খাঁটি দেশি শব্দ কাকে বলে
দেশি শব্দ
বাংলা শব্দভাণ্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হল দেশি শব্দ। দেশি শব্দ বলতে কী বোঝায় তা আগে ভালো ভাবে জেনে নেওয়া যাক। প্রাচীন কালে বঙ্গদেশে আর্য জনজাতির বসবাস ছিলো না। আর্যরা এ অঞ্চলে অনেক পরে এসেছে। তার আগে এখানে বসবাস করতো মূলত অস্ট্রিক ও দ্রাবিড় গোষ্ঠীর মানুষেরা। আর্যরা আসার পর এই সব জনজাতির সঙ্গে আর্যদের আদান-প্রদান শুরু হলো। এর ফলে তাদের ভাষা থেকে বহু শব্দ আর্য জনজাতির কথ্য ভাষায় প্রবেশ করে। এ অঞ্চলে আগত আর্যদের মুখে মুখে যে ভাষা বিকশিত হয়, তা-ই বাংলা ভাষা। বাংলা ভাষায় প্রাচীন অস্ট্রিক ও দ্রাবিড় গোষ্ঠীর ভাষা থেকে বহু শব্দ এসেছে। এই শব্দগুলিই দেশি শব্দ বা খাঁটি দেশি শব্দ। তবে এমন কিছু দেশি শব্দ আছে, যেগুলি কোথা থেকে এসেছে, জানা যায় না। সেগুলিকে অজ্ঞাতমূল শব্দ বলা হয়। তদ্ভব শব্দের পাশাপাশি দেশি শব্দগুলিকেও বাংলা ভাষার নিজস্ব সম্পদ বলা চলে। নিচে বেশ কিছু দেশি শব্দের উদাহরণ দেওয়া হল।
দেশি শব্দের উদাহরণ
কয়লা, কাকা, খবর, খাতা, কামড়, কলা, গয়লা, ঢোল, কাঁটা, খোঁপা, খোঁচা, গলা, ডিঙি, কুলা, টোপর, খোকা, খুকি, বাখারি, কড়ি, চোঙ, চাউল, ছাই, ঝাল, ঢেঁকি, ঝিঙা, ঝোল, ঠাটা, ডাগর, ডাহা, ঢিল, পয়লা, ডাঙর, খোঁড়া, চোঙা, ছাল, ঢিল, ঝিঙা, মাঠ, মুড়ি, কালা, চাটাই, গোড়া, গঞ্জ, ধুতি, নেকা, খোঁজ, চিংড়ি, কাতলা, ঝিনুক, মেকি, নেড়া, চুলা, আড্ডা, ঝানু, ঝোপ, ডাঁসা, ডাব, শিকড়, খেয়া, লাঠি, ডাল, কলকে, ঝাপসা, কচি, ছুটি, ঘুম, দর, গোড়া, গাঁইতি, যাঁতা, চোঙা, খড়, পেট, কুড়ি, দোয়েল, বোবা প্রভৃতি।
ইউটিউবে আমার ক্লাস করার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন আমার নাম অনন্য পাঠক (Ananya Pathak)।
আরও পড়ুন
মন্তব্যসমূহ