সমধাতুজ করণ কাকে বলে

সমধাতুজ করণ

করণ কারকের অনেকগুলি ভাগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভাগ হল সমধাতুজ করণ। সমধাতুজ করণ কাকে বলে তা জানার আগে আমাদের জেনে নেওয়া দরকার 'সমধাতুজ' কথার অর্থ কী। সমধাতুজ কথার অর্থ হল : সম (এক‌ই) ধাতু থেকে জন্মেছে যা। সোজা ভাষায় বললে অর্থটি হয়: এক‌ই ধাতু থেকে যার জন্ম হয়েছে। ধাতু বলতে বোঝায় ক্রিয়ার মূল। ধাতু কী, তা জানা না থাকলে ধাতুর আলোচনাটি পড়ে নিন।

সমধাতুজ করণ কাকে বলে:  বাক্যের ক্রিপদটি যে ধাতু থেকে এসেছে, করণ কারকটিও যদি সেই ধাতু থেকেই জন্মায়, তাহলে সেই করণকে বলা হয় সমধাতুজ করণ। নিচে সমধাতুজ করণের উদাহরণ বিশ্লেষণ করে বোঝানো হল।





সমধাতুজ করণের উদাহরণ

কী বাঁধনে বেঁধেছো আমায়। -- এই বাক্যে ক্রিয়াপদ 'বেঁধেছো'। এই ক্রিয়ার ধাতু হল √বাঁধ্। এই বাক্যের করণ হল 'বাঁধন'। এই পদটির‌ও জন্ম হয়েছে √বাঁধ্ ধাতু থেকেই (√বাঁধ্ + অন = বাঁধন)। সুতরাং দেখা যাচ্ছে ক্রিয়াপদ ও করণ এক‌ই ধাতু থেকে জন্মেছে। তাই বাঁধন করণটিকে বলা হয় সমধাতুজ করণ। এমনি আরও কিছু উদাহরণ হল: ঝাড়ন দিয়ে ঝুলগুলো ঝাড়লাম। কাটারি দিয়ে ডালপালাগুলো কাটো। বেলনা দিয়ে রুটি বেলছি। 



মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

তির্যক বিভক্তি কাকে বলে

লোকনিরুক্তি কাকে বলে

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য

অপিনিহিতি কাকে বলে

শব্দ ও পদের পার্থক্য | শব্দ ও পদ

অভিশ্রুতি কাকে বলে?

বিভাজ্য ধ্বনি কাকে বলে | অবিভাজ্য ধ্বনি কাকে বলে