সম্মুখ স্বরধ্বনি কাকে বলে

 সম্মুখ স্বরধ্বনির ধারণা

সমস্ত স্বরধ্বনির জন্ম হয় আমাদের গলায় অবস্থিত স্বরতন্ত্রীতে। তাহলে স্বরগুলিকে সম্মুখ ও পশ্চাৎ, এই দুই ভাগে ভাগ করা হল কিসের ভিত্তিতে? আমরা কী ভাবে বুঝবো সম্মুখ স্বরধ্বনি কাকে বলে এবং এগুলিকে সম্মুখ স্বরধ্বনি বলার কারণ কী? আসুন বুঝে নিই আসল ব্যাপারটা। যে স্বরধ্বনিগুলিকে উচ্চারণ করার সময় জিহ্বা সামনের দিকে এগিয়ে আসে, সেই স্বরধ্বনিগুলিকে সম্মুখ স্বরধ্বনি বলে। 

সম্মুখ স্বরধ্বনি

সম্মুখ স্বরধ্বনি কয়টি

বাংলা ভাষায় ৭টি মৌলিক স্বরের মধ্যে ৩টি সম্মুখ স্বরধ্বনি। ই, এ এবং অ্যা - এই তিনটি স্বরকে উচ্চারণ করার সময় জিহ্বা সামনের দিকে এগিয়ে আসে। উপরের ছবিতে দেখুন তিনটি সম্মুখ স্বরের প্রত্যেকটির ক্ষেত্রে জিহ্বা সমান ভাবে অগ্রসর হচ্ছে না। ই উচ্চারণ করার সময় জিহ্বা যতটা এগোয়, অ্যা উচ্চারণ করার সময় তার চেয়ে অনেক কম এগোয়। অবশ্য তাতে কিছু যায় আসে না, তবুও এই তিনটি স্বর সম্মুখ স্বর হিসেবে স্বীকৃত হয়। সম্মুখ স্বরগুলি এক‌ই সঙ্গে প্রসারিত স্বর‌ও। এদের প্রসারিত স্বর কেন বলা হয়, তা জানতে এখানে ক্লিক করুন।


আর‌ও পড়ুন

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

দল বিশ্লেষণ, মুক্ত দল ও রুদ্ধ দল | দল কাকে বলে

অপিনিহিতি কাকে বলে

অভিশ্রুতি কাকে বলে?

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

খণ্ডস্বর কাকে বলে | অর্ধস্বর কাকে বলে

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য

বিসর্গ সন্ধির সূত্র ও উদাহরণ | Bisargo sondhi

মুণ্ডমাল শব্দ কাকে বলে ও উদাহরণ