প্রযোজ্য কর্তা কাকে বলে | প্রযোজ্য কর্তা কাকে বলে

প্রযোজ্য কর্তা

বাংলা ব্যাকরণের প্রযোজ্য কর্তা নিয়ে অনেক জটিলতা আছে। এইসব জটিলতা সমেত পুরো ব্যাপারটি আজ সহজ ভাবে উপস্থাপিত করতে চেষ্টা করবো। প্রযোজ্য কর্তা কাকে বলে, এই প্রশ্নের জবাবে সহজ ভাবে বলা যায়: যে কর্তা অন্য কর্তার প্রযোজনায় কাজ করে, তাকে প্রযোজ্য কর্তা বলে। প্রযোজ্য কর্তা যার প্রযোজনায় কাজ করে, তাকে প্রযোজক কর্তা বলে। এখন সমস্যা হচ্ছে প্রযোজ্য কর্তা চিনবো কীভাবে? প্রযোজ্য কর্তা চেনার একটি সহজ উপায় আছে। সেটি নিচে উদাহরণের সঙ্গে আলোচনা করছি।

প্রযোজ্য কর্তার উদাহরণ

১: বাবা ছেলেকে খেলাচ্ছেন। -- ছেলে প্রযোজ্য কর্তা।
২: দাদু আমাকে গল্প শোনায়। -- আমি প্রযোজ্য কর্তা।
৩: দাদা আমাকে সাইকেল শিখিয়েছে। - আমি প্রযোজ্য।
৪: আমি তোমাকে দৃশ্যটা দেখাবো। - তুমি প্রযোজ্য কর্তা।
৫: বাবু মালীকে কাজ করাচ্ছেন। - মালী প্রযোজ্য কর্তা।
৬: আমি তোমাকে খাওয়াবো। - তুমি প্রযোজ্য কর্তা।

উপরের উদাহরণগুলি লক্ষ করলে দেখা যাবে প্রতিটি বাক্যে দুটি করে কর্তা আছে। একজন কাজ করাচ্ছে, অন্যজন কাজ করছে। যেমন: ১ নাম্বার উদাহরণে বাবা খেলাচ্ছেন, ছেলে খেলছে। প্রযোজ্য কর্তা চেনার জন্য এই ভাবে দেখতে হবে দু জন আছে কিনা এবং একজন কাজ করাচ্ছে ও অন্য জন করছে কিনা। যে করায়, সে প্রযোজক, যে করে, সে প্রযোজ্য। আশা করি এই ব্যাপারে আর কোনো অসুবিধা থাকবে না। ইউটিউবে আমার ব্যাকরণের ক্লাস করার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন আমার নাম Ananya Pathak (অনন্য পাঠক)। 


মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

সাধু ও চলিত ভাষার ৭টি বৈশিষ্ট্য ও রূপান্তর | Sadhu o cholit bhasha

পদ পরিবর্তন | ২৫০+ নির্ভুল পদান্তর

সূচিপত্র | Bengali Grammar

তৎসম শব্দ কাকে বলে | তৎসম শব্দের তালিকা

দল বিশ্লেষণ, মুক্ত দল ও রুদ্ধ দল | দল কাকে বলে

সমাসের প্রশ্নোত্তর | ব্যাসবাক্য সহ সমাস নির্ণ

বিসর্গ সন্ধির সূত্র ও উদাহরণ | Bisargo sondhi