ধ্বনি পরিবর্তনের উদাহরণ | Dhoni poriborton examples in Bengali

 ধ্বনি পরিবর্তনের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ


স্বরসঙ্গতির উদাহরণ

দেশি > দিশি, কুয়া > কুয়ো, বিলাতি > বিলিতি, উনান > উনুন, রামু > রেমো, গিলে > গেলে, শুন > শোনো, গফুর > গোফুর, অতি > ওতি। 

অপিনিহিতির উদাহরণ

করিয়া > ক‌ইর‌্যা, দেখিয়া > দেইখ্যা, আজি > আইজ, কালি > কাইল, সাধু > সাউধ।

অভিশ্রুতির উদাহরণ

দেইখ্যা > দেখে, ক‌ইর‌্যা > করে, ঘুরিয়া > ঘুইর‌্যা > ঘুরে। 

স্বরভক্তি বা বিপ্রকর্ষের উদাহরণ 

ভক্তি > ভকতি, স্নান > সিনান, গ্লাস > গেলাস, শ্রী > ছিরি, জখ্‌ম্ > জখম, গর্জে > গরজে,  কর্ম > করম, হর্ষ > হরিষ, মুল্ক > মুলুক, শুক্রবার > শুক্কুরবার, ভদ্র > ভদ্দর, মিত্র > মিত্তির, চিত্র > চিত্তির, পুত্র > পুত্তুর (শেষ ৫টি উদাহরণকে অনেকেই সমীভবন বলে ভুল করে থাকেন। এগুলি সমীভবন নয়, স্বরভক্তি।)



সমমুখ ধ্বনি পরিবর্তনের উদাহরণ

ভণ্ড > ভাঁড় এবং ভাণ্ড > ভাঁড়
পততি > পড়ে এবং পঠতি > পড়ে
সহি > স‌ই এবং সখী > স‌ই

বর্ণ বিপর্যয়ের উদাহরণ

রিক্সা > রিস্কা, পিচাশ > পিশাচ, জানালা > জালানা, বাক্স > বাস্ক

স্পুনারিজমের উদাহরণ

এক কাপ চা > এক চাপ কা
আমার ব‌ই কোথায় > আমার ক‌ই বোথায়
জশুরে ক‌ই > কশুরে জ‌ই

বিমুখ ধ্বনি পরিবর্তনের উদাহরণ

ভণ্ড > ভাণ ; ভণ্ড > ভাঁড়

নাসিক্যীভবনের উদাহরণ

চন্দ্র > চন্দ > চাঁদ
ছন্দ > ছাঁদ
কণ্টক > কাঁটা
পংক্তি > পাঁতি

স্বতোনাসিক্যীভবনের উদাহরণ

হাসি > হাঁসি
পুথি > পুঁথি
চা > চাঁ










মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

তির্যক বিভক্তি কাকে বলে

লোকনিরুক্তি কাকে বলে

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য

অপিনিহিতি কাকে বলে

শব্দ ও পদের পার্থক্য | শব্দ ও পদ

অভিশ্রুতি কাকে বলে?

বিভাজ্য ধ্বনি কাকে বলে | অবিভাজ্য ধ্বনি কাকে বলে