সহযোগী কর্তা কাকে বলে

সহযোগী কর্তা

বাংলা কারকে কর্তৃ কারকের দুটি ভাগ সহযোগী কর্তা ও ব্যতিহার কর্তা নিয়ে অনেকের মনে অনেক সংশয় আছে। আজকের এই আলোচনাটি পড়লে সেই সংশয় দূর হবে।

একধিক কর্তা যখন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এক‌ই ক্রিয়া সম্পাদন করে, তখন তাদের সহযোগী কর্তা বলে। নিচে সহযোগী কর্তার কিছু উদাহরণ দেওয়া হল।

সহযোগী কর্তার উদাহরণ

১: মা-মেয়েতে রান্না করছে।
২: বাঘে গোরুতে এক ঘাটে জল খায়। (ভয়েই হোক আর যে কারণেই হোক, বাঘ ও গোরুর বিরোধ নেই।)
৩: বাপ ব্যাটায় পরামর্শ করছে।
৪: ভাইয়ে ভাইয়ে সম্পত্তি ভাগাভাগি করে নিল।
৫: ভাই বোনে পড়তে বসেছে।
৬: স্বামী-স্ত্রীতে সন্তানকে বড় করেছেন।
৭: রাজায় রাজায় সন্ধি করলেন।
৮: ভারত-পাকিস্তানে দ্বিপাক্ষিক বৈঠক করবে।
৯: অমৃত ইসাবে বেড়াতে বেরোল।
১০: বৌয়ে বৌয়ে গল্প করে।

সহযোগী কর্তা ও ব্যতিহার কর্তার পার্থক্য

১: সহযোগী কর্তায় দুই কর্তার একমুখী কাজ করা বোঝায়। ব্যতিহার কর্তায় দুই কর্তার বিপরীতমুখী কাজ বোঝায়।
২: সহযোগী কর্তায় সহযোগিতা লক্ষ করা যায়। ব্যতিহার কর্তায় সাধারণত প্রতিযোগিতা লক্ষ করা যায়।

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

দল বিশ্লেষণ, মুক্ত দল ও রুদ্ধ দল | দল কাকে বলে

অপিনিহিতি কাকে বলে

অভিশ্রুতি কাকে বলে?

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

খণ্ডস্বর কাকে বলে | অর্ধস্বর কাকে বলে

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য

বিসর্গ সন্ধির সূত্র ও উদাহরণ | Bisargo sondhi

সংখ্যা ও পূরণবাচক বিশেষণ | সংখ্যাবাচক শব্দ ও পূরণবাচক শব্দ | Sonkha bachok o puran bachak biseshon