ব্যতিহার কর্তা কাকে বলে

ব্যতিহার কর্তা

দু জন কর্তা এক‌ই কাজ পরস্পরের সাথে বিনিময় করলে তাদের বলে ব্যতিহার কর্তা। মনে রাখতে হবে ব্যতিহার কর্তা সব সময় দু জন হবে এবং একে অপরের বিপরীত মুখে কাজ করবে। অধিকাংশ ক্ষেত্রে ব্যতিহার কর্তাদের মধ্যে প্রতিযোগিতা হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে প্রতিযোগিতা নাও বোঝাতে পারে। এই প্রসঙ্গে সহযোগী কর্তা সম্পর্কেও জেনে নেওয়া দরকার। অনেকেই সহযোগী কর্তা ও ব্যতিহার কর্তার মধ্যে গুলিয়ে ফেলেন। যেমন: বাঘে গোরুতে এক ঘাটে জল খায়। -- এখানে বাঘ ও ঘোরুর মধ্যে ক্রিয়ার বিনিময় ঘটছে না, বরং তারা সহযোগিতার মাধ্যমে এক‌ই কাজ করছে। তাই এগুলি সহযোগী কর্তা। নিচে ব্যতিহার কর্তার কিছু উদাহরণ দেওয়া হল।

ব্যতিহার কর্তার উদাহরণ 

১: রাজায় রাজায় যুদ্ধ করছে।
২: ভাইয়ে ভাইয়ে ঝগড়া করছে।
৩: সেয়ানে সেয়ানে কোলাকুলি করছে।
৪: মায়ে মেয়ে ঝগড়া করছে।
৫: বাঘে সিংহে লড়াই লেগেছে।
৬: জনে জনে কানাকানি করছে।
৭: নেতায় নেতায় খাওয়াখায়ি লেগেছে।
৮: ছেলেতে মেয়েতে কাড়াকাড়ি করছে। 

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

দল বিশ্লেষণ, মুক্ত দল ও রুদ্ধ দল | দল কাকে বলে

পদ পরিবর্তন | ২৫০+ নির্ভুল পদান্তর

তৎসম শব্দ কাকে বলে | তৎসম শব্দের তালিকা

বিসর্গ সন্ধির সূত্র ও উদাহরণ | Bisargo sondhi

সাধু ও চলিত ভাষার ৭টি বৈশিষ্ট্য ও রূপান্তর | Sadhu o cholit bhasha

তির্যক বিভক্তি কাকে বলে

সন্ধি এবং স্বরসন্ধির সূত্র, উদাহরণ ও ব‍্যতিক্রম