দ্বিস্বর ধ্বনি কাকে বলে

 দ্বিস্বর

দ্বিস্বর কথাটির আক্ষরিক অর্থ হল 'দ্বি স্বরের সমাহার'। আমরা জানি ভাষায় দুই প্রকার ধ্বনি (বিভাজ্য ধ্বনি) থাকে -- স্বর ও ব্যঞ্জন। স্বরগুলি একে অন্যের সাথে যুক্ত হয়ে নতুন স্বর গঠন করতে পারে। এইভাবে একাধিক স্বরের মিলনে গঠিত স্বরকে যৌগিক স্বর বলে। তবে মনে রাখতে হবে সমস্ত যৌগিক স্বর‌ই দ্বিস্বর নয়। দুটি স্বরের যোগে গঠিত যৌগিক স্বরকে দ্বিস্বর ধ্বনি বলে। দ্বিস্বর ধ্বনির উদাহরণ ও এর সম্পর্কে আরও কিছু কথা নিচে বলা হলো।



দ্বিস্বর ধ্বনির উদাহরণ

বাংলা বর্ণমালায় দুটি দ্বিস্বরকে স্থান দেওয়া হয়েছে: ঐ, ঔ। এই দুটি ছাড়াও আরও অনেক দ্বিস্বর ধ্বনি আমাদের ভাষায় ব্যবহৃত হয়। কিন্তু তাদের জন্য আলাদা বর্ণ নেই। যে দুটি স্বরের যোগে তারা গঠিত হয়, সেই দুটি স্বরকে পাশাপাশি লিখে তাদের বোঝানো হয়। যেমন: এই, আই, উই, আই, আউ ইত্যাদি। সুনীতিকুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষায় এমন ২৫টি যৌগিক স্বরের ব্যবহার লক্ষ করেছেন। প্রসঙ্গত বলে রাখা ভালো 'খাই', 'তুই', 'সেই' প্রভৃতি শব্দে যে দুটি স্বর আছে, তারাও আদতে যৌগিক স্বর হিসেবেই আছে। অর্থাৎ আমরা বলতেই পারি খাই = খ্ + আই। তবে বর্ণ বিশ্লেষণ করার সময় খাই = খ্ + আ + ই লেখাই ভালো।

দ্বিস্বর ধ্বনির উদাহরণ


দ্বিস্বর ছাড়া অন্যান্য যৌগিক স্বর

বাংলা ভাষায় দ্বিস্বর ছাড়া আরও যৌগিক স্বর আছে। যেমন: তিনটি স্বরের যোগে গঠিত ত্রিস্বর, চারটি স্বরের গঠিত চতুঃস্বর, পাঁচটি স্বরের যোগে গঠিত পঞ্চস্বর। স্বরধ্বনির আলোচনাতে এই ধরনের যৌগিক স্বরের উদাহরণ দিয়েছি। 

SLST Bengali Preparation Guide এর জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন।

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

সাধু ও চলিত ভাষার ৭টি বৈশিষ্ট্য ও রূপান্তর | Sadhu o cholit bhasha

অপিনিহিতি কাকে বলে

সূচিপত্র | Bengali Grammar

তৎসম শব্দ কাকে বলে | তৎসম শব্দের তালিকা

১০০+ সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ | সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের তালিকা | Samochcharito Vinnarthok shabdo

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য

তদ্ভব শব্দ কাকে বলে | তদ্ভব শব্দের তালিকা