অ-তৎসম শব্দ কাকে বলে

অ-তৎসম শব্দ

বাংলা শব্দভাণ্ডারে তৎসম শব্দ ও অ-তৎসম শব্দ কথা দুটি প্রায়শ‌ই বিভিন্ন প্রসঙ্গে শোনা যায়। আজকের আলোচনায় আসুন আমরা জেনে নিই অ-তৎসম শব্দ কী এবং বাংলা ভাষায় অ-তৎসম শব্দের গুরুত্ব কোথায়।
তৎসম শব্দ বলতে বোঝায় সংস্কৃত শব্দভাণ্ডার থেকে সরাসরি বাংলা ভাষায় গৃহীত শব্দ। সংখ্যার বিচারে তৎসম শব্দগুলি বাংলা শব্দভাণ্ডারের দ্বিতীয় বৃহত্তম শ্রেণি। বাংলা শব্দভাণ্ডারে তৎসম শব্দ ছাড়াও রয়েছে তদ্ভব, অর্ধতৎসম, দেশি, বিদেশি, প্রাদেশিক ও সংকর শব্দ। এই সব ধরনের শব্দগুলিকে একত্রে অ-তৎসম শব্দের পর্যায়ে ফেলা হয়। নিচে বাংলা শব্দভাণ্ডারে অ-তৎসম শব্দের গুরুত্ব আলোচনা করলাম। 

অ-তৎসম শব্দের গুরুত্ব

অ-তৎসম শব্দগুলি বাংলা ভাষায় বিশেষ একটি কারণে গুরুত্বপূর্ণ। বাংলার নিজস্ব বানানবিধি প্রায় সম্পূর্ণ রূপে মেনে চলা যায় অ-তৎসম শব্দের ক্ষেত্রেই। তৎসম শব্দের বানানে সংস্কৃত বানান বিধি না মেনে উপায় থাকে না। কারণ সংস্কৃত বানান না মানলে তৎসম শব্দের ব্যুৎপত্তি ব্যাখ্যা করা কঠিন হয়ে উঠবে এবং নানা রকম জটিলতা দেখা দেবে। অ-তৎসম শব্দের ক্ষেত্রে এই ধরনের সমস্যা নেই। এই শব্দগুলির সঠিক বাংলা উচ্চারণ অনুযায়ী বানান নির্ধারণ করা যায়।


মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

তির্যক বিভক্তি কাকে বলে

লোকনিরুক্তি কাকে বলে

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

অপিনিহিতি কাকে বলে

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য

অভিশ্রুতি কাকে বলে?

নিরপেক্ষ কর্তা কাকে বলে

বিভাজ্য ধ্বনি কাকে বলে | অবিভাজ্য ধ্বনি কাকে বলে