পদ পরিবর্তন | ২৫০+ নির্ভুল পদান্তর

পদ পরিবর্তন | Pad paribartan


শব্দ ও পদ অধ‍্যায়ে আমরা জেনেছি পদ কী । আমরা জানি, বাক‍্যে ব‍্যবহৃত শব্দ বা ধাতুকে পদ বলে। কিন্তু প্রথাগত ভাবে আমরা একটিমাত্র শব্দের‌ই পদ পরিবর্তন করে এসেছি ছোটোবেলা থেকে। আমরা কি তবে ভুল করেছি? না, আমরা ভুল করিনি।  এমনিতে ব্যাকরণের নিয়মে বাক‍্যের মধ‍্যে ব‍্যবহৃত না হ‌ওয়া পর্যন্ত কোনো শব্দের পদ-পরিচয় স্পষ্ট হয় না। অর্থাৎ সেটি বিশেষ‍্য হবে না বিশেষণ হবে, তা নিশ্চিত জানা যায় না। কিন্তু তা না গেলেও প্রতিটি শব্দের‌ই একটা মোটামুটি পদপরিচয় আছে। যেমন: জল, মাটি, মানুষ, মন, সুখ, জন্ম, বায়ু প্রভৃতি পদগুলি সাধারণত বিশেষ‍্য রূপেই কাজ করে এবং জলীয়, মেটে, মানুষিক, মানসিক, সুখী প্রভৃতি পদগুলি বিশেষণ রূপে ব্যবহৃত হয়।তাই আমরা সাধারণ ভাবে যে পদান্তর করি, তা সমধিক পরিচিত অর্থের ভিত্তিতে করি।
পদ পরিবর্তন বলতে বিশেষ্য শব্দের বিশেষণ রূপ এবং বিশেষণ শব্দের বিশেষ্য রূপ গড়ে তোলা বোঝায়।

পদান্তর ও বর্গান্তরের পার্থক্য  

প্রসঙ্গত একটি কথা বলে রাখি: একটি বিশেষ্য পদ যখন বিশেষণ রূপে বা বিশেষণ পদ বিশেষ্য রূপে ব্যবহৃত হয়, তখন তাকে বর্গান্তর বলে। যে কোনো পদ তার স্বাভাবিক প্রয়োগের বাইরে অন্য পদ রূপে ব্যবহৃত হলেই তাকে বর্গান্তর বলতে পারি। যেমন: "তুমি লোকের ভালো দেখতে পারো না।" এখানে 'ভালো' পদটি বিশেষণ হয়েও বিশেষ্য রূপে ব্যবহৃত হয়েছে। মনে রাখতে হবে পদান্তর ও বর্গান্তর সম্পূর্ণ আলাদা জিনিস। বর্গান্তরে একটি শব্দ‌ই ভিন্ন পদ রূপে ব্যবহৃত হয়, পদান্তরে পদটিকে বিশেষ্য থেকে বিশেষণ বা বিশেষণ থেকে বিশেষ্যে রূপান্তরিত করা হয়। বর্গান্তরে শুধুমাত্র প্রয়োগ বদলায়, পদান্তরে পদটিই বদলে যায়।


পদ পরিবর্তন কাকে বলে/পদান্তর কাকে বলে

 সমধিক প্রচলিত অর্থের ভিত্তিতে একটি শব্দকে বিশেষ‍্য রূপ থেকে বিশেষণ রূপে এবং বিশেষণ থেকে বিশেষ‍্য রূপে পরিবর্তিত করাকে পদ পরিবর্তন বা পদান্তর বলে। 
এই ব‍্যাপারটিকে কেউ পদান্তর না বলে 'শব্দান্তর' বললেও আপত্তি করার কিছু নেই।

পদ পরিবর্তনের নিয়ম

পদ পরিবর্তনের বেশ কয়েকটি নিয়ম আছে। আসুন দেখে নিই কোন কোন প্রত্যয় যোগ করে বিশেষ্য থেকে বিশেষণ এবং বিশেষণ থেকে বিশেষ্যে পদ পরিবর্তন করা যায়। যেমন: 
  1. বিশেষণের সঙ্গে ত্ব/তা যোগ করলে বিশেষ্য পাওয়া যায়। যেমন: সৎ > সততা, ঘন > ঘনত্ব।
  2. অন প্রত্যয়যুক্ত বিশেষ্যে অন প্রত্যয়ের বদলে ত(ক্ত) /ইত প্রত্যয় যোগ করলে বিশেষণ পদ পাওয়া যায়। যেমন: গমন > গত, গ্রহণ > গৃহীত।
  3. কিছু বিশেষ্যের সাথে উয়া প্রত্যয় যোগ করলে বিশেষণ পদ পাওয়া যায়। গাছ+উয়া = গাছুয়া>গেছো।
  4. ষ্ণ্য প্রত্যয় যোগে বিশেষণ থেকে বিশেষ্য পদ পাওয়া যায়। যেমন: অধিক+ষ্ণ্য = আধিক্য।
  5. ষ্ণিক/ইক প্রত্যয় যোগ করে বিশেষ্য থেকে বিশেষণ পাওয়া যায়। যেমন: দর্শন+ষ্ণিক(ইক) = দার্শনিক। এক্ষেত্রে প্রথম স্বরটির বৃদ্ধি হয়। যেমন: উপনিবেশ>ঔপনিবেশিক, নিমিত্ত>নৈমিত্তিক। উ>ঔ এবং ই>ঐ হয়েছে।
  6. বিশেষ্যের শেষে 'অন' প্রত্যয় থাকলে 'অন'-এর বদলে 'অনীয়' দিলে বিশেষণ হয়। যেমন: গ্রহণ>গ্রহণীয়, বর্জন>বর্জনীয়।
  7. অন প্রত্যয়ের পরিবর্তে তব্য বা য (ণ্যৎ, যৎ, ক্যপ্) প্রত্যয় দিলেও বিশেষ্য থেকে বিশেষণ হয়। তবে এই শব্দগুলির মধ্যে কয়েকটি শব্দ বিশেষ্য রূপেও ব্যবহৃত হয়। যেমন কর্তব্য, বাক্য, বাচ্য প্রভৃতি শব্দ মূলগত ভাবে বিশেষণ হলেও বর্তমানে বিশেষ্য অর্থে ব্যবহার করা হয়। 
  8. তদ্ভব ও দেশি শব্দে উয়া প্রত্যয় যোগ করে বিশেষণ পাওয়া যায়। তবে উয়া প্রত্যয়টি মান্য চলিত ভাষায় অভিশ্রুতির ফলে নতুন রূপ লাভ করে। যেমন: মাঠ+উয়া=মাঠুয়া>মেঠো, ঘাট+উয়া=ঘাটুয়া>ঘেটো।
  9. √ধা ধাতু থেকে সৃষ্ট বিশেষ্য থেকে বিশেষণ পদ তৈরি করা হলে ধ ব্যঞ্জনটি হ-তে পরিণত হয়। যেমন: বিধান>বিহিত, আধান>আহিত।
  10. ষ্ণ্য প্রত্যয় যোগে বিশেষণ থেকে বিশেষ্যে রূপান্তরিত করা যায়। যেমন: সুজন+ষ্ণ্য = সৌজন্য। এই ক্ষেত্রেও স্বরের বৃদ্ধি হয়।
  11. বিশেষ্যের সাথে উক প্রত্যয় যোগে বাংলায় অনেক সময় বিশেষণ পদ পাওয়া যায়। যেমন: ভাব -- ভাবুক, মিথ্যে -- মিথ্যুক।


পদ পরিবর্তনের উদাহরণ (২৫০+)

আমরা এখানে বেশ কিছু পদান্তরের উদাহরণ তুলে ধরলাম। পদ পরিবর্তনের উদাহরণগুলি বর্ণানুক্রমে সাজানো হয়েছে। এতে পাঠকদের পক্ষে প্রয়োজনীয় পদান্তরটি খুঁজে নিতে সুবিধা হবে। নিত্য নতুন উদাহরণ যুক্ত করার মধ্য দিয়ে এই পোস্টকে সমৃদ্ধ করে চলেছি, যাতে আপনাদের প্রয়োজন সিদ্ধ হয়।

তালিকায় কয়েকটি বিশেষণ পদকে ব্র্যাকেটের ভিতর প্রয়োগ করে দেখিয়ে দেওয়া হয়েছে। যেমন: মেছো গন্ধ। এ থেকে সহজেই বোঝা যাচ্ছে 'মেছো' পদটি বিশেষণ। এ ছাড়া এই তালিকা থেকে কোনো একটি পদ বিশেষ্য না বিশেষণ, তা জানা যাবে। তালিকার বাঁ দিকে বিশেষ্য ও ডাইনে বিশেষণ পদ আছে। তাই এই তালিকাকে বিশেষ্য থেকে বিশেষণ উদাহরণ তালিকা হিসেবেও ব্যবহার করা যাবে।

যেখানে পদান্তরের দুটি সঠিক উত্তর পাওয়া যায় সেখানে দুটিই '/' চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে। 

নিচের তালিকার প্রতিটি পদ পরিবর্তন নির্ভুল। ইউটিউবে আমার ব্যাকরণ ক্লাস করার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন আমার নাম অনন্য পাঠক (Ananya Pathak)।

     বিশেষ্য       বিশেষণ
  • অখণ্ডতা ------ অখণ্ড
  • অঙ্গ ------------ আঙ্গিক
  • অধিষ্ঠান ------ অধিষ্ঠিত/অধিষ্ঠাত্রী
  • অধ্যয়ন -------- অধীত
  • অনুগমন ------- অনুগত
  • অনুরোধ ------  অনুরুদ্ধ  
  • অনুসরণ ------- অনুসৃত
  • অবগুণ্ঠন ----- অবগুণ্ঠিত
  • অবধারণা ----- অবধারিত  
  • অবসান -------- অবসিত
  • অবিনাশ ------- অবিনশ্বর
  • অভিধা --------- অভিহিত
  • অভিধান ------- আভিধানিক
  • অভেদ ---------- অভিন্ন
  • অরুণিমা ------  অরুণ
  • অশ্রু ------------ সাশ্রু
  • আকাশ -------  আকাশি
  • আকৃতি ------- আকৃত  
  • আক্রমণ ------ আক্রান্ত
  • আঘাত -------- আহত 
  • আতিশয্য ----- অতিশয়
  • আদেশ -------- আদিষ্ট  
  • আধান --------- আহিত  
  • আধিক্য ------- অধিক
  • আধিপত্য ----- অধিপতি
  • আনন্দ --------  আনন্দিত
  • আনুকূল্য ------ অনুকূল
  • আবরণ -------- আবৃত  
  • আরম্ভ ---------- আরব্ধ
  • আরোহণ ------ আরূঢ়
  • আলস্য -------- অলস
  • আলো --------- আলোকিত
  • আশ্রম --------- আশ্রমিক
  • আশ্রয় --------- আশ্রিত
  • আশ্বাস -------- আশ্বস্ত
  • আসন ---------- আসীন
  • আহার  -------  আহার্য (অর্থ: আহারের যোগ্য)
  • আহ্বান ------- আহুত  
  • ইক্ষু ----------- ঐক্ষব (অর্থাৎ ইক্ষু-জাত)
  • ইতর -------- ঐতরেয়(ইতর বিণ. হলে বি. ইতরতা)
  • ইন্দ্র ------------ ঐন্দ্র
  • ইন্দ্রজাল ----- ঐন্দ্রজালিক
  • ইন্দ্রিয় --------- ঐন্দ্রিয়
  • ইহ ------------- ঐহিক  
  • উৎকণ্ঠা ------- উৎকণ্ঠিত
  • উৎকর্ষ -------- উৎকৃষ্ট  
  • উত্তর ---------- উত্তুরে
  • উত্তাপ  -------- উত্তপ্ত
  • উদয় ----------- উদিত
  • উদ্ধার --------- উদ্ধৃত
  • উদ্ভাবনা ------ উদ্ভাবিত
  • উপনিষদ ----- ঔপনিষদিক
  • উপস্থিতি ----- উপস্থিত
  • ঋজুতা ------- ঋজু
  • ঋদ্ধি ---------- ঋদ্ধ
  • ঋষি ---------- আর্ষ 
  • একতা ------- এক
  • ওষ্ঠ ----------- ঔষ্ঠ্য
  • ঔচিত্য ------- উচিত
  • ঔদার্য -------- উদার
  • ঔদাস্য ------  উদাস
  • কথা ---------- কথিত
  • কন্যা --------- কানীন
  • কর্ষণ --------- কর্ষিত/কৃষ্ট
  • কল্পনা -------- কল্পিত/কাল্পনিক
  • কাগজ ------- কাগুজে
  • কাজ --------- কেজো
  • কাঠিন্য ------- কঠিন
  • কাতরতা ----- কাতর
  • কাপড় -------- কাপুড়ে
  • কামনা -------- কাম্য
  • কারুণ্য ------- করুণ  
  • কেশ ---------- কৈশিক
  • কোপ --------- কুপিত
  • ক্লান্তি ---------- ক্লান্ত
  • ক্লেদ ----------- ক্লিন্ন
  • ক্লেশ ----------- ক্লিষ্ট 
  • ক্ষণ ------------ ক্ষণিক
  • ক্ষীণতা -------- ক্ষীণ  
  • ক্ষোভ --------- ক্ষুব্ধ
  • গঙ্গা ----------- গাঙ্গেয়
  • গঠন ---------- গঠিত/গাঠনিক
  • গমন ---------- গম‍্য 
  • গাঁ  ------------ গেঁয়ো
  • গাছ ----------- গেছো
  • গান ----------- গেয়
  • গুরুত্ব --------- গুরু  
  • গৃহস্থ ---------- গার্হস্থ্য  
  • গ্যাস ---------- গ্যাসীয়
  • গ্রহণ ---------- গৃহীত
  • গ্রাম ----------- গ্রাম্য
  • গ্রাস ----------- গ্রস্ত
  • ঘনত্ব ----------- ঘন  
  • ঘর ------------- ঘরোয়া  


  • ঘা ------------ ঘেয়ো
  • ঘাট ---------- ঘেটো  
  • ঘাস ---------- ঘেসো
  • ঘৃণা ----------- ঘৃণিত/ঘৃণ্য
  • চমৎকার ----- চমৎকৃত #
  • চমৎকারিত্ব -- চমৎকার (নিচে নোট দেখুন)
  • চিন্তা ---------- চিন্তিত
  • ছন্দ ---------  ছান্দিক
  • ছন্দহীনতা---ছন্দহীন
  • ছেদ  --------- ছিন্ন
  • ছোটত্ব ------- ছোটো  
  • জগৎ  -------- জাগতিক
  • জঙ্গল -------- জংলি
  • জন্ম  --------- জাত
  • জবাব -------- জবাবি  
  • জল --------- জলো/জলীয়
  • জীব --------- জৈব
  • জীবন -------  জৈবনিক
  • ঝড় ---------- ঝড়ো
  • ত‍্যাগ -------- ত‍্যক্ত/ত‍্যাজ‍্য 
  • ত্রাস --------- ত্রস্ত
  • দখল -------- দখলি (যেমন: দখলি স্বত্ব)
  • দম্ভ ---------- দাম্ভিক  
  • দর্শন --------  দৃশ‍্য/ দর্শনীয়  
  • দল   --------  দলীয়
  • দহন --------- দাহ্য
  • দাম ---------  দামি
  • দাঁত ---------- দেঁতো   (দেঁতো হাসি)
  • দিন ----------- দৈনিক
  • দুধ ----------- দুধেল
  • দুর্লঙ্ঘ্যতা ---- দুর্লঙ্ঘ্য
  • দুঃখ ----------- দুঃখিত
  • দূরত্ব --------    দূর
  • দেশ --------    দেশীয়
  • দৈর্ঘ্য --------- দীর্ঘ
  • দোষ --------   দুষ্ট
  • দ্বন্দ্ব ---------- দ্বান্দ্বিক
  • ধীরতা ------- ধীর
  • ধৈর্য ---------- ধীর
  • নগর ---------  নাগরিক  
  • নতুনত্ব ------- নতুন
  • নবীনতা ----- নবীন
  • নাম ---------- নামক
  • নাশ ---------- নশ্বর/নষ্ট
  • নিত্যতা ------- নিত্য
  • নিধন --------- নিহত
  • নিধান -------- নিহিত  
  • নিবিড়তা ---- নিবিড় (নিবিড় কথার অর্থ ঘন)
  • নিমিত্ত ------- নৈমিত্তিক
  • নিয়ম -------- নিয়মিত/নিয়ত  
  • নিরাপত্তা ----- নিরাপদ
  • নির্গমন ------- নির্গত
  • নির্দেশ  ------- নির্দিষ্ট
  • নির্মাণ -------- নির্মিতি  
  • নীলিমা ------- নীল
  • নুন ------------ নোনা
  • নৌ ------------ নাব্য
  • পথ -------  পাথেয় (বর্তমানে বিশেষ্য রূপে প্রচলিত)
  • পরিত্যাগ----- পরিত্যক্ত/পরিত‍্যাজ‍্য  
  • পরিবার ----- পারিবারিক
  • পশু -------- পাশবিক
  • পাহাড় ----- পাহাড়ি
  • পিতা ------- পৈতৃক
  • পৃথিবী ----- পার্থিব
  • প্রণাম ------- প্রণত
  • প্রতিষ্ঠা ----- প্রতিষ্ঠিত
  • প্রত্যাগমন - প্রত্যাগত  
  • প্রদর্শন ------- প্রদর্শিত  
  • প্রবেশ ------- প্রবিষ্ট
  • প্রমাণ ------- প্রামাণ্য
  • প্রলোভন --- প্রলুব্ধ  
  • প্রসিদ্ধি ----- প্রসিদ্ধ 
  • প্রাচুর্য ------- প্রচুর
  • প্রাধান্য ----- প্রধান
  • প্রাবল্য ----- প্রবল 
  • প্রারম্ভ ------ প্রারম্ভিক  
  • ফল --------- ফলিত (ফলিত গণিত)~
  • ফাঁস -------- ফাঁসুড়ে
  • ফুল --------- ফুলেল  
  • বৎস -------- বৎসল
  • বৎসর------- বাৎসরিক
  • বন ---------- বন্য
  • বন্ধু --------  বন্ধুসুলভ (বন্ধুত্ব হবে না। এটিও বিশেষ্য)
  • বড়ত্ব ------- বড়/বড়ো
  • বপন -------  উপ্ত  
  • বর্জন ------- বর্জিত 
  • বর্ণনা ------- বর্ণিত
  • বর্ধন -------- বর্ধিত  
  • বসন্ত  ------- বাসন্তী
  • বস্তু ---------- বাস্তব  
  • বাজার ----- বাজারি
  • বায়ু --------- বায়বীয়
  • বার্ধক্য -------  বৃদ্ধ  
  • বালি ---------  বেলে  
  • বিকার -------- বিকৃত
  • বিকিরণ ----- বিকিরিত
  • বিক্রয়/বিক্রি - বিক্রীত
  • বিঘ্ন ---------  বিঘ্নিত
  • বিচার ------- বিচার্য  
  • বিড়ম্বনা ----- বিড়ম্বিত
  • বিধান ------- বিহিত
  • বিধি  -------- বৈধ **
  • বিনাশ ------ বিনষ্ট
  • বিপদ  ------  বিপন্ন
  • বিভেদ ------ বিভিন্ন
  • বিরাটত্ব ----- বিরাট
  • বিশ্রাম ------- বিশ্রান্ত
  • বিশ্বাস ------- বিশ্বস্ত
  • বিশ্লেষণ ----- বিশ্লিষ্ট
  • বিষাদ -------- বিষণ্ণ
  • বুদ্ধ ----------  বৌদ্ধ 
  • বুদ্ধি   -------- বৌদ্ধিক/বুদ্ধিমান
  • বুদ্ধিমত্তা ---- বুদ্ধিমান
  • বৃহস্পতি ----- বার্হস্পত্য
  • বেদ  ---------- বৈদিক
  • বৈকল্য ------- বিকল
  • বৈশাখ ------- বৈশাখী
  • ব্যয় ----------- ব্যয়িত
  • ব্যাঘাত ------- ব্যাহত
  • ব্যাপ্তি --------- ব্যাপ্ত
  • ব‍্যবধান ------ ব‍্যবহিত  
  • ভক্তি ---------  ভক্ত
  • ভয় ------------ ভয়ানক/ভীত
  • ভাত ---------- ভেতো
  • ভূত ----------- ভৌতিক
  • ভেদ ---------- ভেদ‍্য  
  • ভোর  -------- ভোরাই
  • ভ্রমণ ---------  ভ্রাম্যমাণ
  • মজবুতি ------ মজবুত
  • মত্ততা --------- মত্ত
  • মন ------------  মানসিক
  • মন্ত্র ------------ মন্ত্রপূত
  • মন্দত্ব --------- মন্দ
  • মলিনতা ------ মলিন
  • মহানতা ------- মহান
  • মাছ  ---------- মেছো (মেছো গন্ধ)
  • মাটি ---------- মেটে  
  • মাঠ ----------  মেঠো
  • মাদকতা ----- মাদক
  • মায়া ---------- মায়াবী/মায়িক
  • মালিন্য ------- মলিন
  • মাস ----------- মাসিক
  • মিথ্যে --------- মিথ্যুক
  • মুক্তি ---------- মুক্ত
  • মুখ -----------  মৌখিক
  • মেঘ ----------- মেঘলা   (মেঘলা আকাশ)
  • মোহ ---------- মুগ্ধ
  • যন্ত্র ------------ যান্ত্রিক 
  • যাচনা -------- যাচিত 
  • রক্ত ---------- রক্তিম
  • রচনা --------  রচিত  
  • রাখাল ------- রাখালিয়া
  • রাগ  ---------- রাগত
  • রাজা --------- রাজকীয়
  • রেখা --------- রৈখিক  
  • রোগ ---------- রুগ্ন  
  • লক্ষ(দেখা) - লক্ষিত 
  • লজ্জা ------- লজ্জিত
  • লিখন -------- লিখিত  
  • লেপন -------- লিপ্ত
  • লোক  -------- লৌকিক
  • লোপ ---------  লুপ্ত  
  • লোভ --------- লুব্ধ  
  • লোম --------- লোমশ
  • শক্তি --------- শাক্ত
  • শব্দ ----------- শাব্দিক
  • শরৎ ---------  শারদীয়/শারদীয়া
  • শহর ---------- শহুরে
  • শাস্ত্র ----------  শাস্ত্রীয়
  • শিক্ষা ---------  শিক্ষিত
  • শোধন -------- শুদ্ধ/শোধিত  
  • শোভা --------  শোভিত  
  • শ্যামলিমা ---- শ্যামল  
  • শ্রবণ ----------  শ্রুত  
  • সংখ্যা --------- সাংখ্য  
  • সংঘাত -------  সাংঘাতিক
  • সংযম  -------- সংযত 
  • সংস্থাপন ---- সংস্থাপিত
  • সিন্ধু ----------  সৈন্ধব
  • সঙ্গম ---------- সঙ্গত  
  • সন্নিধান ------ সন্নিহিত
  • সপ্তাহ --------- সাপ্তাহিক
  • সবুজতা ------ সবুজ
  • সময় ---------- সাময়িক
  • সমর ---------- সামরিক
  • সমাধি -------- সমাহিত/সমাধিস্থ
  • সমাস --------- সমস্ত
  • সম্পদ -------- সম্পন্ন 
  • সম্ভাব্যতা ---- সম্ভাব্য
  • সর্বনাশ ------ সর্বনাশা
  • সহজতা ----- সহজ
  • সহন --------- সহ‍্য/ সহনীয়
  • সাঁওতাল --- সাঁওতালি
  • সাদৃশ্য ------ সদৃশ
  • সাধুতা ------  সাধু
  • সুখ ----------  সুখী
  • সুর ----------- সুরেলা
  • সূর্য ---------- সৌর
  • সেচ ---------  সিক্ত**
  • সৌজন্য ----- সুজন
  • সৌন্দর্য ------ সুন্দর
  • সৌষ্ঠব ------- সুষ্ঠু
  • সৌহার্দ্য ----- সুহৃদ
  • স্থিতি --------- স্থির
  • স্নান ---------- স্নাত
  • স্নেহ ---------  স্নিগ্ধ
  • স্বপ্ন ----------- স্বপ্নিল
  • স্বর্গ ----------- স্বর্গীয়
  • স্বর্ণ  ----------  স্বর্ণালি
  • হরণ ----------  হৃত
  • হাট -----------  হাটুরে 
  • হাত ----------  হাতুড়ে #
  • হিংসা -------- হিংসুটে/হিংসাত্মক
  • হৃদয় ---------  হার্দিক


নিচের বক্সে গুগল সার্চ করুন
ইউটিউবে আমার ক্লাস করার জন্য
ইউটিউবে গিয়ে সার্চ করুন আমার নাম
অনন্য পাঠক।

আর‌ও পড়ুন
সব পোস্ট পড়ার জন্য সূচিপত্রে যান।
  
বিকল্প উত্তর
** বৈধতা - বৈধ 
** সিক্ততা - সিক্ত
~ এই ফল মানে ফলাফল, Fruit নয়
# হাতুড়ে ডাক্তার বলতে আসলে বোঝায় যার যন্ত্রপাতি
নেই, হাত দিয়েই চিকিৎসা করে। 
# চমৎকার পদটিকে বিশেষ্য ও বিশেষণ, উভয় পদ রূপেই 
ব্যবহার করা যায়। চমৎকার বিশেষণ হলে পদান্তর হবে
'চমৎকারিত্ব', বিশেষ্য হলে পদান্তর হবে 'চমৎকৃত'।

মন্তব্যসমূহ

Unknown বলেছেন…
ইহ পদ পরিবর্তন
Unknown বলেছেন…
ছোটো এর পদ পরিবর্তন কী হবে?
Unknown বলেছেন…
Bali r pod poriborton ki hbe
Unknown বলেছেন…
বালিয়াড়ী?
Unknown বলেছেন…
ক্ষীণ,মালিন্য,সম্পন্ন,প্রত্যাগত এগুলোর পদ পরিবর্তন কি হবে?
Ananya Pathak বলেছেন…
ক্ষীণতা, মলিন, সম্পদ, প্রত্যাগমন
Unknown বলেছেন…
ব্যাহত ,করুন কী হবে?
Unknown বলেছেন…
ব্যাহত করুন ?
Ananya Pathak বলেছেন…
ব্যাঘাত, কারুণ্য
Subho বলেছেন…
গাল পদ পরিবর্তন কি হবে ?
Unknown বলেছেন…
ভোর পদ পরিবর্তন কী হবে
Unknown বলেছেন…
হরণ,নিয়োগ,মার্জিত,রোধ,নিকট,সিন্ধু, সঙগ্ৰাম,সতী,বৃথা,বৎস,কোপ,‌‌‌‍বিকার,উপস্থিত,ক্ষণ,অর্পণ
Unknown বলেছেন…
আর্দ্র, গৃহ,চরিতার্থ, ক্লেশ,আহার,উত্তাপ,কলঙ্ক,রাজা,ত্রাস,ওনুষঙ্গ,অভিপ্রায়,প্রচুর,বাদল,সিদ্ধ,ছেদন,বর্বর
Ananya Pathak বলেছেন…
হৃত, নিযুক্ত, মার্জন, রুদ্ধ, নৈকট্য, সৈন্ধব, সংগ্রামী, সতীত্ব, ব্যর্থতা, বাৎসল্য, কুপিত, বিকৃত, উপস্থিতি, ক্ষণিক, অর্পিত।
Ananya Pathak বলেছেন…
আর্দ্রতা, ক্লিষ্ট, আহার্য, উত্তপ্ত, কলঙ্কিত, রাজকীয়, ত্রস্ত, আনুষঙ্গিক, অভিপ্রেত, গার্হস্থ্য, চরিতার্থতা, প্রাচুর্য, বাদলা, সিদ্ধি, ছিন্ন, বর্বরতা
Ananya Pathak বলেছেন…
পরাক্রান্ত
Unknown বলেছেন…
বাঁশি বিনয় গ্রাম ঢাকা দরদ
Ananya Pathak বলেছেন…
বিনয়-বিনীত, গ্রাম-গ্রাম্য, ঢাকা-ঢাকাই, দরদ-দরদি, বাঁশি-বাঁশ
Sushmita বলেছেন…
রামায়ণ এর পরিবর্তন কী হবে?
Sayantani Bakshi বলেছেন…
অনুতাপ এর পদ পরিবর্তন
Unknown বলেছেন…
প্রসিদ্ধ, প্রধান, ব্যয়, পরিবার পদান্তর কি হবে
Unknown বলেছেন…
ছন্দ,দিন,সুর,সংকেত,দ্বন্দ্ব,মন্দ,ছন্দহীন,পদ্যময়, সহজ
Unknown বলেছেন…
বিষাদ, হৃদয়, সকল পদ পরিবর্তন কি হবে?
Ananya Pathak বলেছেন…
বিষণ্ণ, হার্দিক, সাকল্য
Ananya Pathak বলেছেন…
ছান্দিক, দৈনিক, সুরেলা, সাংকেতিক, দ্বান্দ্বিক, মন্দন, ছন্দহীনতা, পদ্যময়তা, সহজতা
Unknown বলেছেন…
ঝোলা জলদি আজগুবি সত‌্বর শীত কারখানা
Unknown বলেছেন…
ঝোলা ,জলদি ,আজগুবি ,সত‌্বর, শীত ,কারখানা
Ananya Pathak বলেছেন…
ঝোলা - ঝুল
আজগুবি - আজগুবিয়ানা
সত্বর- সত্বরতা
শীত - শৈত্য
জলদি - জলদিবাজি(হিন্দি- জল্‌দবাজি)
কারখানা - ??!!
Unknown বলেছেন…
বিশেষ্য বিশেষণ
শিক্ষা -
মন্ত্র -
বায়ু -
মাঠ -
তেজ -

বিশেষণ বিশেষ্য
কর্মী -
মৌন -
মধুর -
কঠোর
বিরাট
এইগুলি বলে দিন স্যার
Payel বলেছেন…
লজ্জা, চমক, বিপদ, উচিত, শিক্ষা, পারিশ্রমিক, প্রতিজ্ঞা, সংকুচিত
Lipika Kole বলেছেন…
লজ্জা-লজ্জিত,চমক-চমকিত,বিপদ-বিপন্ন, শিক্ষা-শিক্ষিত, সংকুচিত-সংকোচন, প্রতিজ্ঞা-প্রতিজ্ঞ, উচিত-? পারিশ্রমিক-?
Lipika Kole বলেছেন…
'শব্দ' শব্দের বিশেষণ পদ কি?
Lipika Kole বলেছেন…
'শব্দ'শব্দের বিশেষণ পদ কি?
Unknown বলেছেন…
মহান এর পদ পরিবর্তন কী
নামহীন বলেছেন…
Poshu
Ananya Pathak বলেছেন…
উচিত: ঔচিত্য, পারিশ্রমিক: পরিশ্রম(এখানে পারিশ্রমিক বিশেষণ কিন্তু শব্দটি বর্তমানে বিশেষ্য রূপে ব্যবহৃত হয়)
Ananya Pathak বলেছেন…
শিক্ষিত, মন্ত্রী (?), বায়বীয়, মেঠো, তেজি, কর্ম, মুনি, মাধুর্য, কঠোরতা, বিরাটত্ব
Unknown বলেছেন…
গান পদ পরিবর্তন
Payel বলেছেন…
প্রাণ,চমৎকার,রাগ,সন্ধ্যা,বিস্ময়,লোক,দল,আদর,দুষ্ট,হিংসা,ব্যস্ত,উৎসাহ,মেঘ,উদাস
Unknown বলেছেন…
হাসি,ফুল,জগ‌‌‌ৎ,প্রভু
Unknown বলেছেন…
কাজ এর পদ পরিবর্তন করলে কি হবে?
Unknown বলেছেন…
হাস্য,ফুলেল, জাগতিক,প্রভুত্ব
Unknown বলেছেন…
অপসরণ,গান এর পদ পরিবর্তন কী হবে?
Unknown বলেছেন…
অপহরন, গান এর পদ পরিবর্তন কী হবে?
অর্পণ পাল বলেছেন…
মন্ত্র, পাহাড়, উদার
Unknown বলেছেন…
লুকানো, বিক্রি,জবাব
Unknown বলেছেন…
Upostit ,Samay,utkontitho,prastan,nirab,samorpon,protipalan
Unknown বলেছেন…
সিন্ধু পদ পরিবর্তন
Unknown বলেছেন…
মধু পদ পরিবর্তন
Ananya Pathak বলেছেন…
প্রসিদ্ধি, প্রাধান্য, ব্যয়িত, পারিবারিক
Ananya Pathak বলেছেন…
হাসিমাখা, ফুলেল, জাগতিক, প্রভু
Unknown বলেছেন…
পদ পরিবর্তন করো:-পথ,ভুল,দূর,কথা,মেঘ,সূর্য,কুসুম,বন্ধ
Unknown বলেছেন…
ফল, বিপদ, আধমরা এই গুলির পদ পরিবর্তন কি হবে?
Tushar বলেছেন…
জবাব, লুকানো
Ananya Pathak বলেছেন…
মন্ত্রী, পাহাড়ি, ঔদার্য
Ananya Pathak বলেছেন…
জবাবি, লুক্কায়িত
Ananya Pathak বলেছেন…
বিপদ- বিপন্ন। অন্য দুটি হবে না সম্ভবত।
Ananya Pathak বলেছেন…
পাথেয়, ভুলো, দূরত্ব, কথিত, মেঘলা, সৌর, কুসুমিত, বন্ধন
Ananya Pathak বলেছেন…
উপস্থিতি, সাময়িক, উৎকণ্ঠা, নীরবতা, সমর্পিত, সমর্পিত, প্রতিপালিত
Ananya Pathak বলেছেন…
লুক্কায়িত, বিক্রীত, জবাবি
Unknown বলেছেন…
এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।
Unknown বলেছেন…
হিংসা এর পদ পরিবর্তন কি হবে?
Unknown বলেছেন…
নাম বিশেষণ কি হবে
Unknown বলেছেন…
বৈশাখ,উচিত,নাম,যবান, বিস্ময়,এগুলোর বিশেষণ কি হবে?
নামহীন বলেছেন…
লজ্জা,বাঙালি,সম্মান,ডাক্তার,ভাব,বিপদ,দিন,মন,ভাবনা,তখন,গাছ,ভরে(পূর্ণ), দেশ,শিকার,আনন্দ,ভাব,আপত্তি,পথ,মাঠ পদ পরিবর্তন কী হবে?
Unknown বলেছেন…
প্রাণ,সর্দার,বসন্ত,প্রতিযোগীতা পদ পরিবর্তন কি হবে
?
Unknown বলেছেন…
পাথার,পথ,গান এগুলির পদ পরিবর্তন কি হবে
Unknown বলেছেন…
সূর্য এর পদান্তর
Unknown বলেছেন…
Utsah pod poriborton
Unknown বলেছেন…
Bangali-bangal
Somman-sommanito
Daktar-daktari
Mon-monon
Gach-gecho
Desh-deshiyo
Anando-anandito
Ananya Pathak বলেছেন…
প্রাণবন্ত, সর্দারি, বাসন্তী, প্রতিযোগী
Ananya Pathak বলেছেন…
পাথার, গান এগুলির বিশেষণ রূপ প্রচলিত আছে বলে জানি না। পথ থেকে পাথেয় হয়ে পারে কিন্তু এটিও বর্তমানে বিশেষ্য রূপেই ব্যবহৃত হয়।
Unknown বলেছেন…
আদেশ এর পদ পরিবর্তন কি হবে
Unknown বলেছেন…
মজবুত এর পদ পরিবর্তন কি হবে
Unknown বলেছেন…
অবিশ্রাম
Unknown বলেছেন…
গভীর, গাঢ়, মনোযোগ, ত্রাণ
নামহীন বলেছেন…
ভাবনা, ভরে,তখন
Unknown বলেছেন…
পাগল,সাঁতার, বাহাদুরি, দেশ, পরিবর্তন,মাঠ, ভয়ংকর, রূপ পদ পরিবর্তন কি হবে
Coco বলেছেন…
সবুজ , নতুন এর বিশেষণ পদ কী
Unknown বলেছেন…
দুধ, বজ্জাত, শয়তান, তরল,ইতর, মাছ, সাধু,আষাঢ় খাড়া ঢিলা মামলা
Unknown বলেছেন…
ফল, গাঁ এর পড়ান্তর কি হবে
Unknown বলেছেন…
শিকারী পদ পরিবর্তন কী হবে
Unknown বলেছেন…
বন্ধু পদ পরিবর্তন কী হবে
Unknown বলেছেন…
সখ,দুষ্টু,মাস,মেয়ে,ঘুম,পুজো,রঙিন,আয়োজন,ভোজ,চোখ,খুন,নিমন্ত্রন,হাত,ধোঁয়া,খুন।
Ananya Pathak বলেছেন…
শৌখিন, দুষ্টুমি, মেয়েলি, ঘুমন্ত, পূজ্য, রঙ, আয়োজিত, ভোজ্য, চাক্ষুষ, খুনে, নিমন্ত্রিত, ধোঁয়াটে,
Ananya Pathak বলেছেন…
গাঁ - গেঁয়ো
Ananya Pathak বলেছেন…
দুধের, বজ্জাতি, শয়তানি, তারল্য, ইতরতা, মেছো, সাধুতা, আষাঢ়ে, খাড়াই, ঢিল, মামলাবাজ। ব্যাকরণের সব প্রশ্নের উত্তর পেতে আমাদের ফেসবুক গ্রুপ 'ব্যাকরণের ক্লাসরুম'-এ যুক্ত হোন।
Unknown বলেছেন…
কল্যাণ ক্লান্তি পাহাড়
Unknown বলেছেন…
কল্যাণ ক্লান্তি পাহাড়
Unknown বলেছেন…
গান পদ পরিবর্তন?
Unknown বলেছেন…
খেলোয়াড়, চক্ষু, জৈব, নির্দেশ, ব্যাহত,অরুণ, ঔদাসীন্য,দুর্গত, বন্ধু, স্বাধীন পদ পরিবর্তন কি হবে??
Unknown বলেছেন…
লুকোনো, দরকার, অলস, বিশ্বাস বিশেষন কী হবে
Unknown বলেছেন…
বুদ্ধি-এর পদান্তর কী হবে?
Unknown বলেছেন…
রুদ্ধ, মায়া
Barnali Bauli (শতরূপা ) বলেছেন…
বই এর পদ পরিবর্তন
Unknown বলেছেন…
বাগিচা, ধুম, সুবিধা ,ভরে, গুটি, চৈত,খুরি, আজি, বিপুল, ভোজ, খুন,মিছিমিছি, বেজায়, মিঠে)) পদ পরিবর্তন plz
Unknown বলেছেন…
sourjya, dip, kisor, bidhi, thakurali , pranamoy, attiya
Gopal বলেছেন…
বিক্রীত কী হবে?
Unknown বলেছেন…
তখন,ভরে(পূর্ণ),ভাবনা,দেশ,শিকার,আপত্তি,ভাব পদ পরিবর্তন কী হবে?
Unknown বলেছেন…
আমদ অনুকূল
Unknown বলেছেন…
নেশা,বাল্য,শ্যাম এই শব্দ গুলোর পদপরিবর্তন কি হব,প্লিজ sir একটু বলে দিবেন।
Unknown বলেছেন…
Porikhha,, chalak,, ortho,, jontu,, mejaj,, egulo ki hbe plzz ek2 bolun
Unknown বলেছেন…
ইষ্ট কি হবে?
Unknown বলেছেন…
পতিত শব্দের পদ পর পরিবর্তন
Unknown বলেছেন…
শীত পদ পরির্বতণ
Unknown বলেছেন…
প্রতিষ্ঠিত,ব্যগ্ৰ,আকাশ,বিশ্লেষণ,আবিষ্কার,খ্যাতি,নির্বাচিত,দেশ,লোক,নির্ধারণ,উদ্ভাবনা, এর পদ পরিবর্তন কী হবে?
Unknown বলেছেন…
দোকান, আড়ষ্ট, আসন, জীর্ণ, উৎসুক, আহলাদ,উজ্জ্বল এর পদ পরিবর্তন কী হবে????
ABC বলেছেন…
অরূণ পদপরিবর্তন কি হবে
দীপঙ্কর মাঝি বলেছেন…
নির্দেশ পদান্তর কি হবে
Unknown বলেছেন…
সন্ধান ইচ্ছা
Unknown বলেছেন…
পুত্র ও কন্যা শব্দের পদ পরিবর্তন কি হবে
Unknown বলেছেন…
পুত্র, কন্যা দুটির পদ পরিবর্তন কি হবে
নামহীন বলেছেন…
তন্ময় পদপরিবর্তন কী?
Destiny বলেছেন…
তবে, যাও এর পদ পরিবর্তন কি হবে?
Unknown বলেছেন…
মনুষ‍্য
Unknown বলেছেন…
দেশ এর পদ পরিবর্তন
9735 বলেছেন…
বাইরে,ভারী,অন্ধকার,সকাল,পঞ্চাশ,সর্বনাশ,আস্পর্ধা পদ পরিবর্তন কি?
Unknown বলেছেন…
অবলম্বন পদ পরিবর্তন কি হবে?
Unknown বলেছেন…
কাগজ এর পদ পরিবর্তন কি হবে?
Unknown বলেছেন…
আষাঢ়ের পদ পরিবর্তন কী?
Unknown বলেছেন…
স্বর্ণ পদপরিবর্তং
Unknown বলেছেন…
পরীক্ষিত
Unknown বলেছেন…
সোজা পদ পরিবর্তন
Unknown বলেছেন…
ঘাত এর পোদ পরিবর্তন কি হবে?
Unknown বলেছেন…
কল্পনা এর পদ পরিবর্তন কি

Unknown বলেছেন…
উদ্যোগ, কাপড়, কাগজ, অধিক এর পদ পরিবর্তন করলে কি হবে
Unknown বলেছেন…
দাম এর পদ পরিবর্তন কি হবে???
Unknown বলেছেন…
দাম এর পদ পরিবর্তন কি হবে???
236 এর 1 – থেকে 200 নবীনতর নবীনতম

আর‌ও পড়ে দেখুন

তির্যক বিভক্তি কাকে বলে

লোকনিরুক্তি কাকে বলে

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য

অপিনিহিতি কাকে বলে

শব্দ ও পদের পার্থক্য | শব্দ ও পদ

অভিশ্রুতি কাকে বলে?

বিভাজ্য ধ্বনি কাকে বলে | অবিভাজ্য ধ্বনি কাকে বলে