করণের বীপ্সা কাকে বলে

 করণের বীপ্সা

বীপ্সা কথার অর্থ হল পৌনঃপুনিকতা বা পুনরুক্তি। এক‌ই কথাকে বার বার বললে তাকে বীপ্সা বলে। বাক্যের করণ কারকটি যদি পর পর দু বার ব্যবহৃত হয়, তবে তাকে করণের বীপ্সা বলা হয়। নিচে করণের বীপ্সার কয়েকটি উদাহরণ দেওয়া হলো। 

উদাহরণ

১: কাজগুলো হাতে হাতে করে ফেলো।
২: মেঘে মেঘে আকাশ ভরে গেছে।
৩: ফুলে ফুলে বনানী পরিপূর্ণ হয়েছে।
৪: শোকে শোকে মানুষটা পাগল হয়ে গেছে।
৫: ভয়ে ভয়ে কথাটা কোনোদিন বলাই হলো না।
৬: আঘাতে আঘাতে বিদীর্ণ করে দিয়েছে।

বিস্তারিত পড়ুন: কারক বিভক্তি ও অনুসর্গ
ইউটিউবে আমার ক্লাস করার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন আমার নাম অনন্য পাঠক (Ananya Pathak)

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

অপিনিহিতি কাকে বলে

দল বিশ্লেষণ, মুক্ত দল ও রুদ্ধ দল | দল কাকে বলে

অভিশ্রুতি কাকে বলে?

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

খণ্ডস্বর কাকে বলে | অর্ধস্বর কাকে বলে

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য

বিসর্গ সন্ধির সূত্র ও উদাহরণ | Bisargo sondhi

মুণ্ডমাল শব্দ কাকে বলে ও উদাহরণ