জোড়া শব্দ বা শব্দজোড়

বিভিন্ন ধরনের জোড়া শব্দ বা শব্দজোড়

দুটি শব্দকে পাশাপাশি বসিয়ে ব্যবহার করা হলে ওই দুটি শব্দকে একত্রে শব্দজোড় বা জোড়া শব্দ বলা হয়।
শব্দ জোড় বা জোড়া শব্দ বাংলা ভাষার এক বিশেষ সম্পদ। শব্দ জোড়ের মাধ্যমে অনেক বিশিষ্ট ভাব প্রকাশ করা হয়। 


 বিপরীতার্থক শব্দের সমাবেশে তৈরি শব্দ-জোড়


  • আগাগোড়া
  • উপরনিচ
  • ছোটোবড়ো
  • উঁচুনিচু
  • ভালোমন্দ
  • কমবেশি
  • সুখ-দুঃখ
  • ঠিকভুল
  • ধনীদরিদ্র
  • দিনরাত
  • ওঠাবসা
  • পাপপুণ্য
  • ভাঙাগড়া
  • সকাল-সন্ধ্যা
  • আগুপিছু
  • আসল-নকল
  • চড়াই-উৎরাই



সমার্থক শব্দের সমাবেশে তৈরি শব্দ-জোড়


  • বনজঙ্গল
  • বন্ধুবান্ধব
  • সন্তান-সন্ততি
  • নাতিপুতি
  • ঘরবাড়ি
  • কাগজপত্র
  • জমিজমা
  • দূর-দূরান্ত
  • হাওয়া-বাতাস
  • খাদ্য-খাবার
  • লোকজন
  • বোধবুদ্ধি
  • মনমেজাজ
  • শরীরস্বাস্থ্য
  • বেঁটেখাটো
  • হালচাল
  • ছোটোখাটো

ধ্বন্যাত্মক শব্দের যোগে তৈরি জোড়া শব্দ

  • ধুক ধুক
  • চিক চিক
  • চক চক
  • খল খল
  • গট গট
  • মচ মচ
  • থপ থপ
  • গুড় গুড়
  • তির তির
  • ঠং ঠং
  • ঢং ঢং
  • হড় হড়
  • হিড় হিড়
  • কট কট
  • খন খন
  • পিট পিট
  • তর তর
  • খাঁ খাঁ
  • শন শন
  • সোঁ সোঁ
  • চিঁ চিঁ
  • ভুড় ভুড়
  • ঝির ঝির
  • ঝক ঝক
  • খট খট
  • ফর ফর

অনুকার শব্দ যোগে গঠিত জোড়া শব্দ


খাবার দাবার
কাপড় চোপড়
জল টল
খাওয়া দাওয়া
কথা টথা
ফল টল
গান ফান
ভূত টুত




মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

তির্যক বিভক্তি কাকে বলে

লোকনিরুক্তি কাকে বলে

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

অপিনিহিতি কাকে বলে

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য

অভিশ্রুতি কাকে বলে?

নিরপেক্ষ কর্তা কাকে বলে

বিভাজ্য ধ্বনি কাকে বলে | অবিভাজ্য ধ্বনি কাকে বলে