উপসর্গ ও প্রত্যয়ের পার্থক্য

উপসর্গ ও প্রত্যয়

উপসর্গ ও প্রত্যয়ের মধ্যে অল্প কিছু মিল থাকলেও দুয়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। নিচে এদের পার্থক্যগুলি আলোচনা করা হলো।

১: উপসর্গ শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়। প্রত্যয় শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়।
২: উপসর্গের অংশবিশেষ লোপ পায় না। প্রত্যয়ের অংশবিশেষ লুপ্ত হতে পারে।
৩: উপসর্গ যুক্ত হবার ফলে মূল ধাতু বা শব্দের কোনো রকম ধ্বনি পরিবর্তন ঘটে না। প্রত্যয় যুক্ত হ‌ওয়ার ফলে মূল শব্দ বা ধাতুটির ধ্বনি পরিবর্তন ঘটতে পারে।
৪: নতুন শব্দ গঠনের পাশাপাশি উপসর্গগুলি শব্দ বা ধাতুর অর্থকে পরিবর্তিত করে। প্রত্যয় শুধু নতুন শব্দ গঠন করে। 

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

সাধু ও চলিত ভাষার ৭টি বৈশিষ্ট্য ও রূপান্তর | Sadhu o cholit bhasha

সূচিপত্র | Bengali Grammar

তৎসম শব্দ কাকে বলে | তৎসম শব্দের তালিকা

কৃৎ প্রত্যয়ের বিস্তারিত আলোচনা | প্রকৃতি প্রত্যয়

ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ | উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জনের শ্রেণিবিভাগ

সন্ধি এবং স্বরসন্ধির সূত্র, উদাহরণ ও ব‍্যতিক্রম

ধ্বন্যাত্মক শব্দ কাকে বলে