পরিভাষা কাকে বলে | পারিভাষিক শব্দ বলতে কী বোঝায়

পরিভাষা বা পারিভাষিক শব্দ

'পরিভাষা' বলতে বোঝায় সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ। এখন কেউ প্রশ্ন করতেই পারেন সুনির্দিষ্ট অর্থ বলতে কী বোঝায়? এর উত্তর হল: ভাষায় ব্যবহৃত শব্দগুলির অর্থ বেশিরভাগ ক্ষেত্রেই পরিবর্তনশীল। প্রয়োগভেদে একটি শব্দের অর্থ বিভিন্ন রকম হতে পারে। কিন্তু বিভিন্ন শিক্ষামূলক, রাজনৈতিক, কূটনৈতিক প্রভৃতি অতি গুরুত্বপূর্ণ কাজকর্ম পরিচালনার জন্য এমন কিছু শব্দের দরকার পড়ে, যাদের অর্থ সবসময় স্থির থাকবে, প্রয়োগ ভেদে সহজে বদলাবে না। 

পরিভাষার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো সংক্ষেপ। পরিভাষার আর একটি বৈশিষ্ট্য হলো: কোনো ভাষায় ব্যবহৃত পরিভাষাগুলির সমার্থক শব্দ ঐ ভাষায় সাধারণত পাওয়া যায় না। অর্থাৎ পরিভাষার সমার্থক শব্দ হয় না। অভিধানে পরিভাষা অর্থে বলা হয়েছে সংক্ষেপার্থ শব্দ। 
নিচে পরিভাষার কিছু উদাহরণ দেওয়া হল।

পরিভাষার উদাহরণ

পরিভাষার কিছু উদাহরণ নিলেই পরিভাষা সম্পর্কে ধারণাটি স্পষ্ট হবে। 

ব্যাকরণের পরিভাষা: কারক, সমাস, বাচ্য, বাক্য, বিভক্তি, নির্দেশক, অব্যয়, অনুকার শব্দ, উপসর্গ প্রভৃতি।

গাণিতিক পরিভাষা: সংখ্যা, লসাগু, সমীকরণ, বর্গমূল, বর্গ, ঘনমূল, শতাংশ, বহিঃকোণ, বর্গক্ষেত্র, কলনবিদ্যা প্রভৃতি।

আইনি পরিভাষা: আদালত, আসামি, রিট পাটিশন, ডিভিশন বেঞ্চ, চার্জ, খালাস, জাজমেন্ট প্রভৃতি।

জীববিজ্ঞানের পরিভাষা: জাইলেম, লাইসোজোম, নিউরোন, ফিমার, বাইসেপস, অগ্ন্যাশয়, অলিন্দ, নিলয়, উদ্ভিদ, পরভোজী, প্রজাতি প্রভৃতি।
বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয় পুঙ্খানুপুঙ্খ ভাবে শিখতে আমার ইউটিউব চ্যানেলে আসুন। চ্যানেলের নাম Ananya Pathak.

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

সূচিপত্র | Bengali Grammar

কারক ও বিভক্তি এবং অনুসর্গ: বিস্তারিত আলোচনা | কারক

বর্ণ বিশ্লেষণ করার নিয়ম | Barna bislesan Bengali

তৎসম শব্দ কাকে বলে | তৎসম শব্দের তালিকা

সাধু ও চলিত ভাষার ৭টি বৈশিষ্ট্য ও রূপান্তর | Sadhu o cholit bhasha

সন্ধি এবং স্বরসন্ধির সূত্র, উদাহরণ ও ব‍্যতিক্রম

অপিনিহিতি কাকে বলে