ক্রিয়ার কাল চেনার উপায় | kriyar kal chenar niyom
ক্রিয়ার কাল কাকে বলে? সহজ ভাষায় বলা যায়, ক্রিয়া সম্পাদনের সময়কে বলে ক্রিয়ার কাল। সময় বলতে এখানে তিনটি : বর্তমান, অতীত ও ভবিষ্যৎ। এখন একটা কথা আসতেই পারে-- ক্রিয়ার কাল জানার প্রয়োজন কী? এর উত্তর হবে, ক্রিয়ার কালের উপর বাক্যের সমাপিকা ক্রিয়ার গঠন ব্যাপক ভাবে নির্ভর করে। তাই সমাপিকা ক্রিয়ার গঠন বোঝার জন্য ক্রিয়ার কাল জানতেই হবে। উল্টো দিক থেকে বলতে গেলে ক্রিয়ার কাল জানার জন্য সমাপিকা ক্রিয়ার গঠন জানতে হবে। তাই এই অধ্যায় পড়ার সাথে সাথে ক্রিয়াপদের বিস্তারিত আলোচনা পড়ে নেওয়া ভালো। ক্রিয়ার কাল নির্ণয় করার জন্য সমাপিকা ক্রিয়াপদকে সাধু ভাষায় রূপান্তরিত করে নিতে হবে। যেমন: করছি>করিতেছি, করেছি>করিয়াছি, করেছিলাম>করিয়াছিলাম, এইভাবে। তার পর সাধু ভাষার সমাপিকা ক্রিয়াটি দেখেই সাধারণ ভাবে ক্রিয়ার কাল নির্ণয় করা যায়। সহজে ক্রিয়ার কাল নির্ণয় শেখার জন্য নিচের ভিডিওটি অবশ্যই দেখুন। তারপর নিচের আলোচনা পড়ুন। ক্রিয়ার কাল ও ইংরেজি টেনস একসাথে শেখার জন্য নিচের ভিডিওটি দেখুন। বর্তমান কাল বর্তমান মানে যে সময়টা এখন চলছে। ব্যাকরণে বর্