SLST Bengali Preparation Guide | SLST বাংলা প্রস্তুতি গাইড

SLST বাংলা বিষয়ের Online Class

slst bengali online class



আপনি কি SLST বাংলা বিষয়ের এবং পরবর্তী প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি এখন থেকে নিচ্ছেন, নাকি কখন নোটিফিকেশন হবে তার অপেক্ষায় বসে আছেন? নোটিফিকেশন হবার পর আর প্রস্তুতি নেওয়ার সময় থাকবে না। যারা এখন থেকে নিয়মিত কোচিং ক্লাস করছে, তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হলে এখন থেকেই তৈরি হতে হবে। তাই আজ থেকেই শুরু করুন প্রস্তুতি। পশ্চিমবঙ্গের ২০টি জেলার ১৫০০ জনের বেশি পরীক্ষার্থী 'অনন্য বাংলা অনলাইন' ক্লাসে যুক্ত হয়েছে এবং সাফল্যের সঙ্গে প্রস্তুতি নিয়ে চলেছে। আপনি যুক্ত হবার আগে বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন 8918858578 নাম্বারে। 
ডেমো ক্লাস করার জন্য উপরের নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

প্রশ্নের নতুন প্যাটার্ন

নতুন নিয়মে প্রশ্ন হবে আগের মতোই এম সি কিউ পদ্ধতিতে। সাইটে আনসার কি আপলোড করা হবে। ক্যান্ডিডেটকে ও এম আর -এর ডুপ্লিকেট কপি দেওয়া হবে। এম সি কিউ পদ্ধতিতে ভালো ফল করার জন্য অনেক অনুশীলন করা দরকার। অনুশীলন‌ই এম সি কিউ পদ্ধতির আসল প্রস্তুতি।


 আমাদের পড়ানোর বৈশিষ্ট্য 

১: আমরা ব্যাকরণ ধরে ধরে শেখাই। এম সি কিউ পদ্ধতিতে ব্যাকরণের ধারণা স্পষ্ট না হলে সঠিক উত্তর করা কঠিন।

২: সঠিক ও নির্ভরযোগ্য তথ্য আমরাই দিই।

৩: অনুশীন ছাড়া এম সি কিউ পদ্ধতিতে ভালো ফল করা যায় না। আমরা প্রচুর মক টেস্ট নিই। 

৪: ব্যাকরণের প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে চূড়ান্ত সতর্কতা নিতে হবে। প্রশ্ন ভালো করে পড়তে হবে, যা আমরা মক টেস্টের মাধ্যমে শেখাবো।

৫: বিতর্কিত তথ্যের ব্যাপারে সবচেয়ে গ্রহণযোগ্য মতটিকে প্রাধান্য দিতে হবে অথবা মূল উৎস থেকে তথ্যটি জেনে নিতে হয়। আমরা জেনে নেওয়ার চেষ্টা করি‌

৬: পাঠ সঞ্চয়নের প্রকৃত ব্যাখ্যা জানতে হবে। এ ব্যাপারে মাধ্যমিকের সহায়িকা ব‌ইগুলি বিশেষ নির্ভরযোগ্য নয়। বিভিন্ন ব‌ইয়ে বিভিন্ন ব্যাখ্যা আছে, অনেক ভুল ব্যাখ্যাও আছে। আমরা নির্ভুল ব্যাখ্যা দিই।

৭: বাজারচলতি ব‌ই বা অ-নির্ভরযোগ্য উৎসের নোটস মুখস্থ করতে হবে না। যে সব জায়গায় নোটস দরকার, সে সব নোটস আমরাই দেবো।

ক্লাস সম্পর্কে বিস্তারিত তথ্য

অনন্য-বাংলা New Batch-3


নতুন ব্যাচ শুরু হয়েছে ১৪ই মে। আনুমানিক ৭ মাসের কোর্স। প্রথম দিন থেকে সব ক্লাসের রেকর্ডিং পাওয়া যাবে। আগেকার নোটস ও মক টেস্টের পিডিএফ দেওয়া হবে। পুরো কোর্সের জন্য ফিজ নেওয়া হবে ৩৫০০ টাকা। তিনটে পার্টে পেমেন্ট করা যাবে (১৫০০+১০০০+১০০০)। সপ্তাহে ৩টি/৪টি (একাদশ দ্বাদশের পরীক্ষা দিলে ৪টি, নবম দশমের জন্য ৩টি) লাইভ ক্লাস হবে। বাংলা সাবজেক্টের পুরো সিলেবাস যথা সম্ভব দ্রুত কভার করা হবে। পিডিএফ আকারে সমস্ত নোটস দেওয়া হবে। নিয়মিত মক টেস্ট নেওয়া হবে। পুরাতন মক টেস্টের প্রশ্নোত্তর দেওয়া হবে। পরীক্ষার আগে সিলেবাস শেষ করা হবে । ক্লাস হবে গুগল মিট ও টিচমিন্ট অ্যাপে। যে কোনো একটি অ্যাপে ক্লাস করতে পারবে। রেকর্ডিং থাকবে শুধু টিচমিন্ট অ্যাপে।

এস. এল. এস. টি. বাংলা বিষয় দু জন টিচার এবং টেট আরও বেশি সংখ্যক টিচার মিলে পড়ানো হয়।
ক্লাস হবে বুধবার, বৃহস্পতিবার ও শনিবার রাত ১০:৩০ থেকে ১১:৪৫। 
একাদশ দ্বাদশের ক্লাস রবিবার সকাল ১১:০০ বা ১০:৪৫।
এর বাইরেও দরকার মতো ক্লাস হতে পারে।
ক্লাসের রেকর্ডিং থাকবে।
নোট পিডিএফে দেওয়া হবে। নিয়মিত এবং প্রচুর সংখ্যায় মক টেস্ট নেওয়া হয়। 

আরও পড়ুন


মন্তব্যসমূহ

Manas Sobuj Neogi বলেছেন…
এইরকম পোস্ট পেলে মনটা অনেক অনেক ভালো হয়ে যায়৷ এইরকম আরও আরও চাই স্যার
Mithun Ghosh বলেছেন…
খুব সুন্দর উপস্থাপনা। ভালো লাগল।অনেক কিছু সরলভাবে জানাও গেল।

আর‌ও পড়ে দেখুন

তির্যক বিভক্তি কাকে বলে

লোকনিরুক্তি কাকে বলে

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

অপিনিহিতি কাকে বলে

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য

শব্দ ও পদের পার্থক্য | শব্দ ও পদ

বিভাজ্য ধ্বনি কাকে বলে | অবিভাজ্য ধ্বনি কাকে বলে

অভিশ্রুতি কাকে বলে?