স্ত্রী প্রত্যয় কাকে বলে

স্ত্রী প্রত্যয়

শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ বা ধাতু সৃষ্টি করা প্রত্যয়ের কাজ। বিভিন্ন ধরনের প্রত্যয়ের মধ্যে এক ধরনের প্রত্যয়ের কাজ হল পুরুষ-বাচক শব্দের সাথে যুক্ত হয়ে স্ত্রীবাচক শব্দ তৈরি করা। এই ভাবে যে প্রত্যয়গুলি পুরুষবাচক শব্দের সাথে যুক্ত হয়ে স্ত্রীবাচক শব্দ তৈরি করে, তাদের বলে স্ত্রী প্রত্যয়। বাংলা ভাষায় যে সব স্ত্রী প্রত্যয় ব্যবহৃত হয়, উৎসগত ভাবে তাদের দুই ভাগে ভাগ করা যায়: সংস্কৃত স্ত্রী প্রত্যয় ও বাংলা স্ত্রী প্রত্যয়। নিচে স্ত্রী প্রত্যয়ের উদাহরণ দেওয়া হলো। 

স্ত্রী প্রত্যয়ের উদাহরণ

আ (টাপ) ই (ইন), ঈ (ঈপ্) ঈ (ঙীপ্) ঈ(ঙীষ্) নী, আনী -- এই স্ত্রী-প্রত্যয়গুলি বাংলা ভাষায় ব্যবহৃত স্ত্রী প্রত্যয়ের উদাহরণ।

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

অপিনিহিতি কাকে বলে

দল বিশ্লেষণ, মুক্ত দল ও রুদ্ধ দল | দল কাকে বলে

অভিশ্রুতি কাকে বলে?

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

খণ্ডস্বর কাকে বলে | অর্ধস্বর কাকে বলে

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য

বিসর্গ সন্ধির সূত্র ও উদাহরণ | Bisargo sondhi

সংখ্যা ও পূরণবাচক বিশেষণ | সংখ্যাবাচক শব্দ ও পূরণবাচক শব্দ | Sonkha bachok o puran bachak biseshon