মের উদাহরণ

"তোমার সারা দিন ঘুরে বেড়ানো আমি একদম পছন্দ করি না।" - এই বাক্যে 'তোমার সারা দিন ঘুরে বেড়ানো' অংশটির মধ্যে কোনো সমাপিকা ক্রিয়া নেই এবং এই পুরো অংশটিই কর্ম কারকের কাজ করছে। কী পছন্দ করি না? উত্তর: তোমার সারা দিন ঘুরে বেড়ানো। 

আমি সকালবেলা পাখিদের গান গাওয়া উপভোগ করছি। -- 'পাখিদের গান গাওয়া' একটি বাক্যাংশ এবং এখানে তা কর্ম কারক।

আমার ফিরে আসার তারিখটা লিখে রাখো। -- কী লিখে রাখো? উঃ -- 'আমার ফিরে আসার তারিখটা'। এই পুরো অংশটিই কর্ম। এটি বাক্যাংশ কর্ম। নিচে কারকের উপর একটি তথ্যসমৃদ্ধ ভিডিও দিলাম। দেখলে আশা করি ভালো লাগবে।



আশা করি বিষয়টি বোঝা গেছে। ইউটিউবে আমার সমস্ত ক্লাস করার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন আমার নাম অনন্য পাঠক (Ananya Pathak)।

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

তির্যক বিভক্তি কাকে বলে

লোকনিরুক্তি কাকে বলে

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য

অপিনিহিতি কাকে বলে

শব্দ ও পদের পার্থক্য | শব্দ ও পদ

অভিশ্রুতি কাকে বলে?

বিভাজ্য ধ্বনি কাকে বলে | অবিভাজ্য ধ্বনি কাকে বলে