সেরা বাংলা অভিধান

কোন বাংলা অভিধান কিনবো?

বাংলা ভাষা সম্পর্কে যাঁদের বিন্দুমাত্র কৌতুহল আছে এবং শব্দের অর্থ, ব্যুৎপত্তি ইত্যাদির ব্যাপারে আগ্রহ আছে তাঁদের বাড়িতে একটি ভালো অভিধান রাখা খুবই জরুরি। বাংলা বিষয়ে যাঁরা উচ্চশিক্ষার পাঠ নিচ্ছেন, তাঁদের‌ কাছেও একটি ভালো অভিধান রাখার দরকার পড়ে। এমনকি স্রেফ বাড়িতে রাখার জন্য‌ও একটি অভিধান সংগ্রহ করা দরকার, কারণ অভিধানের প্রয়োজন অনেক সময়ই হয়ে থাকে। আজকাল অনেক অনলাইন অভিধান হয়েছে, অনেক অভিধানের অ্যাপ হয়েছে, কিন্তু সেগুলি যেমন পূর্ণাঙ্গ নয়, তেমনি অনেক ক্ষেত্রে ভুল‌ও রয়েছে। এক কথায় বলা যায়, বাংলায় এখনও পর্যন্ত এমন ই-ডিকশনারি বের হয়নি, যা কিনা কাগজের ডিকশনারির বিকল্প হতে পারে। তাই আজকের আলোচনায় আমি বলবো কোন অভিধান হাতের কাছে রাখলে শব্দের ব্যুৎপত্তি ও শব্দের বিভিন্ন ধরনের অর্থ দরকার মতো দেখে নেওয়া যাবে। 

বঙ্গীয় শব্দকোষ

হরিচরণ বন্দ্যোপাধ্যায় 

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেরণায় শান্তিনিকেতন আশ্রমের সংস্কৃত ভাষার শিক্ষক হরিচরণ বন্দ্যোপাধ্যায় তাঁর জীবনের সুদীর্ঘ চল্লিশ বছরের সাধনায় রচনা করেন বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ অভিধান। এই ব‌ইকে বাংলা শব্দভাণ্ডারের আকর গ্রন্থ বলা হয়। দুই খণ্ডে বিভক্ত এই অভিধানের প্রকাশক সাহিত্য একাডেমি। ব‌ইটি সচরাচর অনলাইনে পাওয়া যায় না। দোকান থেকে কিনে নিতে হবে। অনলাইনে পাওয়া গেলে লিংক দেবো।

বাংলা ভাষার অভিধান (সংসদ)

জ্ঞানেন্দ্রমোহন দাস

এই অভিধানটি বাংলা ভাষার অন্যতম সেরা একটি অভিধান। দুই খণ্ডে বিন্যস্ত এই বিশাল অভিধানে প্রতিটি শব্দের পুঙ্খানুপুঙ্খ বিবরণ রয়েছে। কার্যক্ষেত্রে বঙ্গীয় শব্দকোষের তুলনায় এই ব‌ই কোনো অংশে খাটো নয়। এই ব‌ইটির দুটি খণ্ড‌ই এমাজনে পাওয়া যায়। কিনতে চাইলে নিচের লিংক থেকে কেনা যাবে।




চলন্তিকা

রাজশেখর বসু
রাজশেখর বসু বা পরশুরামের লেখা অভিধান চলন্তিকা বাঙালি শিক্ষিতজনের অতি প্রিয় একটি অভিধান। এটি ছোটো অভিধান হলেও নিতান্ত ছোটো নয়। চলন্তিকা হাতের কাছে থাকলে যথেষ্ট কাজে লাগে। ব‌ইটি এমাজনে পাওয়া যায়। কেনার জন্য নিচের লিংকে টাচ করে এমাজনে যান।



বাংলা ভাষা ও ব্যাকরণের চর্চা করার জন্য উপরের প্রথম দুটি অভিধানের মধ্যে একটি এবং চলন্তিকা হাতের কাছে থাকলে খুব সুবিধা হয়।






This post contains affiliate links and if you make a purchase through the links provided, a small amount of commission may be entered to me without costing anything extra to you.

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

সাধু ও চলিত ভাষার ৭টি বৈশিষ্ট্য ও রূপান্তর | Sadhu o cholit bhasha

১০০+ সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ | সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের তালিকা | Samochcharito Vinnarthok shabdo

তৎসম শব্দ কাকে বলে | তৎসম শব্দের তালিকা

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য

বিশেষণ পদ - সংজ্ঞা ও শ্রেণিবিভাগ: বিস্তারিত | বিশেষণ কাকে বলে

সূচিপত্র | Bengali Grammar

অপিনিহিতি কাকে বলে