তারতম্য বাচক অপাদান কাকে বলে

তারতম্য বাচক অপাদান

অপাদান কারকের বেশ কয়েকটি ভাগের মধ্যে একটি বিশিষ্ট ভাগ হল তারতম্য বাচক অপাদান বা তুলনাবাচক অপাদান। যখন দুয়ের মধ্যে তুলনা করা হয়, তখন 'থেকে', 'চেয়ে', 'অপেক্ষা' প্রভৃতি অনুসর্গ-বিশিষ্ট প্রথম পদটিকে তুলনা বাচক অপাদান অপাদান বা তারতম্য বাচক অপাদান বলা হয়। তুলনাবাচক বা তারতম্যবাচক অপাদানের কথা আলোচনা করেছেন ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়। তাঁর ভাষা-প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থে এই প্রসঙ্গে আলোচনা রয়েছে। নিচে তারতম্য বাচক অপাদানের উদাহরণ দেওয়া হল

উদাহরণ

১: তোমার চেয়ে আমি বড়ো। -- 'তোমার' তারতম্য বাচক অপাদান।
২: পৃথিবীর চেয়ে চাঁদ ছোটো। -- পৃথিবী 
৩: ভাইয়ের থেকে দাদা ভালো। -- ভাই
৪: এমন সুখের চেয়ে দুঃখ শ্রেয়। -- সুখ
৫: বাঁশের চেয়ে কঞ্চি দড়। -- বাঁশ
৬: মহাভারত অপেক্ষা রামায়ণ প্রাচীনতর। -- মহাভারত

আশা করি তারতম্য বাচক অপাদান কাকে বলে বোঝা গেছে। ইউটিউবে আমার ভিডিও ক্লাস করার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন আমার নাম অনন্য পাঠক (Ananya Pathak)।


মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

সাধু ও চলিত ভাষার ৭টি বৈশিষ্ট্য ও রূপান্তর | Sadhu o cholit bhasha

সূচিপত্র | Bengali Grammar

তৎসম শব্দ কাকে বলে | তৎসম শব্দের তালিকা

কৃৎ প্রত্যয়ের বিস্তারিত আলোচনা | প্রকৃতি প্রত্যয়

ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ | উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জনের শ্রেণিবিভাগ

সন্ধি এবং স্বরসন্ধির সূত্র, উদাহরণ ও ব‍্যতিক্রম

ধ্বন্যাত্মক শব্দ কাকে বলে