স্ত্রী প্রত্যয় কাকে বলে

স্ত্রী প্রত্যয়

শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ বা ধাতু সৃষ্টি করা প্রত্যয়ের কাজ। বিভিন্ন ধরনের প্রত্যয়ের মধ্যে এক ধরনের প্রত্যয়ের কাজ হল পুরুষ-বাচক শব্দের সাথে যুক্ত হয়ে স্ত্রীবাচক শব্দ তৈরি করা। এই ভাবে যে প্রত্যয়গুলি পুরুষবাচক শব্দের সাথে যুক্ত হয়ে স্ত্রীবাচক শব্দ তৈরি করে, তাদের বলে স্ত্রী প্রত্যয়। বাংলা ভাষায় যে সব স্ত্রী প্রত্যয় ব্যবহৃত হয়, উৎসগত ভাবে তাদের দুই ভাগে ভাগ করা যায়: সংস্কৃত স্ত্রী প্রত্যয় ও বাংলা স্ত্রী প্রত্যয়। নিচে স্ত্রী প্রত্যয়ের উদাহরণ দেওয়া হলো। 

স্ত্রী প্রত্যয়ের উদাহরণ

আ (টাপ) ই (ইন), ঈ (ঈপ্) ঈ (ঙীপ্) ঈ(ঙীষ্) নী, আনী -- এই স্ত্রী-প্রত্যয়গুলি বাংলা ভাষায় ব্যবহৃত স্ত্রী প্রত্যয়ের উদাহরণ।

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

সাধু ও চলিত ভাষার ৭টি বৈশিষ্ট্য ও রূপান্তর | Sadhu o cholit bhasha

১০০+ সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ | সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের তালিকা | Samochcharito Vinnarthok shabdo

সূচিপত্র | Bengali Grammar

বিশেষণ পদ - সংজ্ঞা ও শ্রেণিবিভাগ: বিস্তারিত | বিশেষণ কাকে বলে

অকর্মক ক্রিয়া কাকে বলে | সকর্মক ক্রিয়া কাকে বলে

তদ্ভব শব্দ কাকে বলে | তদ্ভব শব্দের তালিকা

ধ্বন্যাত্মক শব্দ কাকে বলে