ইৎ কাকে বলে | ইৎ কী

প্রত্যয়ে ইৎ কী

প্রত্যয় অধ্যায় পড়তে গেলে একটি পরিভাষার সঙ্গে পরিচিত হতে হবে। সেই পরিভাষাটি হল ইৎ। প্রত্যয় পড়তে গিয়ে একটা জিনিস হয়তো সবার‌ই নজরে আসবে যে, সংস্কৃত প্রত্যয়গুলির পুরোটা শব্দ গঠনের কাজে লাগে না। কিছুটা থাকে, কিছুটা বাদ যায়। যেমন: √শ্রু + ক্ত = শ্রুত। এখানে ক্ত প্রত্যয়ের 'ত' আছে, 'ক্' নেই। এই 'ক্' হচ্ছে প্রত্যয়ের অনুবন্ধ। প্রত্যয় যখন প্রকৃতির সাথে যুক্ত হয়, তখন তার অনুবন্ধ অংশটি লোপ পায়। অনুবন্ধ লোপ পাওয়ার এই ঘটনাকেই বলে ইৎ। তবে অনেক সময় ইৎ ও অনুবন্ধকে সমার্থক‌ও ভলা হয়েছে।

ইৎ -এর আর‌ও কয়েকটি উদাহরণ

√কৃ + ণ্যৎ = কার্য। (ণ্ ৎ ইৎ হয়েছে, য রয়ে গেছে।)
√ভু + অনট্ = ভবন । (ট্ ইৎ হয়েছে অন রয়ে গেছে।)
√স্থা + ক্তি = স্থিতি । (ক্ ইৎ হয়েছে তি রয়ে গেছে।)
উপ + √হৃ + ঘঞ্ । (ঘ্ ঞ্ ইৎ হয়েছে, অ রয়ে গেছে।)
প্রদেশ + ষ্ণিক = প্রাদেশিক। (ষ্ণ্ ইৎ হয়েছে, ইক আছে।) 

অনেক সময় অনুবন্ধ ইৎ হবার ফলে শব্দের মধ্যে ধ্বনি পরিবর্তন ঘটে। যেমন: প্রদেশ+ষ্ণিক = প্রদেশিক না হয়ে প্রাদেশিক হয়েছে।

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

সাধু ও চলিত ভাষার ৭টি বৈশিষ্ট্য ও রূপান্তর | Sadhu o cholit bhasha

তৎসম শব্দ কাকে বলে | তৎসম শব্দের তালিকা

সূচিপত্র | Bengali Grammar

পদ পরিবর্তন | ২৫০+ নির্ভুল পদান্তর

বিসর্গ সন্ধির সূত্র ও উদাহরণ | Bisargo sondhi

সমাসের প্রশ্নোত্তর | ব্যাসবাক্য সহ সমাস নির্ণ

অভিশ্রুতি কাকে বলে?