সমষ্টিবাচক বিশেষ্য কাকে বলে

সমষ্টিবাচক বিশেষ্যের ধারণা

যে বিশেষ্যের দ্বারা কোনো কিছুর সমষ্টিগত নাম বোঝানো হয়, তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। 

নিচে উদাহরণের মাধ্যমে সমষ্টিবাচক বিশেষ্যের ধারণাটি স্পষ্ট করা হলো। উদাহরণগুলি না জানলে সমষ্টিবাচক বিশেষ্য চিনতে ভুল হতে পারে।




সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ

উদাহরণ হিসেবে বলা যায়: গবাদিপশুর সমষ্টিকে বলে পাল, মাছ বা পাখির সমষ্টিকে বলে ঝাঁক, সৈনিকদের সমষ্টিকে বলে বাহিনি, নৌকার সমষ্টিকে বলে বহর, ডাকাতদের সমষ্টিকে বলে দল, ছাত্রছাত্রীদের সমষ্টিকে বলে শ্রেণি। সুতরাং পাল, ঝাঁক, বাহিনি, বহর, দল, শ্রেণি, এগুলো সব হলো সমষ্টিবাচক বিশেষ্য। অনেক সমষ্টিবাচক বিশেষ্য আছে, যেগুলিকে বাংলা ভাষায় বহুবচনবাচক প্রত্যয়ের মতো ব্যবহার করা হয়। আসলে এগুলি প্রত্যয় নয়, বিশেষ্য। যেমন: জনগণ শব্দের গণ কথাটি একটি সমষ্টিবাচক বিশেষ্য। এমনি আরও উদাহরণ: বৃন্দ, রাজি, আবলী, নিচয়, নিকর প্রভৃতি। এই প্রসঙ্গে মনে রাখতে হবে গুলি, গুলো, গুলা কিন্তু বিশেষ্য নয়, এগুলি বহুবচনবাচক নির্দেশক। 

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

তির্যক বিভক্তি কাকে বলে

লোকনিরুক্তি কাকে বলে

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

অপিনিহিতি কাকে বলে

অভিশ্রুতি কাকে বলে?

নিরপেক্ষ কর্তা কাকে বলে

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য

বিভাজ্য ধ্বনি কাকে বলে | অবিভাজ্য ধ্বনি কাকে বলে