পোস্টগুলি

ধ্বনি পরিবর্তনের ১০টি কারণ | Dhoni poribortoner karon in Bengali

ধ্বনি পরিবর্তন কী ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলি চিরকাল এক রকম থাকে না। এ বৈশিষ্ট্য প্রতিটি ভাষার‌ই নিজস্ব ধর্ম। ভাষা চলমান, ভাষা বিবর্তনশীল, ভাষা প্রাণময়। ভাষার প্রাথমিক উপাদান ধ্বনি, তাই ধ্বনিও স্বাভাবিক ভাবেই বিবর্তনশীল। সময়ের সাথে সাথে ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের এক বা একাধিক ধ্বনি বদলে যেতে থাকে। এই ঘটনাকে ব্যাকরণের পরিভাষায় ধ্বনি পরিবর্তন বলে। ধ্বনি পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবু আমাদের অনুসন্ধান করে দেখা উচিত ধ্বনির এই বিবর্তন কেন হয়, কেন‌ই বা এই বিবর্তন স্বাভাবিক। আসুন জেনে নিই ধ্বনি পরিবর্তনের প্রধান কারণগুলি। আপনি এই সঙ্গে ধ্বনি পরিবর্তনের ধারাগুলি পড়ে নিতে পারেন। ধ্বনি পরিবর্তনের কারণ উচ্চারণের সুবিধা ধ্বনি পরিবর্তনের সবচেয়ে বড়ো কারণ হলো উচ্চারণের সুবিধা। আমাদের বাগ্‌যন্ত্র স্বভাবতই শ্রমবিমুখ। যখন‌ই কোন‌ও ধ্বনিকে উচ্চারণ করতে অপেক্ষাকৃত বেশি পরিশ্রম হয়, তখন‌ই আমাদের বাগ্‌যন্ত্র সেই ধ্বনিকে সম্ভব হলে এমন ভাবে বদলে নেয়, যাতে উচ্চারণের শ্রম লাঘব হয়। যেমন একটি উদাহরণ দিই: 'দেশি' শব্দটিতে দুটি স্বর আছে: 'এ' এবং 'ই'। এই স্বর দুটির উ

বাচ্য পরিবর্তন | Bachya Paribartan | বাচ্য পরিবর্তনের নিয়ম ও উদাহরণ

 বাচ্য পরিবর্তন করার নিয়ম ইতিমধ্যে বাচ্য সম্পর্কে দুটি পোস্টে আলোচনা করেছি। একটি হল বাচ্যের বিস্তারিত আলোচনা এবং অন্যটি হল বাচ্য চেনার নিয়ম । এ বার আলোচনা করবো বাচ্য পরিবর্তন করার নিয়ম ও বাচ্য পরিবর্তনের উদাহরণ। প্রথমেই চলুন দেখে নিই কীভাবে কোনো বাক্যকে এক বাচ্য থেকে অন্য বাচ্যে রূপান্তরিত করা যায়। কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য (পরিবর্তন) ১: প্রথমেই দেখে নিতে হবে বাক্যটিতে কর্ম আছে কিনা। কর্ম না থাকলে কর্মবাচ্য করা যাবে না, ভাববাচ্য করতে হবে। যেমন "ছেলেটি সকালবেলা হাঁটতে বেরিয়েছে।" এই বাক্যে কর্ম নেই। তাই এর কর্মবাচ্য হবে না। ২: বাক্যের মধ্যে কর্ম থাকলে কর্মটিকে বাক্যের উদ্দেশ্য স্থানে বা কর্তার স্থানে নিয়ে আসতে হবে, কর্মে বিভক্তি থাকলে সেটি তুলে কর্মের বিভক্তি শূন্য করতে হবে । যেমন: "ক্ষিপ্ত জনতা লোকটিকে প্রহার করেছে।" লোকটি এই বাক্যের কর্ম, তাই কর্মবাচ্য করার জন্য 'লোকটি'-কে বাক্যের উদ্দেশ্য স্থানে আনতে হবে। কর্মবাচ্যের রূপটি হবে: " লোকটি জনতার দ্বারা প্রহৃত হয়েছে।"  -- এখানে 'লোকটি' বাক্যের গোড়ায় চলে এসেছে ও বাক্যের উদ্দে

একটা ভালো ব‌ই

একটা ব‌ই শেখাবে ধনী হবার উপায় "একটা ভালো ব‌ই আপনার জীবন বদলে দিতে পারে।"    আ পনি কি নিজেকে কখনও জিজ্ঞেস করে দেখেছেন যে আপনি কেন ধনী হতে পারেননি? আপনার সন্তানকে ভালো করে পড়াশোনা করার কথা তো সবসময়ই বলেন । অথচ আপনি কি তাকে ধনী হবার উপায় সম্পর্কে কিছু বলেছেন? কী করে বলবেন! আসলে আপনি আপনার সন্তানকে ধনী হবার উপায় সম্পর্কে কিছু শেখাতেই পারবেন না। কারণ আপনি নিজেই তা জানেন না। আপনাকে কখন‌ও আর্থিক পরিকল্পনা করতে শেখানো হয়নি। জানলে তো আপনি নিজেই ধনী হতে পারতেন। আসলে আমরা মধ্যবিত্তরা ধনী হতেই জানি না। ধনী হবার উপায়গুলো আমাদের কাছে অজ্ঞাত রয়ে গেছে। কিছু অল্প সংখ্যক মানুষ এই উপায়গুলি জানেন।  আমি হঠাৎ করেই একটি ব‌ইয়ের কথা শুনলাম এক বন্ধুর কাছে। ব‌ইটার নাম দেখেই আকৃষ্ট হলাম: 'রিচ ড্যাড, পুওর ড্যাড' মানে 'ধনী পিতা ও গরিব পিতা'। নামের নিচেই লেখা: "ধনীরা তাদের সন্তানদের টাকা পয়সার ব্যাপারে কী শেখায়, যা গরিব আর মধ্যবিত্ত শ্রেণি শেখায় না?" মধ্যবিত্ত ও গরিবদের কাছে এ এক বিরাট প্রশ্ন। মূলত এই প্রশ্নের উত্তর দিয়েছেন লেখক রবার্ট টি কিয়োসাকি। এমাজনে দেখুন অসাধ

ক্ষতিপূরক দীর্ঘীভবন‌ কাকে বলে

 ক্ষতিপূরক দীর্ঘীভবন‌ সাধারণত সমীভবনের ফলে যুক্ত ব্যঞ্জন থেকে সৃষ্ট যুগ্ম ব্যঞ্জনের মধ্যে একটি ব্যঞ্জনধ্বনি লুপ্ত হ‌ওয়ার ফলে তার ক্ষতিপূরণ হিসেবে পূর্ববর্তী হ্রস্ব স্বরটি যদি দীর্ঘ স্বরে পরিণত হয়, তাহলে তাকে বলে ক্ষতিপূরক দীর্ঘীভবন‌।  উদাহরণ দিয়ে বিশ্লেষণ করলে বিষয়টি পরিষ্কার হবে। চলুন কয়েকটি উদাহরণ বিশ্লেষণ করে দেখি। ক্ষতিপূরক দীর্ঘীভবনের উদাহরণ ভক্ত > ভত্ত > ভাত, অষ্ট > অট্ট > আট, ছত্র > ছত্ত > ছাত, প্রস্তর > পত্থর > পাথর। উপরের উদাহরণগুলির মধ্যে একটিকে বিশ্লেষণ করে দেখাই। ভক্ত থেকে সমীভবনের ফলে ভত্ত হয়েছে। ভত্ত থেকে হয়েছে ভাত। (ভ্+অ+ত্+ত্+অ > ভ্+আ+ত্+অ)। দেখুন 'ভত্ত' শব্দে দুটি ত্ আছে, তাদের মধ্যে 'ভাত' শব্দে একটি লোপ পেয়েছে এবং ভ্-এর পরবর্তী অ স্বরটি আ স্বরে পরিণত হয়েছে। অর্থাৎ ত্ লোপ পেয়ে যে ক্ষতি হলো পূর্ববর্তী হ্রস্ব স্বর অ থেকে দীর্ঘ স্বর আ-তে পরিণত হয়ে সেই ক্ষতি পূরণ করেছে। নাসিক্যীভবনেও এই ক্ষতিপূরক দীর্ঘীভবন‌ ঘটে। যেমন: চন্দ্র > চন্দ > চাঁদ। এখানেও দেখুন ন্ লোপ পেয়েছে এবং চ্-এর পরবর্তী অ স্বরটি আ স্বরে পরি

নাসিক্যীভবন কাকে বলে | Nasikyibhaban o binasikyibhaban

নাসিক্যীভবনের সংজ্ঞা আমরা জানি যে সব ব্যঞ্জনকে উচ্চারণ করার সময় কিছুটা শ্বাসবায়ু নাসাপথে চালিত হয় ও তার ফলে নাসাবিবরে একটি অনুরণন সৃষ্টি হয় তাদের নাসিক্য ব্যঞ্জন বলে। বাংলা বর্ণমালার ঙ, ঞ, ণ, ন, ম এই পাঁচটি ব্যঞ্জন নাসিক্য ব্যঞ্জন, এ ছাড়া অনুস্বরের উচ্চারণ‌ও ঙ এর মতো, তাই এটিও নাসিক্য ব্যঞ্জন। (এদের মধ্যে ণ ও ঞ বাংলায় উচ্চারিত হয় না। শুধু তৎসম শব্দের বানান লেখার জন্য এরা বাংলা বর্ণমালায় আছে।) কোনো শব্দের অন্তর্গত নাসিক্য ব্যঞ্জন লুপ্ত হয়ে পূর্ববর্তী স্বরধ্বনিকে অনুনাসিক করে তুললে তাকে নাসিক্যীভবন বলে। নাসিক্যীভবন হলে এক‌ই সঙ্গে ক্ষতিপূরক দীর্ঘীভবন‌ও হয়। নাসিক্যীভবনের উদাহরণ নাসিক্যীভবনের বহু উদাহরণ বাংলা ভাষায় পাওয়া যায়। যেমন: চন্দ্র >  চাঁদ, দন্ত > দাঁত, কণ্টক > কাঁটা, কম্প > কাঁপ, হংস > হাঁস, বংশ > বাঁশ। নাসিক্যীভবনের উদাহরণ বিশ্লেষণ কম্প > কাঁপ এই উদাহরণটি ভেঙে দেখা যাক। নিচের বিশ্লেষণটি ভালো করে পড়ুন। ক্+অ+ম্+প্+অ > ক্ + আঁ + প্ + অ বিশ্লেষণটি লক্ষ করুন। ম্ ব্যঞ্জন লোপ পেয়েছে। এটি নাসিক্য ব্যঞ্জন। সেই সঙ্গে ম্ -এর পূর্ববর্তী স্বরটি দীর্ঘ হয়ে

না ও নি-এর ব্যবহার

না ও নি ব্যবহারের নিয়ম বাংলা লিখতে গিয়ে অনেক সময়‌ই না আর নি নিয়ে আমাদের সমস্যায় পড়তে হয়। নি-কে আলাদা লিখবো, নাকি একসঙ্গে লিখবো? অর্থাৎ 'দেখিনি' আর 'দেখি নি', কোনটা ঠিক? অপর দিকে 'যাবোনা' আর 'যাবো না', এই দুইয়ের মধ্যে কোনটা ঠিক? বাংলা বানান বিষয়ক কয়েকটি ব‌ইয়ে কোনটি ঠিক, কোনটি ভুল তা বলে দেওয়া আছে, যেমন হায়াৎ মামুদের 'প্রমিত বাংলা লেখার নিয়ম কানুন' বা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর 'বাংলা কী লিখবেন কেন লিখবেন'। কিন্তু এই ব‌ইগুলিতে লেখকরা কোনো ব্যাকরণগত ব্যাখ্যা বা বিশ্লেষণ দেননি। তাই আসুন, আমি এই ব্যাপারটা একটু ভেঙে বুঝিয়ে দিই। পুরাঘটিত বর্তমান কালে ক্রিয়ার হ্যাঁ বাচক রূপ হয় 'খেয়েছি', 'বলেছি', 'বলেছে' ,'খেয়েছেন' প্রভৃতি। এই প্রত্যকটা ক্রিয়ার ভিতর দেখুন একটা করে √আছ্ ধাতুর ক্রিয়া আছে। ওই আছ্-এর বিপরীতে আছে √নাহ্ ধাতু। এটাও পুরাঘটিত বর্তমান ও পুরাঘটিত অতীতের ক্রিয়া গঠন করতে কাজে লাগে। ইতিবাচক ক্রিয়া হলে √আছ্ ধাতু, নেতিবাচক হলে √নাহ্ ধাতু। এই নাহ্ থেকে এসেছে নাই, তা থেকে এসেছে নি। করেছেন-কে যদি &

জেনারেল নলেজের সেরা ব‌ই | Best GK book in Bengali

Best GK Book in Bengali - বাংলায় সেরা জি কে ব‌ই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হ‌ওয়ার ক্ষেত্রে General Knowledge বা GK একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার জেনারেল নলেজ যদি স্ট্রং হয়, তাহলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি বেশ কয়েক কদম এগিয়ে থাকবেন। এখন প্রশ্ন হলো জেনারেল নলেজ বাড়ানোর উপায় কী? জেনারেল নলেজ বাড়ানোর জন্য অনেক উপায় আছে, যেমন: নিয়মিত খবরের কাগজ ও বিভিন্ন ম্যাগাজিন পড়া, নিয়মিত দূরদর্শনের নিউজ ফলো করা ইত্যাদি। এই সবের পাশাপাশি যেটা অবশ্যই করতে হবে, সেটা হলো জেনারেল নলেজের ভালো ব‌ই অনুসরণ করা। কিন্তু সমস্যা হলো বাংলায় ভালো জেনারেল নলেজের ব‌ই খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়ে যায়। বাংলা ভাষায় অল্প কয়েকটি জেনারেল নলেজ ব‌ই পাওয়া যায়। আমি আমার শিক্ষা জীবনে জেনারেল নলেজের যে সব ব‌ইয়ের সাহায্য কর্মক্ষেত্রে সাফল্য পেয়েছি, সেই ব‌ইগুলির আলোচনা করবো এই ব্লগ পোস্টে। এখন থেকে West Bengal SLST পরীক্ষাতেও জেনারেল নলেজ আবশ্যিক বিষয় হয়ে গেছে। তাই এই আলোচনাটি SLST পরীক্ষার্থীদের জন্য‌ও খুবই গুরুত্বপূর্ণ। মনোরমা ইয়ারবুক বাংলা ভাষায় যতগুলি উন্নত মানের জেনারেল নলেজ ব‌ই প্রক

বর্ণ বিপর্যয় কাকে বলে | ধ্বনি বিপর্যয় কাকে বলে

বিপর্যাস বা বর্ণ বিপর্যয় বা ধ্বনি বিপর্যয় কাকে বলে শব্দের ভিতর দুটি ধ্বনি বা বর্ণ যখন নিজেদের মধ্যে স্থান বিনিময় করে, তখন তাকে বলে বর্ণবিপর্যয় বা ধ্বনি বিপর্যয় বা বিপর্যাস। স্থান বিনিময় বলতে কী বোঝায়? স্থান বিনিময় বলতে বোঝায় রামের জায়গায় শ্যাম এসে বসবে, শ্যামের জায়গায় গিয়ে বসবে রাম। বলা বাহুল্য, এখানে রাম-শ্যামের বদলে থাকবে দুটি ধ্বনি। যেমন: আমরা অনেকেই 'রিক্সা'-র জায়গায় বলি 'রিস্কা' বা 'জানালা'-র জায়গায় 'জালানা'। বর্ণ বিপর্যয়ের অপর নাম ধ্বনি বিপর্যয় বা বিপর্যাস। বর্ণ বিপর্যয়ের উদাহরণ বিশ্লেষণ এখন আসুন, বর্ণ বিপর্যয়ের একখানা উদাহরণকে বর্ণ বিশ্লেষণ করে ভেঙে দেখি সংজ্ঞায় যা বললাম, ব্যাপারটা ব্যাপারটা ঠিক তাই ঘটছে কিনা। পিশাচ > পিচাশ - বর্ণ বিপর্যয়ের এই উদাহরণটিকে ভাঙবো। পিশাচ = প্ + ই + শ্ + আ + চ্ + অ পিচাশ = প্ + ই + চ্ + আ + শ্ + অ লক্ষ করে দেখুন, সব ঠিকঠাক আছে, শুধু শ্ আর চ্ নিজেদের মধ্যে জায়গা বদল করে নিয়েছে, অর্থাৎ শ্-র জায়গায় এসেছে চ্ এবং চ্-এর জায়গায় গেছে শ্। দূরাগত বর্ণ বিপর্যয় বা স্পুনারিজম রেভারেন্ড উ

ঘোষীভবন কাকে বলে

ঘোষীভবন সম্পর্কে ধারণা (ঘোষীভবন ও অঘোষীভবন সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করার জন্য ঘোষ ও অঘোষ ব্যঞ্জন সম্পর্কে স্পষ্ট ধারণা প্রয়োজন। প্রয়োজন থাকলে ঘোষ ও অঘোষ ব্যঞ্জন সম্পর্কে বিস্তারিত পড়ে নিন।) কোন অঘোষ ধ্বনি যখন কাছাকাছি কোন ঘোষ ধ্বনির প্রভাবে অথবা বিনা কারণেই ঘোষধ্বনি তে পরিণত হয় তখন তাকে ঘোষীভবন বলে। ঘোষীভবনের উদাহরণ ১: কাক > কাগ, ২: শাক > শাগ, ৩: থাপড় > থাবড়, ৪: কাঠগড়া > কাডগড়া, ৫: বক > বগ ইত্যাদি। উপরের ৩ ও ৪ নং উদাহরণে ড় ঘোষ ধ্বনির প্রভাবে যথাক্রমে প>ব ও ঠ>ড হয়েছে। অন্য উদাহরণগুলিতে কোনো ঘোষ ধ্বনির প্রভাব ছাড়াই অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনিতে পরিণত হয়েছে। ঘোষ ধ্বনির প্রভাব ছাড়াই অঘোষ ধ্বনি যখন ঘোষ ধ্বনিতে পরিণত হয়, তখন অনেকেই তাকে স্বতঃঘোষীভবন নামে আলাদা একটি ধ্বনি-পরিবর্তন হিসেবে চিহ্নিত করতে চান। আমাদের মতে এ রকম আলাদা নামকরণ না করলেও চলে। উদাহরণ বিশ্লেষণ: কাঠগড়া > কাডগড়া। এই উদাহরণে অঘোষ ধ্বনি ঠ রূপান্তরিত হয়ে ঘোষধ্বনি ড-তে পরিণত হয়েছে। অঘোষীভবন কাকে বলে পাশাপাশি অবস্থিত অঘোষ ধ্বনির প্রভাবে অথবা বিনা কারণেই ঘোষধ্বনি যদি অঘোষ ধ্বনিতে পরিণ

স্বরাগম কাকে বলে

স্বরাগমের সংজ্ঞা যত প্রকারের ধ্বনি পরিবর্তন বাংলা ভাষায় দেখা যায়, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি ধারা হলো স্বরের আগম বা স্বরাগম। স্বরাগম বিভিন্ন কারণে ঘটতে পারে এবং স্বরাগম তিন প্রকার হতে পারে। ১: আদি স্বরাগম, ২: মধ্য স্বরাগম ও ৩: অন্ত্য স্বরাগম। স্বরাগমের সংজ্ঞা শব্দের আদিতে, মধ্যে বা অন্তে একটি অতিরিক্ত স্বরধ্বনির আগমন ঘটলে তাকে স্বরাগম বা স্বরের আগম বলা হয়।  আদি স্বরাগম কাকে বলে সাধারণত শব্দের গোড়ায় শিস-ধ্বনি সমন্বিত যুক্ত ব্যঞ্জন থাকলে ঐ যুক্ত ব্যঞ্জনের উচ্চারণ প্রস্তুতি রূপে একটি বাড়তি স্বরধ্বনির আগমন ঘটে। এই প্রক্রিয়াকে আদি স্বরাগম বলে। আদি স্বরাগমের উদাহরণ  স্পর্ধা > আস্পর্ধা, স্পর্শ > ইস্পর্শ, স্পষ্ট > ইস্পষ্ট, স্কুল > ইস্কুল, স্টেশন > ইস্টিশন ইত্যাদি।  মধ্য স্বরাগম মধ্য স্বরাগম বা স্বরভক্তি আগেেই  আলোচনা করেছি।  পড়ার জন্য উপরের লিংকে টাচ করুন। অন্ত্য স্বরাগম কাকে বলে শব্দের শেষে একটি অতিরিক্ত স্বরধ্বনির আগমন ঘটলে তাকে অন্ত্য স্বরাগম বলে।  অন্ত্য স্বরাগমের উদাহরণ বেঞ্চ > বেঞ্চি, জুল্‌ফ্ > জুলফি, বর্ফ > বরফি, মর্দ > মদ্দা, মুর্গ

সমীভবন কাকে বলে ও কয় প্রকার | ব্যঞ্জন সংগতি কাকে বলে

ছবি
সমীভবন কথার অর্থ ও সমীভবনের সংজ্ঞা সমীভবন সম্পর্কে বিস্তারিত জানার আগে আসুন জেনে নিই সমীভবন কথাটির অর্থ কী। সমীভবন মানে সমান হ‌ওয়া বা এক হ‌ওয়া। সমীভবনে দুটি ভিন্ন ধ্বনির এক ধ্বনিতে পরিণত হ‌ওয়া বোঝায়। তবে সব সময় একেবারে এক ধ্বনিতে পরিণত হয় না, এক বর্গের কাছাকাছি ধ্বনিতে পরিণত হলেও তা সমীভবন হিসেবে গণ্য হয়। সমীভবন কাকে বলে? সমীভবনের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি: পাশাপাশি বা কাছাকাছি উচ্চারিত দুটি ভিন্ন ব্যঞ্জনের একটি অপরটির প্রভাবে বা দুটিই পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়ে এক‌ই বা এক‌ই ধরনের ব্যঞ্জনে পরিণত হলে তাকে সমীভবন বা ব্যঞ্জন সংগতি বলে। সমীভবনের অপর নাম সমীকরণ। সমীভবনের উদাহরণ ও বিশ্লেষণ সমীভবনের কয়েকটি প্রচলিত উদাহরণ হল: দুর্গা>দুগ্গা, বড়দা > বদ্দা, উৎসব > উচ্ছব, ধর্ম > ধম্ম, বৎসর > বচ্ছর, পদ্ম > পদ্দ , মহাত্মা > মহাত্তা ইত্যাদি। সমীভবনের দুটি উদাহরণ আমরা বিশ্লেষণ করে দেখি ১: উৎসব > উচ্ছব। এখানে দেখছি ৎ ও স দুটি ভিন্ন ব্যঞ্জন পরিবর্তিত হয়ে চ ও ছ হয়ে গেছে। চ ও ছ আলাদা হলেও কাছাকাছি। তাই বলা যায় দুটি ভিন্ন ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নিকটবর্ত

স্বরভক্তি কাকে বলে

ছবি
স্বরভক্তির সংজ্ঞা ও ধারণা শব্দমধ্যস্থ যুক্তব্যঞ্জনের মাঝখানে একটি স্বরধ্বনির আগমন ঘটলে যুক্তব্যঞ্জন ভেঙে যায়। এই ঘটনাকে স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্যস্বরাগম বলে। স্বরভক্তি কথার অর্থ কী, এই নিয়ে অনেকের‌ই ধারণা স্পষ্ট নয়। স্বরভক্তি কথাটির ব্যুৎপত্তি হল স্বর+√ভজ্+ক্তি। এই √ভজ্ ধাতুর অর্থ ভাগ করা। আর 'ভক্তি' কথার অর্থ সেই ভাগ করার কাজটি। স্বরভক্তিতে স্বরের দ্বারা যুক্তব্যঞ্জনের 'ভক্তি', অর্থাৎ বিভাজন ঘটে, তাই একে স্বরভক্তি বলে।  এই গেলো স্বরভক্তির কথা। এখন প্রশ্ন হলো, একে বিপ্রকর্ষ বলে কেন? বিপ্রকর্ষ কথার অর্থ কী? বিপ্রকর্ষ কথার অর্থ হলো অপনয়ন বা অপসারণ বা দূরে স্থাপন। স্বরভক্তিতে দুটি ব্যঞ্জনের মধ্যে দূরত্ব সৃষ্টি করা হয় বা একটি ব্যঞ্জনকে অপর ব্যঞ্জনের থেকে দূরে স্থাপন করা হয়, তাই একে বিপ্রকর্ষ বলে। বিপ্রকর্ষ কথার বিপরীত শব্দ হল সন্নিকর্ষ।  স্বরভক্তির উদাহরণ ও বিশ্লেষণ স্বরভক্তির উদাহরণ বাংলা ভাষায় প্রচুর দেখা যায়। যেমন: কর্ম>করম, ধর্ম>ধরম, বর্ষা>বরষা, স্নান>সিনান, ভক্তি>ভকতি, ত্রুপ > তুরুপ প্রভৃতি। এখন আমরা একটি উদাহরণের ধ্বনি-বিশ্লেষ

অভিশ্রুতি কাকে বলে?

অভিশ্রুতির সংজ্ঞা ও ধারণা অপিনিহিতির ফলে এগিয়ে আসা ই বা উ তার পাশাপাশি স্বরধ্বনির সাথে অভ্যন্তরীণ সন্ধিতে মিলিত হয়ে স্বরধ্বনির যে পরিবর্তন ঘটায়, তাকে অভিশ্রুতি বলে।   অন্য ভাবে বলা যায়: অপিনিহিত ই বা উ যখন তার পাশাপাশি স্বরধ্বনিকে প্রভাবিত করে এবং নিজেও তার সঙ্গে মিশে যায়, তখন তাকে অভিশ্রুতি বলে। অভিশ্রুতির উদাহরণ করিয়া > ক‌ইর‌্যা > করে (উচ্চারণ 'কোরে') দেখিয়া > দেইখ্যা > দেখে গাছুয়া > গাউছা > গেছো ভাতুয়া > ভাউতা > ভেতো কন্যা > ক‌ইন্যা > কনে উপরের উদাহরণগুলিতে প্রথমে অপিনিহিতি ও তার পর অভিশ্রুতি দেখানো হয়েছে। এখন আমরা অভিশ্রুতির একটি উদাহরণ বিশ্লেষণ করে দেখবো আসলে এখানে কী ঘটছে। ক‌ইর‌্যা > করে -- এই উদাহরণটিকে ভেঙে দেখবো। ক্ + অ + ই + র্ + য্ + আ > ক্ + অ + র্ + এ এখানে দেখা যাচ্ছে  ১: ক্, অ, র্ ধ্বনি অপরিবর্তিত রয়েছে। ২: য্ ধ্বনি লোপ পেয়েছে। ৩: ই স্বরধ্বনি লুপ্ত হয়েছে এবং আ-এর বদলে এ স্বরধ্বনি এসেছে। এই তৃতীয় ঘটনাটিই আসলে অভিশ্রুতি। অপিনিহিত স্বর ই এবং সন্নিহিত স্বর আ এক ধরনের সন্ধিতে মিলিত হয়ে এ স্বরধ্বনিতে পরিণত হয়

স্বরসঙ্গতি কাকে বলে ও কয় প্রকার

ছবি
 স্বরসঙ্গতির সংজ্ঞা পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বর, পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বর, পারস্পরিক প্রভাবে উভয় স্বর অথবা উভয় স্বরের প্রভাবে মধ্যবর্তী (তৃতীয়) স্বরের পরিবর্তন ঘ'টে স্বরের যে সামঞ্জস্য সাধিত হয়, তাকে স্বরসঙ্গতি বলে। সংজ্ঞাটি কি খুব কঠিন লাগছে? গুলিয়ে যাচ্ছে? গুলিয়ে যাবে না, যদি আমরা সংজ্ঞাটি বুঝে নিই। মুখস্থ করার চেষ্টা করলেই গুলিয়ে যাবে। আপাতত এইটুকু বুঝলেই চলবে যে, স্বরসঙ্গতিতে স্বরের পরিবর্তন ঘটে এবং সেই পরিবর্তনের ফলে স্বরের সামঞ্জস্য সাধিত হয়। এবার আসুন স্বরসঙ্গতির প্রকারভেদ আলোচনা করার সঙ্গে সঙ্গে আমরা সংজ্ঞাটিও ভালো করে বুঝে নেবো। স্বরসঙ্গতি কয় প্রকার স্বরসঙ্গতি চার প্রকার: প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি, অন্যোন্য স্বরসঙ্গতি ও মধ্যগত স্বরসঙ্গতি। প্রগত স্বরসঙ্গতি পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বরের পরিবর্তন ঘটে যে স্বরসঙ্গতি হয়, তাকে প্রগত স্বরসঙ্গতি বলে। যেমন:  কুয়া > কুয়ো। উদাহরণটির একটু ধ্বনি বিশ্লেষণ করে দেখা যাক। ক্+উ+য়্+আ > ক্+উ+য়্+ও।  দেখা যাচ্ছে পূর্ববর্তী উ স্বরটি অপরিবর্তিত রয়েছে, পরবর্তী আ স্বরটি বদলে

অপিনিহিতি কাকে বলে

অপিনিহিতির সংজ্ঞা ও উদাহরণ শব্দমধ্যস্থ ই বা উ-কে তার স্বাভাবিক স্থানের অব্যবহিত পূর্ববর্তী স্থানে উচ্চারণ করার রীতিকে অপিনিহিতি বলে। এই প্রসঙ্গে একটি কথা বলে দেওয়া প্রয়োজন: শব্দের যে কোনো স্থানে অবস্থিত ই বা উ-তে অপিনিহিতি ঘটে না। ই বা উ যখন ব্যঞ্জনের পরে থাকে, তখন‌ই অপিনিহিতি হবার সম্ভাবনা থাকে। অপিনিহিতি কথার অর্থ কী? অপিনিহিতি কথার অর্থ হল পূর্বে স্থাপন। অপিনিহিতিতে ই বা উ স্বরকে পূর্বে স্থাপন করা হয়। বর্ণ বিশ্লেষণের মাধ্যমে আমরা এখন অপিনিহিতির ধারণাটি স্পষ্ট করে বুঝে নেবো। অপিনিহিতির উদাহরণ ব্যাখ্যা আজি>আইজ্ : এটি অপিনিহিতির একটি উদাহরণ। এই উদাহরণটিকে আমরা ভেঙে দেখবো ই স্বরধ্বনি কী ভাবে এক ঘর মাত্র এগিয়ে গেছে। আ+জ্+ই > আ+ই+জ্ বর্ণ বিশ্লেষণের দ্বারা দেখা যাচ্ছে 'ই' স্বরটি এক ঘর এগিয়ে গেছে। অপিনিহিতিতে ই বা উ স্বর এক ঘরের বেশি এগোবে না। আর‌ও কয়েকটি উদাহরণ বিশ্লেষণ করে দেখি। দেখিয়া>দেইখ্যা দ্+এ+খ্+ই+য়্+আ > দ্+এ+ই+খ্+য্+আ (য়=য) উপরের উদাহরণে ই স্বরটি প্রথমে খ-এর পরে ছিলো, অপিনিহিতির ফলে খ চলে গেছে ই-র পর, ই এক ঘর এগিয়ে গেছে। অপিনিহিতির একটি বিশেষ

বাংলা নেট পরীক্ষার প্রস্তুতি ও সিলেবাস | Bengali NET SET Preparation

বাংলা NET/JRF প্রস্তুতির পরামর্শ লিখছেন মানস নিয়োগী (NET JRF 2020) NET/SET বিষয়ে জানতে ও মক টেস্ট দিতে মানসকে   YouTube-এ সাবস্ক্রাইব করুন ।  NET/JRF পাবার জন্য কীভাবে পড়বো? এই প্রশ্নটাই বেশিরভাগ জন করছেন বলে বিস্তারিত পোস্টের মাধ্যেমে জানানোর কথা ভাবলাম ৷ সবাইকে আলাদা আলাদা ভাবে না বলে এখানে বলাই সুবিধাজনক ৷  কেউ কেউ জানতে চাইছেন সহজে কীভাবে নেট বা জেআরএফ পাওয়া যায়। তাঁদের জন্য বলব, এর কোনো সহজ পন্থা নেই ৷ পরিশ্রমই শেষ কথা ৷ বহুদিন ধরে লাগাতার মনযোগের সাথে পরিশ্রম করছে কিন্তু নেট বা জেআরএফ পায়নি এমন মানুষ খুব একটা দেখিনি ৷ আমি আমার জার্নিতে যে বিষয়গুলো শিখেছি সেগুলোই এখানে আপনাদের কাছে তুলে ধরছি ৷  জেনারেল পেপার ১) সর্বপ্রথম জেনারেল পেপার নিয়ে বলি ৷ জেনারেল পেপারই হল JRF-এর  আসল ডিসাইডার ৷ আমাদের বাংলার  নেট পড়ুয়াদের কাছে জেনারেল পেপার একটা খুব জটিল বিষয় বলে মনে হয় ৷ যার একমাত্র কারণ ভাষা ৷ এবারেও অনেকে এমন আছেন যাঁদের সাবজেক্টে স্কোর ভালো হলেও জেনারেল পেপারে কমে যাওয়ার দরুন NET বা JRF হয়নি ৷ তাই জেনারেল পেপার অবশ্যই পড়তে হবে ৷  নেট জেনারেল পেপারের ব‌ই জেনারেল পেপার পড়

ব্যাকরণের PDF

বাংলা ব্যাকরণের ব‌ই ও প্রশ্নোত্তরের PDF এই পোস্টে থাকবে বিভিন্ন ধরনের পিডিএফ, যা SLST বাংলা বিষয়ের পরীক্ষার্থীদের কাজে লাগবে। আমার নিজের SLST ব্যাচের যে সব মক টেস্ট আগে নিয়েছি তার প্রশ্নোত্তর যেমন থাকবে, তেমনি থাকবে ব্যাকরণের হারিয়ে যাওয়া কিছু ভালো ব‌ইয়ের সংগ্রহ। আমার কাছে যত প্রয়োজনীয় পিডিএফ আছে, সব‌ই এই পোস্টে ধীরে ধীরে শেয়ার করবো। এ ছাড়া বিভিন্ন সময়ে আমার হাতে ভালো পিডিএফ এলে আমি এখানে তা শেয়ার করবো। পরবর্তী সময়ে আর‌ও নতুন পিডিএফ তৈরি করলে সেগুলিও এখানে পাওয়া যাবে।  উপরে টাইটেলের ডানদিকে অবস্থিত শেয়ার বাটনটি প্রেস করে সবাইকে এই পোস্টটি শেয়ার করুন। ডাউনলোড করা পিডিএফ শেয়ার করার পরিবর্তে পোস্টের লিংক শেয়ার করুন। সবাই নিজের প্রয়োজনীয় অংশটি নিজেই ডাউনলোড করে নেবে। Click on the links below to download. বাংলা ব্যাকরণ ও রচনা শিক্ষা (ব‌ই)   এই ব‌ইটি অনেক পুরোনো একটি ব‌ই। এখানে ব্যাকরণের বহু জটিল বিষয় ভালো করে আলোচনা করা আছে। বিশেষত প্রত্যয়ের আলোচনা খুব‌ই বিস্তারিত।   SLST Bengali Mock Question and Answer 2   আমার তৈরি করা প্রশ্ন ও উত্তরের সেট। এতে ৫০ট

সন্ধি বিচ্ছেদ | সন্ধি বিচ্ছেদের তালিকা

সন্ধি বিচ্ছেদ: উদাহরণ ইতিপূর্বে আমরা স্বরসন্ধি ,  ব্যঞ্জনসন্ধি ও  বিসর্গসন্ধির      বিস্তারিত আলোচনা পৃথক ভাবে করেছি। এই তিনটি অধ্যায়ে সূত্রের পাশাপাশি কিছু উদাহরণ‌ও দেওয়া হয়েছে।  কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার্থী ও ছাত্রছাত্রীদের প্রয়োজনের কথা মাথায় রেখে এই পোস্টে আলাদা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সন্ধিবিচ্ছেদের উদাহরণ একত্রিত করে প্রকাশ করা হলো। এখানে সন্ধিববদ্ধ শব্দগুলি বর্ণানুক্রমে সাজানো হলো, যাতে সহজেই প্রয়োজনীয় সন্ধিবিচ্ছেদটি খুঁজে পাওয়া যায়। এই তালিকায় আপনার প্রয়োজনীয় সন্ধিবিচ্ছেদটি খুঁজে না পেলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, আমি উত্তর দেবো। ADVERTISEMENT সন্ধি বিচ্ছেদের তালিকা অক্ষৌহিণী ----- অক্ষ + ঊহিনী অখিলেশ ------- অখিল + ঈশ অজন্ত ----------- অচ্ + অন্ত অত‌এব --------- অতঃ + এব অদ্যাবধি  ------- অদ্য + অবধি অধমর্ণ ---------- অধম + ঋণ অধ্যাদেশ ------- অধি + আদেশ অন্বয় ------------ অনু + অয় অন্বেষণ --------- অনু + এষণ অবচ্ছেদ -------- অব + ছেদ অবিন্ধন --------- অপ্ + ইন্ধন অবেক্ষণ -------- অব + ঈক্ষণ অব্জ 

বিসর্গ সন্ধির সূত্র ও উদাহরণ | Bisargo sondhi

বিসর্গ সন্ধি কাকে বলে? বিসর্গের সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে বিসর্গ সন্ধি বলে। যেমন: মনঃ + কামনা = মনস্কামনা ( বিসর্গ + ব্যঞ্জন) প্রাতঃ + আশ = প্রাতরাশ ( বিসর্গ + স্বর ) বিসর্গ সন্ধিতে বিসর্গের পূর্ববর্তী স্বরধ্বনিটিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  বিসর্গ আসলে কী ? বিসর্গ একটি ব‍্যঞ্জন। এটি একটি আশ্রয়স্থানভাগী ব্যঞ্জন। অর্থাৎ, এই ব‍্যঞ্জন‌টি পূর্ববর্তী স্বরের আশ্রয় ছাড়া উচ্চারিত হতে পারে না। যেমন: অঃ, আঃ, ইঃ, উঃ ইত্যাদি। বিসর্গের উচ্চারণ অনেকটা হ্-এর মতো। সংস্কৃত ভাষায় র্ এবং স্ ধ্বনিদুটি অনেক সময় বিসর্গে পরিণত হয়। এই কারণে বিসর্গ দুই প্রকার: র-জাত বিসর্গ ও স-জাত বিসর্গ। উদাহরণ-স্বরূপ বলা যায়, মনঃ শব্দের বিসর্গটি স-জাত। কারণ সংস্কৃতে 'মনস্' শব্দের 'স্'-টি বিসর্গে রূপান্তরিত হয়েছে। আবার দুঃ উপসর্গের বিসর্গ‌টি এসেছে 'দুর্' উপসর্গ থেকে। তাই এটি র-জাত বিসর্গ। র-জাত ও স-জাত বিসর্গের ধর্ম অনেকাংশেই আলাদা। তাই সন্ধিতেও এই দুই প্রকার বিসর্গ আলাদা ভূমিকা পালন করে। ADVERTISEMENT সন্ধিতে বিসর্গের পরিবর্তন বা রূপান্তর সন্ধিতে যু