সন্ধি ও সমাসের সাদৃশ্য | সন্ধি ও সমাসের পার্থক্য

সন্ধি ও সমাসের মিল-অমিল

আজকের আলোচনায় সন্ধি ও সমাসের মিল এবং অমিলগুলি নিয়ে লিখবো। 

সন্ধি ও সমাসের সাদৃশ্য

১: সন্ধি ও সমাস, উভয়‌ই নতুন শব্দ গঠনের প্রক্রিয়া। উভয় প্রক্রিয়াতেই নতুন শব্দ গঠিত হয়।
২: সন্ধি ও সমাস, উভয় প্রক্রিয়াতেই পদসংখ্যা হ্রাস পায়। 
৩: সন্ধি ও সমাস, উভয় প্রক্রিয়াই নির্দিষ্ট নিয়ম বা সূত্র মেনে চলে। 
৪: সন্ধি ও সমাস, উভয় প্রক্রিয়াতেই কোনো না কোনো ভাবে একাধিক উপাদানের মিলন ঘটে।

নিচে সন্ধি ও সমাসের পার্থক্য আলোচনা করা হল

সন্ধি ও সমাসের পার্থক্য

১: সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের (ধ্বনির সঙ্গে ধ্বনির) মিলন হয়। সমাসে পদের সঙ্গে পদের মিলন ঘটে।
২: সন্ধিতে অর্থের কোনো ভূমিকা নেই। সমাসে অর্থের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৩: সন্ধিতে অর্থের কোনো পরিবর্তন হয় না। সমাসে অর্থের পরিবর্তন ঘটতে পারে।
৪: সন্ধি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। সমাস রূপতত্ত্বের আলোচ্য বিষয়।
৫: সন্ধিতে বিভক্তি লুপ্ত হয় না। সমাসে অধিকাংশ ক্ষেত্রে বিভক্তির লোপ ঘটে।

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

সাধু ও চলিত ভাষার ৭টি বৈশিষ্ট্য ও রূপান্তর | Sadhu o cholit bhasha

শব্দ ও পদের পার্থক্য | শব্দ ও পদ

বর্ণ বিশ্লেষণ করার নিয়ম | Barna bislesan Bengali

১০০+ সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ | সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের তালিকা | Samochcharito Vinnarthok shabdo

স্বরধ্বনির উচ্চারণ স্থান

সূচিপত্র | Bengali Grammar

গৌণ কর্ম কাকে বলে | মুখ্য কর্ম কাকে বলে