কারকের ছড়া | কারক মনে রাখার সহজ উপায়

ছড়ায় ছড়ায় কারক

কারক নির্ণয়ের অনেক ছোটো-খাটো ছড়া বিভিন্ন সময়ে শুনেছি ও পড়েছি। কিন্তু কারকের সেই সব ছড়া খুব‌ই ছোটো ও অসম্পূর্ণ। তাই আমি নতুন করে একটি ছড়া লিখতে চেষ্টা করলাম। এই ভাবে ছড়ার মাধ্যমে কারকের সম্পূর্ণ ধারণা দেওয়া সম্ভব নয়, তবু ২৮ পংক্তির এই ছড়াটি আশা করি কিছুটা হলেও শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি করতে পারবে।



যে করে ক্রিয়ার কাজ কর্তা বলি তারে
এমনকি জড় বস্তু যদি  কাজ করে
তথাপি বলিব কর্তা সন্দেহে না পড়ে।
কর্তার বিভিন্ন ভাগ শেখো মনে করে।

ক্রিয়ার কাজটি যাকে করেছে আশ্রয়
অথবা ক্রিয়াতে করে যার ক্ষয় ব্যয়,
'কী' অথবা 'কাকে' প্রশ্নে উত্তর নির্ণয়
তাহাকেই কর্ম বলি না হয় ব্যত্যয়।

যার দ্বারা, যে উপায়ে, যার সহকারে
যে লক্ষণে, যতক্ষণে কর্তা কাজ করে
করণ তাহার‌ই নাম যেন মনে পড়ে।
করণের নানা ভাগ, বলেছেন সুনীতিকুমারে।

যার জন্য, যে উদ্দেশ্যে, কিংবা অভিপ্রায়ে
ক্রিয়া সম্পাদিত, তায় নিমিত্ত বুলায়ে।
(নিমিত্তের লেজে ধরি কেউ কেউ টানে
তারা চায় ফিরাইতে মৃত সম্প্রদানে।)

যেখান হ‌ইতে চ্যুত, জাত, কিংবা ভয়;
যে কালে ক্রিয়ার কাজ সূত্রপাত হয়
যা থেকে বদলে গিয়ে নব পরিচয়
যেখান হ‌ইতে করি দূরত্ব নির্ণয়
যেখানে কর্তা থাকে, দূরে কাজ রয়
অপাদান রূপে তাই সদা গণ্য হয়।

স্থানে, কালে, বিষয়েতে ও বিমূর্ত ভাবে
ক্রিয়ার আধার যদি খুঁজে পাও তবে
তাহার কারক জেনো অধিকরণ হবে।

সম্বন্ধ ও সম্বোধন দুই অকারক
সম্বন্ধে 'র-এর' থাকে চিনিবে সম্যক
ডাকিব যে-নামে, তাহা সম্বোধন হোক
সম্বোধনে শূন্য লেখে অনন্য পাঠক। 



এই ছড়ার কোনো লাইনের ব্যাখ্যা দরকার হলে আমার যে কোনো ইউটিউব ভিডিওর নিচে কমেন্ট করে লাইনটি লিখুন, আমি ব্যাখ্যা করে দেবো।
ইউটিউবে কারকের প্রথম ক্লাসটি দিলাম। আমার আরও ক্লাস করার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন আমার নাম অনন্য পাঠক (Ananya Pathak)।

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

তির্যক বিভক্তি কাকে বলে

লোকনিরুক্তি কাকে বলে

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

অপিনিহিতি কাকে বলে

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য

অভিশ্রুতি কাকে বলে?

নিরপেক্ষ কর্তা কাকে বলে

বিভাজ্য ধ্বনি কাকে বলে | অবিভাজ্য ধ্বনি কাকে বলে