সমধাতুজ কর্তা কাকে বলে

সমধাতুজ কর্তা

সমধাতুজ কর্তা সম্পর্কে জানতে হলে আগে জানতে হবে 'সমধাতুজ' মানে কী। সমধাতুজ মানে এক‌ই (সম) ধাতু থেকে যার জন্ম হয়েছে। আমরা জানি ক্রিয়ার জন্ম হয় ধাতু থেকে। কিন্তু অনেক সময় ধাতু থেকে কর্তার‌ও জন্ম হতে পারে। এমনটা হলে সেই কর্তাকে সমধাতুজ কর্তা বলে। নিচে আমরা সমধাতুজ কর্তার সংজ্ঞা দেবো এবং উদাহরণ বিশ্লেষণ করে দেখবো।





সমধাতুজ কর্তা কাকে বলে

বাক্যের ক্রিয়াপদটি যে ধাতু থেকে এসেছে, কর্তাটিও যদি সেই ধাতু থেকেই নিষ্পন্ন হয়, তবে সেই কর্তাকে বলে সমধাতুজ কর্তা। 

সমধাতুজ কর্তার উদাহরণ

খেলোয়াড় খেলছে। -- এই বাক্যের ক্রিয়াপদ 'খেলছে'। এই ক্রিয়াটির ধাতু √খেল্। কর্তা 'খেলোয়াড়' শব্দটিও √খেল্ ধাতু থেকে এসেছে (√খেল্ + ওয়াড় = খেলোয়াড়)। তাই খেলোয়াড় কর্তাটি সমধাতুজ কর্তা। এমনি আরও কিছু উদাহরণ: 
পড়ুয়া পড়ছে। 
গায়ক গান গায়।
নাচিয়েরা নাচবে।

এই প্রসঙ্গে একটি বিষয় মনে রাখা দরকার। অনেক সময় কর্তাটি সংস্কৃত ধাতু থেকে নিষ্পন্ন ও ক্রিয়াটি এক‌ই অর্থযুক্ত বাংলা ধাতু থেকে নিষ্পন্ন হলেও কেউ কেউ কর্তাটিকে সমধাতুজ বলতে চান। যেমন: পাঠক পড়ছে। নর্তক নাচছে। -- এই ধরনের উদাহরণগুলি সমধাতুজ কর্তার নির্ভুল উদাহরণ নয়। কারণ 'পাঠক' শব্দের ধাতু √পঠ্ এবং 'পড়ছে' ক্রিয়ার ধাতু '√পড়' -- এটি বাংলা ধাতু। তার মানে দুটি ধাতুর অর্থ এক হলেও সম ধাতু বলা যায় না। 

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

অপিনিহিতি কাকে বলে

অভিশ্রুতি কাকে বলে?

দল বিশ্লেষণ, মুক্ত দল ও রুদ্ধ দল | দল কাকে বলে

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

খণ্ডস্বর কাকে বলে | অর্ধস্বর কাকে বলে

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য

বিসর্গ সন্ধির সূত্র ও উদাহরণ | Bisargo sondhi

সংখ্যা ও পূরণবাচক বিশেষণ | সংখ্যাবাচক শব্দ ও পূরণবাচক শব্দ | Sonkha bachok o puran bachak biseshon