উক্ত কর্ম কাকে বলে

উক্ত কর্মের ধারণা

উক্ত কর্ম বলতে কী বোঝায়? উক্ত কথার অর্থ হল 'যা বলা হয়েছে। কর্তৃ কারকের একটি ভাগ আছে উক্ত কর্তা। তার অনুসরণে কোনো কোনো ব্যাকরণবিদ উক্ত কর্মের ধারণাটি আমদানি করেছেন। উক্ত কর্তার বেলায় আমরা দেখেছি কর্তৃবাচ্যে কর্তাটি কর্তা রূপে উল্লিখিত হয়, তাই বলা যায় কর্তাটি উক্ত থাকে। এক‌ই ভাবে কর্মবাচ্যে কর্মপদটি কর্তার স্থান দখল করে। ফলে কর্মবাচ্যের কর্মপদটিই কর্তা হিসেবে থাকে। তাই কর্মবাচ্যের কর্মকে উক্ত কর্ম বলা যায়। নিচে উক্ত কর্মের কয়েকটি উদাহরণ দেওয়া হল।

উক্ত কর্মের উদাহরণ

"লোকটি জনগণের দ্বারা প্রহৃত হল।" এই বাক্যে প্রকৃত কর্ম হল 'লোকটি'। কিন্তু বাক্যটি কর্মবাচ্যে আছে বলে কর্মটি কর্তার ভূমিকা পালন করছে। এই অবস্থায় কর্মটিকে উক্ত কর্ম বলতে হবে। কারণ কর্ম এখন কর্মের স্থানে নেই, কর্তা রূপে উক্ত। আর‌ও উদাহরণ: 
চোরটি ধৃত হয়েছে। 
ভাতগুলো খাওয়া হয়ে গেছে।
মালগুলো বেচা হয়ে গেছে। 
চাঁদ আজ খুব সুন্দর দেখাচ্ছে। 

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

দল বিশ্লেষণ, মুক্ত দল ও রুদ্ধ দল | দল কাকে বলে

অপিনিহিতি কাকে বলে

অভিশ্রুতি কাকে বলে?

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

খণ্ডস্বর কাকে বলে | অর্ধস্বর কাকে বলে

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য

বিসর্গ সন্ধির সূত্র ও উদাহরণ | Bisargo sondhi

সংখ্যা ও পূরণবাচক বিশেষণ | সংখ্যাবাচক শব্দ ও পূরণবাচক শব্দ | Sonkha bachok o puran bachak biseshon