বাংলা ভাষাকে এস ও ভি ভাষা বলে কেন | Why Bengali is an SOV language

এস ও ভি ভাষা কী | What is an SOV language?

এস ও ভি বা SOV হল একটি সংক্ষেপিত শব্দ বা অ্যাব্রিভিয়েশন। এর সম্পূর্ণ রূপ হল Subject - object - verb বা কর্তা - ক্রিয়া - কর্ম । পৃথিবীর ভাষাগুলিকে বাক্যে পদক্রমের ভিত্তিতে ৬ ভাগে ভাগ করা যায়: SOV, SVO, VSO, VOS, OVS, OSV. এই ছটি ভাগের মধ্যে SOV শ্রেণির ভাষার সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি (৪৫%)। তার পরেই আছে SVO শ্রেণির ভাষা। বাংলা ভাষায় বাক্য গঠন করার জন্য প্রথমে কর্তা, তারপর কর্ম ও তারপর ক্রিয়া দিতে হয়। যেমন: আমি (S) ভাত (O) খাই (V)। আমি কর্তা, ভাত কর্ম ও খাই ক্রিয়া। বাক্যের প্রথমে কর্তা (Subject), তারপর কর্ম (Object) ও শেষে ক্রিয়া ( Verb) দেওয়া হয়েছে।
এইভাবে কর্তা - ক্রিয়া - কর্ম  পরপর সাজিয়ে বাক্য গঠন করা হয় বলে বাংলা ভাষাকে এস ও ভি ভাষা বলা হয়। তবে একটি কথা এই প্রসঙ্গে মনে রাখা উচিত যে, বাংলা ভাষায় এই SOV ফরম্যাট সব ক্ষেত্রে মেনে চলা বাধ্যতামূলক নয়। গানে ও কবিতায় এই বাক্যগঠন রীতি প্রায়শ‌ই লঙ্ঘন করা হয়। যেমন: আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। এখানে বাক্যটি গঠিত হয়েছে কর্তা - ক্রিয়া - কর্ম ফরম্যাটে।

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

সাধু ও চলিত ভাষার ৭টি বৈশিষ্ট্য ও রূপান্তর | Sadhu o cholit bhasha

সূচিপত্র | Bengali Grammar

তৎসম শব্দ কাকে বলে | তৎসম শব্দের তালিকা

কৃৎ প্রত্যয়ের বিস্তারিত আলোচনা | প্রকৃতি প্রত্যয়

ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ | উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জনের শ্রেণিবিভাগ

সন্ধি এবং স্বরসন্ধির সূত্র, উদাহরণ ও ব‍্যতিক্রম

ধ্বন্যাত্মক শব্দ কাকে বলে