ব্যাকরণ প্রশ্নোত্তর ১
ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন
১: প্রশ্ন: পরের ই-কার ও উ-কার আগে উচ্চারিত হলে তাকে কী বলে?
উত্তর: অপিনিহিতি বলে।
২: প্রশ্ন: রিক্সা > রিস্কা - কিসের উদাহরণ?
উত্তর: এটি বর্ণবিপর্যয় বা ধ্বনি-বিপর্যয়ের উদাহরণ।
৩: প্রশ্ন: করিয়া > কইরা > করে কিসের উদাহরণ?
উত্তর: এটি অভিশ্রুতির উদাহরণ। (প্রথমে অপিনিহিতি, পরে অভিশ্রুতি।)
৪: প্রশ্ন: যে সন্ধি কোনো নিয়ম মানে না, তাকে কী বলে?
উ: তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
৫: প্রশ্ন: শ ষ স হ - এ চারটি বর্ণের নাম কী?
উত্তর: এই চারটি বর্ণের নাম উষ্ম বর্ণ।
৬: প্রশ্ন: পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ হলে তাকে কী বলে?
উত্তর: পদের মধ্যে কোনো ব্যঞ্জনের লোপ হলে তাকে বলে মধ্যব্যঞ্জনলোপ বা অন্তর্হতি।
৭: সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝে স্বরধ্বনি উচ্চারিত হলে তাকে কী বলে?
উত্তর: সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝে স্বরধ্বনি উচ্চারিত হলে তাকে স্বরভক্তি বলে।
৮: লগ্ন > লগগ কোন সমীভবন?
উত্তর: এটি প্রগত সমীভবন। কারণ এখানে পূর্ব ব্যঞ্জন গ-এর প্রভাবে পরবর্তী ব্যঞ্জনটি বদলে গেছে।
৯: আদি স্বরাগমের উদাহরণ কোনটি?
উত্তর: আদি স্বরাগমের উদাহরণ: স্কুল > ইস্কুল, স্টেশন > ইস্টিশন, স্পর্ধা > আস্পর্ধা, স্ক্রু > ইস্কুরু ইত্যাদি।
১০: স্বরভক্তির অপর এক নাম কী?
উত্তর: স্বরভক্তির অপর এক নাম বিপ্রকর্ষ।
১১: শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পারস্পরিক পরিবর্তন ঘটলে তাকে কী বলে?
উত্তর: শব্দের মধ্যে দুটি ব্যঞ্জন পরস্পরের প্রভাবে পরিবর্তিত হলে তাকে অন্যোন্য সমীভবন বলে।
১২: তৎ হিত > তদ্ধিত - কোন ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া?
উত্তর: এটি অন্যোন্য সমীভবন।
১৩: উচ্চারণের দিক থেকে ল কোন ধরনের বর্ণ?
উত্তর: উচ্চারণের দিক দিয়ে ল একটি তালব্য, অন্তঃস্থ বর্ণ।
১৪: দহ কী ধরনের ধ্বনি পরিবর্তন?
উত্তর: দহ শব্দটি এসেছে 'হ্রদ' থেকে। হ্রদ > হদ > দহ। এটি বর্ণ বিপর্যয় বা ধ্বনি বিপর্যয়ের উদাহরণ।
১৫: বিপ্রকর্ষ কখন হয়?
উত্তর: যুক্ত ব্যঞ্জনের মাঝে যখন একটি স্বরধ্বনির আগমন হয়, তখনই বিপ্রকর্ষ হয়। যেমন: মুক্তা > মুকুতা।
১৬: উচ্চারণ শব্দটির মধ্যে কোন ধ্বনি পরিবর্তন দেখা যায়?
উত্তর: উচ্চারণ শব্দটির মধ্যে সমীভবন দেখা যায়। উদ্ + চারণ = উচ্চারণ। এখানে পরবর্তী চ্-এর প্রভাবে পূর্ববর্তী দ্ পরিবর্তিত হয়ে চ্-এ পরিণত হয়েছে। তাই এটি পরাগত সমীভবন।
১৭: সন্ধ্যা থেকে সন্ধে ধ্বনি পরিবর্তনের কোন রীতি?
উত্তর: সন্ধ্যা > সন্ধে , এখানে স্বরসঙ্গতি হয়েছে।
ইউটিউবে আমার ব্যাকরণের ক্লাস করার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন আমার নাম অনন্য পাঠক (Ananya Pathak)।
মন্তব্যসমূহ