কি ও কী-এর পার্থক্য | কি ও কী এর ব্যবহার | কী এবং কি এর মধ্যে পার্থক্য

 কী এবং কি-এর পার্থক্য কোথায়?


'কি' নাকি 'কী'? বানান লিখতে গিয়ে এই জায়গায় এসে অনেক সময়‌ই হোঁচট খেতে হয়। কোথায় 'কী' লিখবো আর কোথায় 'কি' লিখবো, আসুন,  জেনে নিই সহজ ভাষায়।




প্রথমেই যে কথাটি বলে দেওয়া দরকার, তা হল 'কী' ও 'কি' দুটি সম্পূর্ণ আলাদা শব্দ এবং একটির জায়গায় অন্যটি ব্যবহার করা মারাত্মক ভুল। এই দুটি শব্দের পার্থক্য বোঝার সবচেয়ে সহজ উপায় হল, এই দুটিই প্রশ্নবাচক শব্দ এবং সমস্ত প্রশ্নের‌ই একটি উত্তর থাকে। ওই উত্তরই বলে দেবে কোন বানানটি ঠিক।

প্রশ্নের উত্তর যদি 'হ্যাঁ' বা 'না' হয়, তাহলে 'কি' হবে।

যেমন: তুমি কি পড়ছো? উঃ- হ্যাঁ/না

প্রশ্নের উত্তর যদি অন্য কিছু হয়, অর্থাৎ অন্য কোনো শব্দের দ্বারা দিতে হয়, তাহলে 'কী' বানান হবে। 

যেমন: তুমি কী পড়ছো? উঃ- বাংলা ব্যাকরণ।

এইটুকু শিখলেই মোটামুটি ভাবে কাজ চলে যাবে, কিন্তু বিষয়টি আর একটু বিশদে জেনে নেওয়া দরকার আছে। 

'কি' ও 'কী'-এর পদ-পরিচয়

কি

'কি' পদটি একটি অব্যয় পদ। এটি একটি প্রশ্নবাচক অব্যয়। এটি অনেক সময় সংশয়সূচক অব্যয় হিসেবেও ব্যবহৃত হয়। 

'কি'-এর ব্যবহার

প্রশ্নসূচক অব্যয় হিসেবে: 

তুমি কি যাবে? সে কি আজ আসবে? তোমরা কি এখন পড়াশোনা করবে না?

সংশয়-সূচক অব্যয় হিসেবে:

সে কি আর কখনও ফিরবে! ওইটুকু ছেলে কি একা একা এতটা পথ যেতে পারবে!

অবজ্ঞার ভাব বোঝাতে অব্যয় হিসেবে:

সাধে কি তোকে গাধা বলি! জানলে কি আর বলতাম না!

কী

'কী' পদটি  একটি সর্বনাম পদ। এটি একটি প্রশ্নসূচক সর্বনাম। তবে বিস্ময়বোধক অব্যয় হিসেবেও এর ব্যবহার আছে।

প্রশ্নবোধক সর্বনাম হিসেবে:

তুমি কী খেয়েছো? (উঃ- ভাত বা অন্য কিছু)

আমার জন্য কী এনেছো? 

বিস্ময়সূচক অব্যয় হিসেবে:

কী ভয়ানক দৃশ্য!

কী! তুমি এই কাজ করতে পারলে?

বাক্যে কী-র ব্যবহার কখন হয়?

প্রশ্নের উত্তর যখন হ্যাঁ বা না-তে দেওয়া যায় না, অন্য কোনো শব্দ বা বাক্যে উত্তর দিতে হয়, তখন 'কী' ব্যবহার করতে হয়।
যেমন: তুমি কী খেলে? উত্তর: ভাত।
তুমি কী পড়ছ? উত্তর: ইতিহাস।

এছাড়াও আরও কয়েকটি নিয়ম: 

  • নাকি, ব‌ইকি প্রভৃতি যৌগিক শব্দগুলিতে 'কি' লিখতে হয়। 
  • বিকল্প বোঝাতে 'কি' লিখতে হয়। যেমন: আজ কি কাল, একদিন যেতেই হবে। 
  • বিকল্পে পর পর দু বার প্রয়োগে 'কী' লিখতে হবে। যেমন: "কী রাম, কী শ্যাম, দুজনেই সমান শয়তান।"
  • আলঙ্কারিক অব্যয় হিসেবে 'কী' লিখতে হয়। যেমন: সত্যি বলতে কী, তোমাকে আমি বিশ্বাস করি না।
  • আবেগ প্রকাশে টেনে উচ্চারণ করার কারণে 'কী' লেখাই নিয়ম। যেমন: কী, এতবড় সাহস!


আর‌ও পড়ুন

প্রকৃতি-প্রত্যয় বিস্তারিত

বর্ণবিশ্লেষণ করার নিয়ম

দল বিশ্লেষণ করার নিয়ম

বাক্য

বাচ্য

ব্যাকরণের সেরা ব‌ইয়ের ঠিকানা

সূচিপত্র

মন্তব্যসমূহ

সম্রাট বলেছেন…
ধন্যবাদ স্যার। বুঝতে পারলাম।
Unknown বলেছেন…
ধন্যবাদ স্যার

আর‌ও পড়ে দেখুন

তির্যক বিভক্তি কাকে বলে

লোকনিরুক্তি কাকে বলে

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

অপিনিহিতি কাকে বলে

অভিশ্রুতি কাকে বলে?

নিরপেক্ষ কর্তা কাকে বলে

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য

বিভাজ্য ধ্বনি কাকে বলে | অবিভাজ্য ধ্বনি কাকে বলে