অপিনিহিতি কাকে বলে

অপিনিহিতির সংজ্ঞা ও উদাহরণ

শব্দমধ্যস্থ ই বা উ-কে তার স্বাভাবিক স্থানের অব্যবহিত পূর্ববর্তী স্থানে উচ্চারণ করার রীতিকে অপিনিহিতি বলে।

এই প্রসঙ্গে একটি কথা বলে দেওয়া প্রয়োজন: শব্দের যে কোনো স্থানে অবস্থিত ই বা উ-তে অপিনিহিতি ঘটে না। ই বা উ যখন ব্যঞ্জনের পরে থাকে, তখন‌ই অপিনিহিতি হবার সম্ভাবনা থাকে।

অপিনিহিতি কথার অর্থ কী?

অপিনিহিতি কথার অর্থ হল পূর্বে স্থাপন। অপিনিহিতিতে ই বা উ স্বরকে পূর্বে স্থাপন করা হয়। বর্ণ বিশ্লেষণের মাধ্যমে আমরা এখন অপিনিহিতির ধারণাটি স্পষ্ট করে বুঝে নেবো।

অপিনিহিতির উদাহরণ ব্যাখ্যা

আজি>আইজ্ : এটি অপিনিহিতির একটি উদাহরণ। এই উদাহরণটিকে আমরা ভেঙে দেখবো ই স্বরধ্বনি কী ভাবে এক ঘর মাত্র এগিয়ে গেছে।

আ+জ্+ই > আ+ই+জ্

বর্ণ বিশ্লেষণের দ্বারা দেখা যাচ্ছে 'ই' স্বরটি এক ঘর এগিয়ে গেছে। অপিনিহিতিতে ই বা উ স্বর এক ঘরের বেশি এগোবে না। আর‌ও কয়েকটি উদাহরণ বিশ্লেষণ করে দেখি।

দেখিয়া>দেইখ্যা

দ্+এ+খ্+ই+য়্+আ > দ্+এ+ই+খ্+য্+আ (য়=য)

উপরের উদাহরণে ই স্বরটি প্রথমে খ-এর পরে ছিলো, অপিনিহিতির ফলে খ চলে গেছে ই-র পর, ই এক ঘর এগিয়ে গেছে।

অপিনিহিতির একটি বিশেষ ধরন

যজ্ঞ>য‌ইগ্গ
বাক্য>বাইক্ক
লক্ষ>ল‌ইক্ষ

ভাষাতাত্ত্বিক ডঃ রামেশ্বর শ' এই উদাহরণগুলিকে অপিনিহিতি বলেছেন। এই উদাহরণগুলি অপিনিহিতির‌ই উদাহরণ, স্বরাগম নয়। প্রশ্ন আসতে পারে, এখানে ই তো আগে থেকে ছিলো না। তাহলে অপিনিহিতি কী করে হবে? এর উত্তর হলো: যজ্ঞ, বাক্য, লক্ষ প্রভৃতি শব্দের জ্ঞ, ক্য, ক্ষ যুক্তব্যঞ্জনগুলির প্রকৃত উচ্চারণে একটি নিহিত ই থাকে। মান্য চলিতের উচ্চারণে ওই নিহিত ই খুঁজে পাওয়া যাবে না। জ্ঞ এর প্রকৃত উচ্চারণ 'গিঁয়', ক্ষ এর প্রকৃত উচ্চারণ 'ক্ষিয়' ও য-ফলার প্রকৃত উচ্চারণ 'ইয়'। এইবার আশা করি বোঝা যাচ্ছে কোন ই-র অপিনিহিতি হচ্ছে।

অপিনিহিতি কোন উপভাষার বৈশিষ্ট্য?

অপিনিহিতি মূলত বঙ্গালী উপভাষার বৈশিষ্ট্য। তবে ঝাড়খণ্ডী উপভাষাতেও অপিনিহিতির প্রচুর উদাহরণ পাওয়া যায়। ঝাড়খণ্ডীর অপিনিহিতিতে এগিয়ে আসা ই বা উ-র উচ্চারণ একটু ক্ষীণ হয়ে যায়। বঙ্গালীতে তা হয় না।

অপিনিহিতির উদাহরণ

কালি > কাইল
আজি > আইজ
বলিবেক > ব‌ইলবেক (ঝাড়খণ্ডী)
শুনিয়াছি > শুইন্যেছি (ঝাড়খণ্ডী)
করিয়াছ > ক‌ইর‌্যাছ (বঙ্গালী)
সাধু > সাউধ
মধু > ম‌উধ
রাঁধিয়া > রাইন্ধ্যা
বসিয়া > ব‌ইস্যা

অপিনিহিতি বিষয়ে বা ব্যাকরণের যে কোনো বিষয়ে কোনো সমস্যা থাকলে আমার ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেবো। ইউটিউবে আমার ব্যাকরণের ক্লাস করার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন আমার নাম অনন্য পাঠক (Ananya Pathak)।

আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন ও ব্যাকরণের যে কোনো সমস্যার সমাধান জেনে নিন।
আর‌ও পড়ুন

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

তির্যক বিভক্তি কাকে বলে

লোকনিরুক্তি কাকে বলে

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য

শব্দ ও পদের পার্থক্য | শব্দ ও পদ

অভিশ্রুতি কাকে বলে?

বিভাজ্য ধ্বনি কাকে বলে | অবিভাজ্য ধ্বনি কাকে বলে