ব্যাকরণের প্রশ্নোত্তর

ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

১: অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা কে? -- পাণিনি।

২: ভাষাবিজ্ঞানের তুলনামূলক পদ্ধতির প্রথম যথার্থ প্রয়োগ করেন কে?

উঃ আর কে রাস্ক।

৩: On the variety of human language structure -- এর রচয়িতা কে?

উঃ জার্মান ভাষাবিদ্ ডব্লিউ ভি হুমবোল্ট।

 ৪: An introduction to the study of language গ্রন্থটির রচয়িতা কে? -- লিওনার্দ ব্লুমফিল্ড

৫: Transformational generative grammar তত্ত্বের প্রবক্তা কে? -- নোয়াম চমস্কি।

৬: চীনা ভাষা রূপতত্ত্বগত ভাবে কোন শ্রেণির?

উঃ অশৃঙ্খলিত বা Inorganic ভাষা।

৭: ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে? -- সুনীতিকুমার চট্টোপাধ্যায়

৮: বাংলা ভাষার কম্পিত ধ্বনি কোনটি ? -- র

৯: বাংলা ভাষার নাসিক্য ধ্বনি কোনগুলি? -- ঙ,ন,ম। এ ছাড়া ণ ও ঞ আছে, যেগুলি বাংলা ভাষায় উচ্চারিত হয় না।

১০: পাখিরা শব্দটির মধ্যে মুক্ত রূপিমের সংখ্যা কয়টি? -- একটি: পাখি।

১১: ব্যবহার অনুসারে যে দু ধরনের বাক্যখণ্ড পাওয়া যায়, সেগুলি কী কী? 

উঃ ১) অধীন বাক্যখণ্ড ও ২) স্বাধীন বাক্যখণ্ড।

১২: ফ্লোর আর্টস ও জন আর্টস বাক্যখণ্ডকে কয় ভাগে ভাগ করেন?

উঃ তিন ভাগে ভাগ করেন: ১) সমাপিকা বাক্যখণ্ড, ২) অসমাপিকা বাক্যখণ্ড ও ৩) ক্রিয়াহীন বাক্যখণ্ড।

১৩: সম্পূরক বাক্যখণ্ড বা বাক্য যে শব্দ দিয়ে যুক্ত করা হয়, তাকে কী বলে?

উঃ বাক্যযোজক বলে। যেমন: ইংরেজি that, whether, বাংলা যে, যদি প্রভৃতি।

১৪: কারক ভাষাবিজ্ঞানের কোন শাখায় আলোচিত হয়?

উঃ রূপতত্ত্ব।

১৫: ওখানে যাও। ভূমিকা অনুসারে এটি কোন শ্রেণির বাক্য? উঃ অনুজ্ঞাসূচক বাক্য।

১৬: Aspects of the theory of syntax গ্রন্থটির প্রণেতা কে?  

উঃ নোয়াম চমস্কি।

১৭: উপলক্ষ্য অনুসারে ভাষারীতির বদলকে কী বলা হয়? 

উঃ রেজিস্টার বলা হয়।

১৮: পিজিন কোনো গোষ্ঠীর মাতৃভাষা বা প্রথম ভাষা হিসেবে স্বীকৃতি পেলে তখন তাকে কী বলে?

উঃ ক্রেওল।

১৯: Commission for scientific and technical terminology কত সালে গঠিত হয়?

উঃ ১৯৬১ সালে গঠিত হয়।

২০: On the sublime গ্রন্থটির রচয়িতা কে?

উঃ ক্যাসিয়াস লংগিনাস।

২১: ১৭৮৬ খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটিতে কার দেওয়া বক্তব্যকে আধুনিক তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূচনা বলা যায়? -- উঃ স্যার উইলিয়াম জোনসের বক্তৃতা।

২২: A Comparative Grammar of the Sanskrit, Zend, Greek, Latin, Lithuanian, Gothic, German, and Sclavonic Languages গ্রন্থটির লেখক কে?

উঃ ফ্রান্‌জ বপ্ ।

২৩: সিনট্যাগম্যাটিক রিলেশনশিপ ও প্যারাডিগম্যাটিক রিলেশনশিপের প্রবক্তা কে?

উঃ ফার্দিনা দ্য স্যোসুর।

২৪: Language গ্রন্থের প্রণেতা কে?

উঃ লিওনার্দ ব্লুমফিল্ড।

২৫: রূপান্তরমূলক সৃজনমূলক ব্যাকরণের প্রবক্তা কে? 

উঃ নোয়াম চমস্কি।

২৬: প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল কোনটি?

উঃ ১৫০০ খ্রি: পূ: থেকে ৬০০ খ্রি: পূ:।

২৭: ইংরেজি ভাষার বংশপরিচয় কী?

উঃ ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত, পশ্চিম জার্মানিক শাখার একটি ভাষা।

২৮: রূপতত্ত্ব অনুসারে পৃথিবীর ভাষাগুলিকে প্রধান যে দুটি শ্রেণিতে ভাগ করা হয়, সেগুলি কী কী?

উঃ শৃঙ্খলিত (Organic) ও অশৃঙ্খলিত (Inorganic).

২৯: A grammar of the Bengal language প্রথম প্রকাশিত হয় কত সালে?

উঃ ১৭৭৮ সালে।

৩০: লাঙ কী? 

উঃ- লাঙ বলতে বোঝায় কোনো নির্দিষ্ট ভাষাভাষী মানুষের ঐ ভাষা সম্পর্কে সাধারণ ভাষা-জ্ঞান।

৩১: পুণ্যশ্লোক রায়ের Bengali language handbook গ্রন্থটিকে ভাষাবিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত করা যায়?

উঃ বর্ণনামূলক শাখা।

৩২: লিপ্যন্তরণের ক্ষেত্রে IPA এর পুরা নাম কী?

উঃ International Phonetic Alphabet.

৩৩: মহাপ্রাণ ধ্বনির অল্পপ্রাণ ধ্বনিতে পরিণত হ‌ওয়ার প্রক্রিয়াকে কী বলে?

উঃ অল্পপ্রাণীভবন বা ক্ষীণায়ন বলে।

৩৪: ঠাকুরদাদা > ঠাকুরদা - কিসের উদাহরণ?

উঃ সমাক্ষর লোপের উদাহরণ।

৩৫: বাংলায় পার্শ্বিক ধ্বনির উদাহরণ কী?

উঃ - ল্।

৩৬: পল্‌তা শব্দে ল্ এর উচ্চারণ স্থান কী? উঃ দন্তমূল , 

উল্টো শব্দে ল্ এর উচ্চারণ স্থান কী? উঃ - মূর্ধা।

৩৭: বর্ণনামূলক ধ্বনিতত্ত্বে যে চারটি মুখ্য নীতির উপর নির্ভর করে ধ্বনিকল্প নিরূপণ করা হয়, সেগুলি কী?

উঃ : বৈপরীত্য, পরিপূরক অবস্থান, ধ্বনিগত সাদৃশ্য ও মুক্ত বৈচিত্র্য।

৩৮: 'দেশের' শব্দটিতে মুক্ত ও বদ্ধ রূপিমের সংখ্যা নির্ণয় করো।

উঃ-  একটি করে। মুক্ত রূপিম দেশ, বদ্ধ রূপিম এর।

৩৯: সিদ্ধ ধাতুর রূপকল্পের সংখ্যা কয়টি?

উঃ একটি।

৪০: ভূমিকা অনুসারে বাক্যকে যে চার ভাগে ভাগ করা হয়, সেগুলি কী কী?

 উঃ ১: বিবৃতিমূলক বাক্য ২: আদেশ বা অনুজ্ঞাসূচক বাক্য, ৩: আবেগসূচক বাক্য ৪: প্রশ্নসূচক বাক্য 

৪১: ভুক্তিবাদের প্রবক্তা কে?

উঃ ভট্টনায়ক।


SLST Bangla গাইডের জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন

আর‌ও পড়ুন

সূচিপত্র







মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

তির্যক বিভক্তি কাকে বলে

লোকনিরুক্তি কাকে বলে

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য

অপিনিহিতি কাকে বলে

শব্দ ও পদের পার্থক্য | শব্দ ও পদ

অভিশ্রুতি কাকে বলে?

বিভাজ্য ধ্বনি কাকে বলে | অবিভাজ্য ধ্বনি কাকে বলে