অন্ত্য ব্যঞ্জন লোপ

অন্ত্য ব্যঞ্জন লোপ কাকে বলে

ধ্বনি পরিবর্তনকে মূলত চারটি ভাগে ভাগ করা হয়
১: ধ্বনির আগম
২: ধ্বনির লোপ
৩: ধ্বনির রূপান্তর
৪: ধ্বনির বিপর্যাস

ধ্বনির লোপ পর্যায়ের অন্তর্গত একটি বিশেষ ধারা হল অন্ত্য ব্যঞ্জন লোপ। শব্দের শেষ দলে অবস্থিত ব্যঞ্জনধ্বনি উচ্চারণে লুপ্ত হলে তাকে বলা হয় অন্ত্য-ব্যঞ্জন লোপ। 
নিচে উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হলো।

উদাহরণ

সখী > স‌ই -- এখানে শব্দের শেষ দলে অবস্থিত ব্যঞ্জন খ্ লোপ পেয়েছে।
এক‌ই রকম আরও উদাহরণ: শিয়ালদহ > শেয়ালদা, খড়দহ > খড়দা, চাকদহ > চাকদা, বধূ > ব‌উ, মধু > ম‌উ প্রভৃতি।

এই প্রসঙ্গে একটি কথা বলে দেওয়া উচিত। আমাদের মতে বাংলায় প্রকৃত পক্ষে অন্ত্য ব্যঞ্জন লোপের ঘটনা ঘটে না। উপরের উদাহরণগুলি লক্ষ করলে দেখা যাবে লুপ্ত ব্যঞ্জনগুলি আদতে শব্দের শেষে নেই। যেমন: সখী শব্দের শেষে স্বর আছে, তাহলে শেষে ব্যঞ্জন থাকার প্রশ্ন আসছে কী ভাবে? তবু এই উদাহরণগুলো বিভিন্ন লেখক অন্ত্য ব্যঞ্জন লোপের উদাহরণ হিসেবে দেখিয়েছেন। তাই সংজ্ঞাটি আমরা একটু বদল করে 'দল' কথাটি যুক্ত করেছি। 

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

তৎসম শব্দ কাকে বলে | তৎসম শব্দের তালিকা

সাধু ও চলিত ভাষার ৭টি বৈশিষ্ট্য ও রূপান্তর | Sadhu o cholit bhasha

সূচিপত্র | Bengali Grammar

অভিশ্রুতি কাকে বলে?

বিসর্গ সন্ধির সূত্র ও উদাহরণ | Bisargo sondhi

সমাসের প্রশ্নোত্তর | ব্যাসবাক্য সহ সমাস নির্ণ

পদ পরিবর্তন | ২৫০+ নির্ভুল পদান্তর